সেন্ট্রাল ডুয়ার্স এলাকা

Alipurduar News: ফের বৃষ্টি! ভুটান পাহাড় থেকে জল ছাড়ায় ক্ষতিগ্রস্ত সেন্ট্রাল ডুয়ার্স এলাকা

আলিপুরদুয়ার: ফের বৃষ্টি শুরু হতেই ভরে উঠেছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন নদী। ভুটানেও মুষলধারে বৃষ্টি হওয়ায় জল ছাড়া হয়েছে, ফলে বিপদসীমার উপর দিয়ে বইছে পাহাড় থেকে নেমে আসা নদীগুলি।

বাসরা নদীর ভাঙনে ক্ষতিগ্ৰস্থ  ডুয়ার্স চা বাগান। এলাকায় অতিভারী বৃষ্টি শুরু হতেই সিঙিঝোরার জলস্তর বৃদ্ধি পেয়েছে। ভুটান পাহাড় থেকে জল ছাড়ায় তা বিপদসীমার উপর দিয়ে বইছে। যাতায়াত বন্ধ সেন্ট্রাল ডুয়ার্স থেকে আলিপুরদুয়ারের বিভিন্ন প্রান্তের। চা বাগানেও প্রবেশ করেছে জল।

ভুটান পাহাড়ে টানা বৃষ্টির ফলে জল বৃদ্ধি পেয়েছে। সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানটি ভুটান পাহাড়ের পাদদেশে অবস্থিত। যার ফলে শুধু মাত্র নদী নয়, ঝোরাগুলির জলস্তর বেড়ে উঠেছে। ইতিমধ্যে নদীর গ্ৰাসে সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানে ৮০ হেক্টর জমির চা গাছ নদী গর্ভে চলে গিয়েছে। আতঙ্কিত চা বাগানের বাসিন্দারা।এদিকে নিত‍্যদিনের কাজ চালিয়ে যেতে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন বাসিন্দারা।

সিঙ্গিঝোরা নদীতে সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের যে পানীয় জলের প্রকল্প ছিল, সিঙ্গিঝোরায় জল বৃদ্ধি পাওয়ায় সেই পানীয় জলের মেশিন বিকল হয়ে যায়। তীব্র পানীয় জলের সঙ্কট শুরু হয়েছে সেন্ট্রাল ডুয়ার্স জুড়ে। ভুটান থেকে জল ছেড়ে দেওয়ায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। কারণ কখন নদীর জল এলাকায় প্রবেশ করবে তা তাদের জানা নেই।