মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: ভিনরাজ‍্যে অত‍্যাচারিত পরিযায়ী শ্রমিকেরা, ভিডিও ভাইরাল হতেই তৎপর মুখ‍্যমন্ত্রী

কলকাতাঃ ওড়িশায় বসবাসকারী বেশ কয়েকজন বাঙালি শ্রমিককে মারধর। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বলে খবর। নবান্ন সূত্রে এই খবর জানাজানি হতেই তৎপর হন বাংলার মুখ‍্যমন্ত্রী স্বয়ং। এই অবস্থায় ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে ফোন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ঘণীভূত হচ্ছে রহস‍্য, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত ডাক্তারি ছাত্রীর বাবা!

সূত্র মারফত আরও জানা গিয়েছে, ফোনে ওড়িশার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।

সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় পরিযায়ী শ্রমিককে মারধর করতে দেখা যায়। এর রেশ ধরেই হস্তক্ষেপ করে বাংলা সরকার। পরিযায়ী শ্রমিকদের বিষয়ে খোঁজ খবর রাখে ওয়েলফেয়ার বোর্ড। এমনকী সরকারের শ্রম দফতর খোঁজ খবর রাখে। এই পরিস্থিতিতে কাজে যাওয়া শ্রমিকদের যাতে অসুবিধা না হয় সেই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছে নবান্ন।