Nabanna: জেলায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে রিপোর্ট আকারে জানাতে হবে নবান্নে, বড় নির্দেশ

কলকাতা: আরজি করের ঘটনার জেরে সতর্ক নবান্ন। জেলায় কোনও ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে তা নবান্নে জানাতে হবে রিপোর্ট আকারে। যে কোনও ঘটনা নিয়ে সতর্ক থাকতে হবে, এমনটাই জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের। সোমবার বিকেল সাড়ে চারটে থেকে জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

আরজি কর কাণ্ডের কিনারা করার জন্য কলকাতা পুলিশকে আগামী রবিবার পর্যন্ত সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবারের মধ্যে পুলিশ এই তদন্তের কিনারা করতে না পারলে তদন্ত ভার সিবিআই-কে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এ দিন সোদপুরে নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে মৃতার পরিবারের সঙ্গে কথা বলার পর এই সিদ্ধান্তে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

রাজ্যের একাধিক হাসপাতালে চলছে কর্মবিরতি। বন্ধ পরিষেবা। জুনিয়র ডাক্তারদের ডাকে লাগাতার বিক্ষোভ হাসপাতাল চত্বরগুলিতে। কী ভাবে দ্রুত স্বাভাবিক করা যায় পরিস্থিতি, তা নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবের সঙ্গে  বৈঠকও করেন বলে নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন: আর জি কর কাণ্ডে ধৃত ‘বড়মাপের অপরাধী, সর্বোচ্চ শাস্তির চেষ্টা!’ দাবি নগরপালের, খুনের উদ্দেশ্য জানার চেষ্টায় পুলিশ

এ দিন সোদপুরে নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মা সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী৷ এর পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি৷ আর জি কর কাণ্ডে বার বারই একাধিক ব্যক্তির জড়িত থাকার অভিযোগ উঠছে৷ এ দিন মুখ্যমন্ত্রীও বলেন, ‘ওঁর (নিহত চিকিৎসক) বাবা মা বলেছেন ভিতরের কেউ জড়িত আছে৷ যদি তাই হয় ওঁর বন্ধুবান্ধব সহ যাদের উপরেই সন্দেহ হচ্ছে তাঁদের ডেকে কথা বলা হবে৷ যিনি বাড়িতে প্রথম খবর দিয়েছিলেন, তাকেও ডেকে কথা বলতে বলেছি৷ আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শেষ করুক৷ তার পরেও যদি রবিবার পর্যন্ত যদি তাঁরা কুলকিনারা করতে না পারেন, তাহলে এই কেসটা আমরা সিবিআইকে দিয়ে দেব৷ কারণ ভিতরেরও তো অনেকে আছে৷’