আশা এমন এক জিনিস যা শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে বাঁচিয়ে রাখে৷ কিন্তু ভিনেশের আর রুপোর পদক হবে না তা এখন সকলেই জেনে গেছেন৷  ভিনেশ ফোগট যখন প্যারিস অলিম্পিক ২০২৪ -এ ৫০-কেজি ইভেন্টের ফাইনালে পৌঁছে, ইতিহাস তৈরি করেছিলেন। ২৯ বছর বয়সী এই কুস্তিগীরকে যদিও গত সপ্তাহে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল ফাইনালের সকালে ডিসকোয়ালিফায়েড ঘোষণা করা হয়েছিল।

Vinesh Phogat Retires: ‘হেরে গেলাম’-অবসর ঘোষণা ভিনেশ ফোগটের

অবসর গ্রহণ করলেন ভিনেশ ফোগট৷  প্যারিস অলিম্পিকস ২০২৪ থেকে ওজন বৃদ্ধিজনিত ইস্যুর কারণে কুস্তি ফাইনাল থেকে ডিসকোয়ালিফাই হয়ে যান৷ এই ঘটনার পরেই হৃদয়ভঙ্গ হয় ভারতের এই কুস্তিগীর কুস্তি থেকেই নিজেকে সরিয়ে নিলেন৷  ভারতের বিখ্যাত এই কুস্তিগীর  কুস্তি থেকেই নিজেকে সরিয়ে নিলেন৷ থেকে তার অবসর ঘোষণা করেছেন।

মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল রেসলিং ইভেন্টে বুধবার সকালে ওজন করার সময় ভিনেশ ফোগটের ওজন ১০০ গ্রাম ছাড়িয়ে যাওয়ার কারণে  কুস্তিতে সোনার মেডেলের ম্যাচে খেলার যোগ্যতা হারান তিনি৷