Bangladeshi Hindu security update: হিন্দুদের ভরসা দিতে অবশেষে নড়ে বসল বাংলাদেশ সরকার! বড় পদক্ষেপ মহম্মদ ইউনুসের

ঢাকা: অশান্ত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের আশ্বস্ত করতে উদ্যোগী হলে অন্তর্বর্তী সরকারের প্রধাব মহম্মদ ইউনুস৷ মঙ্গলবারই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন মহম্মদ ইউনুস৷ পাশাপাশি বাংলাদেশের নতুন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, গত কয়েকদিনে অশান্তি চলাকালীন যারাই দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে ভাঙচুর চালিয়েছে অথবা লুঠপাট চালিয়েছে, তাদের যথাযথ শাস্তি দেওয়া হবে৷

বাংলাদেশের নতুন সরকারের ধর্মীয় বিষয়ে মুখ্য উপদেষ্টা খালিদ হোসেন দাবি করেছেন, সংখ্যালঘুদের উপাসনাস্থলে যে বা যারাই হামলা চালিয়েছে তারা দুর্বৃত্ত এবং তাদের এর মূল্য চোকাতে হবে৷ হোসেন বলেন, ‘ধর্ম বিষয়ক মন্ত্রক অতীতেও দেশের সংখ্যালঘুদের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে৷’

আরও পড়ুন: চাকরই তিনশো কোটির মালিক, থাকেন আমেরিকায়! হাসিনার নিজের সম্পত্তির পরিমাণ কত?

সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দেশ জুড়ে কোথায় কোথায় এই ধরনের হামলার ঘটনা ঘটেছে জেলা প্রশাসনকে তার তালিকা তৈরি করতে বলা হয়েছে৷ পাশাপাশি, এই ধরনের অভিযোগ গ্রহণের জন্য এবং দ্রুত পদক্ষেপের জন্য একটি হটলাইনও চালু করা হয়েছে৷

বাংলাদেশে ছাত্র আন্দোলন এবং তার জেরে শেখ হাসিনা সরকারের পতনের পরই দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি শুরু হয়৷ দেশের সংখ্যালঘু হিন্দুরাও আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে৷ হিন্দু সম্প্রদায়ের অসংখ্য মানুষ ভারতে আশ্রয় নিতে সীমান্তেও ভিড় জমান৷ শেষ পর্যন্ত, সংখ্যালঘুদের উপরে আক্রমণের প্রতিবাদ করে পথে নামেন বাংলাদেশের হিন্দু এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ৷ বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত হিন্দুদের ভরসা দিতে পারে কি না, সেটাই এখন দেখার৷