বড়ির কোন দিকে মানিপ্ল্যান্ট রাখলে টাকার বৃষ্টি?

Vastu Tips For Money Plant: একমাত্র ঘরের ‘এই দিকে’ মানিপ্ল্যান্ট রাখলেই টাকার বৃষ্টি হবে, উপচে পড়বে ধন-সম্পদ-সৌভাগ্য!

ঘরের ভিতরেই এই গাছ লাগাতে পারেন মানিপ্ল্যান্ট ৷ মানিপ্ল্যান্ট অনেকেই ঘরে সাজানোর জন্য বসাতে পারেন ৷ এতে ঘরের সৌন্দর্য বৃদ্ধি হবে ৷ প্রতীকী ছবি ৷
ঘরের ভিতরেই এই গাছ লাগাতে পারেন মানিপ্ল্যান্ট ৷ মানিপ্ল্যান্ট অনেকেই ঘরে সাজানোর জন্য বসাতে পারেন ৷ এতে ঘরের সৌন্দর্য বৃদ্ধি হবে ৷ প্রতীকী ছবি ৷
বাস্তুশাস্ত্র মতে মানিপ্ল্যান্ট এমন এক গাছ, যা ঘরে রাখলে টাকার জোগান বাড়ে।
বাস্তুশাস্ত্র মতে মানিপ্ল্যান্ট এমন এক গাছ, যা ঘরে রাখলে টাকার জোগান বাড়ে।
মানি প্ল্যান্ট: বাস্তুশাস্ত্র অনুসারে, যদি চান বাড়িতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাক, তাহলে অবশ্যই বাড়ির মূল দরজায় মানি প্ল্যান্ট লাগান। এটি কেবল আর্থিক উন্নতিতেই সাহায্য করবেন না, পাশাপাশি ঘরে সুখ ও সমৃদ্ধিও আনবে।
মানি প্ল্যান্ট: বাস্তুশাস্ত্র অনুসারে, যদি চান বাড়িতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাক, তাহলে অবশ্যই বাড়ির মূল দরজায় মানি প্ল্যান্ট লাগান। এটি কেবল আর্থিক উন্নতিতেই সাহায্য করবেন না, পাশাপাশি ঘরে সুখ ও সমৃদ্ধিও আনবে।
ভোপালের জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা মতে, বাস্তুশাস্ত্রে বাড়িতে তুলসী, মানি প্ল্যান্টের মতো কিছু গাছ রাখাকে খুব শুভ বলে মনে করা হয়। যদিও এই গাছগুলি লাগানোর সময় বাস্তুশাস্ত্রের কিছু নিয়মগুলি মানা দরকার।
ভোপালের জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা মতে, বাস্তুশাস্ত্রে বাড়িতে তুলসী, মানি প্ল্যান্টের মতো কিছু গাছ রাখাকে খুব শুভ বলে মনে করা হয়। যদিও এই গাছগুলি লাগানোর সময় বাস্তুশাস্ত্রের কিছু নিয়মগুলি মানা দরকার।
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে অর্থাৎ অগ্নি কোণে মানি প্ল্যান্ট রোপণ করা সবসময়ই শুভ বলে মনে করা হয়। এই দিকে মানি প্ল্যান্ট লাগালে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে অর্থাৎ অগ্নি কোণে মানি প্ল্যান্ট রোপণ করা সবসময়ই শুভ বলে মনে করা হয়। এই দিকে মানি প্ল্যান্ট লাগালে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।
প্ল্যান্ট কখনই শুকানো হওয়া উচিত নয়। এর যত্ন নিতে থাকুন। মানি প্ল্যান্ট শুকিয়ে গেলে খুব অশুভ মনে করা হয়। এতে টাকা হাত থেকে বেরিয়ে যেতে পারে।
প্ল্যান্ট কখনই শুকানো হওয়া উচিত নয়। এর যত্ন নিতে থাকুন। মানি প্ল্যান্ট শুকিয়ে গেলে খুব অশুভ মনে করা হয়। এতে টাকা হাত থেকে বেরিয়ে যেতে পারে।
বিশ্বাস করা হয় যে বাড়িতে মানি প্ল্যান্ট গাছ লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। কিন্তু এই গাছ সঠিক ভাবে না রাখলে ঘরে দারিদ্র্য নেমে আসতে পারে। ভোপালের জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা জানিয়েছেন মানি প্ল্যান্ট লাগানোর নিয়ম কিছু নিয়ম, জেনে নিন।
বিশ্বাস করা হয় যে বাড়িতে মানি প্ল্যান্ট গাছ লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। কিন্তু এই গাছ সঠিক ভাবে না রাখলে ঘরে দারিদ্র্য নেমে আসতে পারে। ভোপালের জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা জানিয়েছেন মানি প্ল্যান্ট লাগানোর নিয়ম কিছু নিয়ম, জেনে নিন।
মানি প্ল্যান্ট রোপণের সময়, বিশেষ যত্ন নিন। খেয়াল রাখতে হবে যে এটি যাতে মাটি স্পর্শ না করে। মাটি স্পর্শ করলে তা অশুভ বলে মনে করা হয়। তাই যখন এটি বাড়তে শুরু করে, তখন এটির যত্ন নিতে থাকুন।
মানি প্ল্যান্ট রোপণের সময়, বিশেষ যত্ন নিন। খেয়াল রাখতে হবে যে এটি যাতে মাটি স্পর্শ না করে। মাটি স্পর্শ করলে তা অশুভ বলে মনে করা হয়। তাই যখন এটি বাড়তে শুরু করে, তখন এটির যত্ন নিতে থাকুন।
আজকাল প্রায় সব বাড়িতেই মানি প্ল্যান্ট দেখা যায়। এটি শুধু দেখতে সুন্দরই নয়, চমৎকার এয়ার পিউরিফায়ারও বটে। জ্যোতিষশাস্ত্রেও একে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। বাড়ি বা অফিসের যে কোনও জায়গায় এই গাছ লাগানো যায়।
আজকাল প্রায় সব বাড়িতেই মানি প্ল্যান্ট দেখা যায়। এটি শুধু দেখতে সুন্দরই নয়, চমৎকার এয়ার পিউরিফায়ারও বটে। জ্যোতিষশাস্ত্রেও একে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। বাড়ি বা অফিসের যে কোনও জায়গায় এই গাছ লাগানো যায়।