তবে অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রার মতো কেউ কেউ মনে করছেন, আশা আছে। আদালত সময় নিয়েছে মানে এই ব্যাপারে পজিটিভ কিছু হতে পারে।

Sports Minister on Vinesh Phogat: ‘সকাল ৭.১৫, ৭.৩০-এ দু বার মাপা হয় ওজন!’ কী ঘটল প্যারিসে, লোকসভায় জানালেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি: ভিনেশ ফোগট কাণ্ডে সংসদে বিবৃতি দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য৷ বেশি ওজনের জন্য ভিনেশ ফোগটের অলিম্পিক্সে স্বপ্নভঙ্গের পর ঘটনাক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷ সংসদ চত্বরে বিক্ষোভও দেখান তাঁরা৷ যদিও ক্রীড়ামন্ত্রী এ দিন সংসদে দাঁড়িয়ে দাবি করেছেন, ভিনেশের কাণ্ডে ইতিমধ্যেই আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের কাছে প্রতিবাদ জানিয়েছে ভারত৷ বিষয়টি নিয়ে ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রধান পি টি ঊষার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

পাশাপাশি, অলিম্পিক্সে ভিনেশের সাফল্যের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে আর্থিক সাহায্য সহ সবরকম ভাবে পাশে থেকেছে, এ দিন সংসদে দাঁড়িয়ে সেকথাও মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী৷ এ দিন অলিম্পিক্স থেকে ভিনেশের বাতিল হয়ে যাওয়ার খবর আসতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভারতীয় কুস্তিগীরকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী৷

সংসদে এ দিন ক্রীড়ামন্ত্রী বলেন, ‘পঞ্চাশ কেজি বিভাগে একশো গ্রাম বেশি ওজন হওয়ায় ভিনেশ ফোগটকে প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল করা হয়েছে৷ আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের নিয়ম অনুযায়ী, প্রত্যেক বিভাগের প্রতিযোগীদের প্রতিদিন সকালে দু বার ওজন মাপা হয়৷ কোনও প্রতিযোগী যদি দু বার মধ্যে একবারও ওজন মাপার প্রক্রিয়ায় অংশ না নেন অথবা তাঁর ওজন নির্ধারিত সীমার বেশি হয়, তাহলে সেই ক্রীড়াবিদকে বাতিল করা হয় অথবা র‍্যাঙ্ক ছাড়াই তাঁর জায়গা সবার শেষে হয়৷’

আরও পড়ুন: IOA-র কাছে আবেদন করছে ভারত, ভিনেশ খেলাতে মরিয়া প্রচেষ্টা দেশের

প্যারিসের ঘটনাক্রম বিশদে তুলে ধরে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘প্যারিসের স্থানীয় সময় সকাল ৭.১৫ এবং ৭.৩০ মিনিটে আজ দু বার ভিনেশ ফোগটের ওজন মাপা হয়৷ ভিনেশের ওজন ৫০ কেজি ১০০ গ্রাম আসে৷ এই কারণে ভিনেশকে অলিম্পিক্স থেকে বাতিল করে দেওয়া হয়৷ আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের কাছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে৷ প্রধানমন্ত্রী নিজেও প্যারিসে থাকা ভারতীয় অলিম্পিক্স ফেডারেশনের প্রধান পি টি ঊষার সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপ করতে বলেছেন৷’

এর পরেই ক্রীড়ামন্ত্রী জানান, অলিম্পিক্সে ভিনেশের সাফল্যের জন্য ভারত সরকারের পক্ষ থেকে সবরকম সাহায্য করা হয়েছে৷ ভিনেশের জন্য হাঙ্গেরির বিখ্যাত কোচকে আনার ব্যবস্থা করা হয়েছে৷ এ ছাড়াও সর্বক্ষণের স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, ফিজিওর মতো ব্যক্তিগত প্রশিক্ষক এবং টিম রাখতে প্রয়োজনীয় আর্থিক সাহায্যও করেছে ভারত সরকার৷ ভিনেশের অলিম্পিক্স প্রস্তুতির জন্য কেন্দ্রীয় সরকার ৭০ লক্ষ ৪৫ হাজার টাকারও বেশি খরচ করেছে৷