আগের কথা ভুলে যান, SIP থেকে দ্রুত রিটার্ন চাইলে করুন এই কাজ, হাতেনাতে মিলবে ফল

শেয়ার বাজারে উত্থান-পতন লেগেই থাকে। তাই নিরাপদ বিনিয়োগের জনপ্রিয়তা কমেনি একচুলও। গত কয়েক বছরে ইক্যুইটি মার্কেট থেকে ব্যাপক রিটার্ন মিলেছে। ফলে মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকছেন অনেকেই। দীর্ঘমেয়াদি এসআইপি বিনিয়োগ থেকে মোটা টাকা ঘরে তুলছেন বিনিয়োগকারীরা। তবে দ্রুত লাভ পেতে চাইলে ৭০:২০:১০ রুল মেনে বিনিয়োগ করতে হবে।
শেয়ার বাজারে উত্থান-পতন লেগেই থাকে। তাই নিরাপদ বিনিয়োগের জনপ্রিয়তা কমেনি একচুলও। গত কয়েক বছরে ইক্যুইটি মার্কেট থেকে ব্যাপক রিটার্ন মিলেছে। ফলে মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকছেন অনেকেই। দীর্ঘমেয়াদি এসআইপি বিনিয়োগ থেকে মোটা টাকা ঘরে তুলছেন বিনিয়োগকারীরা। তবে দ্রুত লাভ পেতে চাইলে ৭০:২০:১০ রুল মেনে বিনিয়োগ করতে হবে।
কীভাবে বিনিয়োগ করা উচিত: আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, ৭০:২০:১০ রুল মেনে বিনিয়োগ করলে শুধু বৈচিত্র বাড়বে তাই নয়, রিটার্নও একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। এই নিয়মে বিনিয়োগের ৭০ শতাংশ টাকা লার্জ ক্যাপে, ২০ শতাংশ মিড ক্যাপে এবং ১০ শতাংশ স্মল ক্যাপে বিনিয়োগ করতে হয়। এতে পোর্টফোলিওর ভারসাম্য থাকে।
কীভাবে বিনিয়োগ করা উচিত: আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, ৭০:২০:১০ রুল মেনে বিনিয়োগ করলে শুধু বৈচিত্র বাড়বে তাই নয়, রিটার্নও একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। এই নিয়মে বিনিয়োগের ৭০ শতাংশ টাকা লার্জ ক্যাপে, ২০ শতাংশ মিড ক্যাপে এবং ১০ শতাংশ স্মল ক্যাপে বিনিয়োগ করতে হয়। এতে পোর্টফোলিওর ভারসাম্য থাকে।
গত তিন বছরে এসআইপি থেকে গড় রিটার্নের পরিমাণ: পরিসংখ্যান অনুযায়ী, গত তিন বছরে এসআইপিতে ২২ শতাংশ থেকে ২৪.৯৫ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। লার্জ ক্যাপ ফান্ডের রিটার্নের হার ছিল ২৫.৩৫ শতাংশ থেকে ২৮.৩৩ শতাংশ।
গত তিন বছরে এসআইপি থেকে গড় রিটার্নের পরিমাণ: পরিসংখ্যান অনুযায়ী, গত তিন বছরে এসআইপিতে ২২ শতাংশ থেকে ২৪.৯৫ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। লার্জ ক্যাপ ফান্ডের রিটার্নের হার ছিল ২৫.৩৫ শতাংশ থেকে ২৮.৩৩ শতাংশ।
মাল্টি ক্যাপ ফান্ডে ২৪.২৬ শতাংশ থেকে ৩০.২২ শতাংশ হারে গড় রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। মিড ক্যাপ ফান্ডের গড় রিটার্ন ছিল ৩০.০৬ শতাংশ থেকে ৩৫.২৪ শতাংশ। স্মল ক্যাপ ফান্ড থেকে গড়ে মিলেছে ৩৩.২৭ শতাংশ থেকে ৩৮.০৯ শতাংশ রিটার্ন।
মাল্টি ক্যাপ ফান্ডে ২৪.২৬ শতাংশ থেকে ৩০.২২ শতাংশ হারে গড় রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। মিড ক্যাপ ফান্ডের গড় রিটার্ন ছিল ৩০.০৬ শতাংশ থেকে ৩৫.২৪ শতাংশ। স্মল ক্যাপ ফান্ড থেকে গড়ে মিলেছে ৩৩.২৭ শতাংশ থেকে ৩৮.০৯ শতাংশ রিটার্ন।
কখন ও কীভাবে সুবিধা মিলবে: আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক মাস ছিল এসআইপিতে বিনিয়োগের আদর্শ সময়। তবে এখনও সময় পেরিয়ে যায়নি। যে গতিতে বাজার উঠছে তাতে আগামী দিনে আরও একত্রীকরণের সম্ভাবনা বেশি। তাই ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগ বজায় রাখতে হবে।
কখন ও কীভাবে সুবিধা মিলবে: আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক মাস ছিল এসআইপিতে বিনিয়োগের আদর্শ সময়। তবে এখনও সময় পেরিয়ে যায়নি। যে গতিতে বাজার উঠছে তাতে আগামী দিনে আরও একত্রীকরণের সম্ভাবনা বেশি। তাই ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগ বজায় রাখতে হবে।
বাজার পড়লে এসআইপি বিনিয়োগকারীরা কম দামে ইউনিট কেনার সুযোগ পান। বাজার বাড়লে রিটার্নের হার বাড়ে। এই পরিস্থিতিতে ৭০:২০:১০ নিয়মে পোর্টফোলিও গুছিয়ে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন আর্থিক বিশেষজ্ঞরা।
বাজার পড়লে এসআইপি বিনিয়োগকারীরা কম দামে ইউনিট কেনার সুযোগ পান। বাজার বাড়লে রিটার্নের হার বাড়ে। এই পরিস্থিতিতে ৭০:২০:১০ নিয়মে পোর্টফোলিও গুছিয়ে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন আর্থিক বিশেষজ্ঞরা।
বিনিয়োগের মেয়াদ: ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ন্যূনতম ৮ থেকে ১০ বছর বিনিয়োগ চালিয়ে যেতে হবে। এমনটাই বলছেন বাজার বিশেষজ্ঞরা। গত তিন বছরে এসআইপি বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে। ২০২৪ অর্থবর্ষে এসআইপি-তে বিনিয়োগের পরিমাণ ১ ট্রিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। এএমএফআই-এর তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে মোট এসআইপি অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৭.৪৪ কোটি।
বিনিয়োগের মেয়াদ: ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ন্যূনতম ৮ থেকে ১০ বছর বিনিয়োগ চালিয়ে যেতে হবে। এমনটাই বলছেন বাজার বিশেষজ্ঞরা। গত তিন বছরে এসআইপি বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে। ২০২৪ অর্থবর্ষে এসআইপি-তে বিনিয়োগের পরিমাণ ১ ট্রিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। এএমএফআই-এর তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে মোট এসআইপি অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৭.৪৪ কোটি।