পুরানো কেল্লা 

Travel Tips: বাড়ির একদম কাছে! একদিনের ছুটিতে ঘুরে আসুন ইতিহাস জড়ানো এই গ্রামে! মন ভাল হবেই

ডায়মন্ডহারবার: স্বাধীনতার মাসে ঘুরে আসুন ডায়মন্ড হারবারের পুরাতন কেল্লার মাঠ থেকে। যদিও ডায়মন্ডহারবারের কেল্লার স্থাপত্য হুগলি নদীর করাল গ্রাসে প্রায় বিলীন হয়ে গিয়েছে৷ কেল্লার অবশিষ্ট বলতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইঁটের কয়েকটি স্তম্ভ৷

কেল্লাটির কিছু অংশ এখনও মাথা উঁচু করে ইতিহাসের স্বাক্ষ্য বহন করে চলেছে। জানা যায়, পর্তুগীজরা তৈরি করেছিলেন এই ঐতিহাসিক কেল্লা। এখন বর্ষার সময় কেল্লার কাছে যাওয়া দূরহ ব্যাপার। পর্তুগিজদের হাত থেকে একসময় কেল্লা আসে ইংরেজদের হাতে। এরপর নদী পথে নজরদারির পাশাপাশি সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কয়েক বিঘা জমিতে তিনটি বিশাল আয়তনের বহুতল দুর্গ নিয়ে গড়ে ওঠে কেল্লা৷
কেল্লার নিরাপত্তার জন্য তিনটি কামানও বসানো হয়েছিল৷

আরও পড়ুন: সঠিক ডায়েট-ব্যায়ামের পরেও হঠাৎ বাড়তে পারে ওজন! কেন এরকম হয়, জানুন আসল কারণ

আরও পড়ুন: টুথপেস্ট কী দেখে কিনবেন? না হলেই দাঁতের বড়সড় ক্ষতি, চেক করতেই হবে ‘এই’ জিনিসটি

দেশ স্বাধীন হওয়ার পর রক্ষণাবেক্ষণের অভাবে প্রকৃতির নিয়মে ইতিহাসের স্মৃতি বিজড়িত চুন-সুড়কি এবং ইটের তৈরি কেল্লার ক্ষয় হতে শুরু করে৷ সঠিক নজরদারি এবং সংরক্ষণের অভাবে দুষ্কৃতীরা অবাধে লুঠ করে নিয়ে যায় কেল্লার ইট, কাঠ, কামানের যন্ত্রাংশ-সহ বিভিন্ন সামগ্রী৷ গত কয়েক বছর ধরে হুগলী নদীর ভাঙন ব্যাপক আকার নেয়৷ বর্তমানে কেল্লার অবশিষ্ট অংশ বলতে কেবলমাত্র কয়েকটি ভাঙা স্তম্ভ অবশিষ্ট রয়েছে। বর্তমানে এই কেল্লার কাছেই গড়ে তোলা হয়েছে সুন্দর একটি পিকনিক স্পট। সেই জন্য ইতিহাসের সঙ্গী হতে স্বাধীনতার মাসে দেখে আসতেই পারেন ডায়মন্ডহারবারের পুরাতন কেল্লা।

নবাব মল্লিক