Kolkata High Court: তৈরি হয়েছে চিকিৎসক সঙ্কট! মামলা গড়াল কলকাতা হাইকোর্ট পর্যন্ত, রাজ্যের রিপোর্ট তলব

কলকাতা: চলতি মরসুমে রাজ্যের হাসপাতালে তৈরি হয়েছে চিকিৎসক সঙ্কট। জানা গিয়েছে, ৪৮৯ জনের বেশি চিকিৎসককে ছাড়তে পারছে না রাজ্য। পরিস্থিতি এমনই যে ঘটনার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত।

মামলার শুনানি চলাকালীন রাজ্যের কাছে আদালত জানতে চেয়েছে, MBBS চিকিৎসকদের কেন ‘স্টাডি লিভ’  দেওয়া সম্ভব হচ্ছে না? এবিষয়ে রাজ্যের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট৷ আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে রিপোর্ট তলব করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

আরও পড়ুন: কী করে বুঝবেন আপনার বাচ্চার কোন খাবারে অ্যালার্জি? উপায় বলে দিলেন শিশু বিশেষজ্ঞ

ডা: সিরাজুল ইসলাম ২০১৬ সাল থেকে কোচবিহার এম জে এন হাসপাতালের চিকিৎসক। এম এস(জেনারেল সার্জেন) নিয়ে নিট পিজি-তে বসেন স্বাস্থ্য বিভাগের অনুমতি নিয়ে। পরীক্ষায় সফল হন। কিন্তু, এখন স্টাডি লিভে সার্জারি নিয়ে পড়তে চাইলে এনওসি দিচ্ছে না রাজ্য। তাই রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেন ডা: সিরাজুল ইসলাম।

আরও পড়ুন: ওষুধ খেয়েও কমছে না কোলেস্টেরল! এই ৩ আয়ুর্বেদিক টোটকা অব্যর্থ দাওয়াই, দারুণ কাজ

রাজ্য জানায় ২০২৩-২৪ মরসুমে ৪৮৯ জন চিকিৎসককে পড়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এর বেশি চিকিৎসককে এ মুহূর্তে ছাড়তে গেলে সঙ্কটে পড়বে রাজ্যের চিকিৎসা পরিষেবা।