RG Kar Doctor Death: ক্রাইম সিনে কেন সংস্কার? প্রমাণ লোপাট হলে দায় হবে কার? এবার প্রশ্ন তুললেন আন্দোলনকারীরা

কলকাতা: ঠিক যে দিন আর জি কর কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের কাছে হস্তান্তরিত করল আদালত, সেই দিনই ‘ক্রাইম সিনে’র কাছে মেরামতি শুরু করে দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ স্বভাবতই বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ায় মঙ্গলবার সন্ধে নাগাদ৷ চেস্ট মেডিসিনের জরুরি বিভাগের ভিতরে হুড়মুড় করে ঢুকে পড়েন কিছু বিক্ষোভকারী৷ শুরু হয় চরম বিশৃঙ্খলা৷

ঘটনার পরে মঙ্গলবার রাতেই এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন হাসপাতালে আন্দোলনকারীদের একাংশ৷ আন্দোলনকারীদের তরফে বলা হয়, ‘‘কেন ক্রাইম সিনে সংস্কার শুরু হল? তা-ও আবার পুলিশের সামনে৷ পুলিশ কেন পরিস্থিতি সামলাতে পারছে না৷ প্রমাণ লোপাটের যদি কিছু হয়, তার দায় কি প্রশাসন নেবে?’’

আরও পড়ুন: ‘কাদের উদ্দেশ্য সফল করতে এই কর্মবিরতি?,’ বিরোধীদের নিশানা করে কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ

এরপরেই তাঁদের বক্তব্য, ‘‘আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি৷ সুবিচার চাই৷ আমাদের এখানে যে ঘটনা ঘটেছে,সেটা কি কাম্য? পুলিশ আজকে যেভাবে দু’বার আজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হল,তার জবাব চাই৷
গতকাল কয়েক হাজার মানুষের মিছিল শান্তিপূর্ণ হল৷ আর আজকে কয়েকজন কীভাবে হাসপাতালের ভিতরে ঢুকে গেল?’’

সিবিআই এফআইআর নিয়ে তাঁদের বক্তব্য, ‘‘যেই তদন্ত করুক, সিবিআই হোক বা জুডিশিয়াল এনকোয়ারি (বিচারবিভাগীয় তদন্ত), আমরা ঘটনায় জড়িতদের শাস্তি চাই৷’’

আর জি কর হাসপাতালের যে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার বিপরীতেই শুরু হয়েছে সংস্কারের কাজ। ভাঙা হচ্ছে দেওয়াল। ইট ভেঙে পড়ে রয়েছে নীচে। এমন একগুচ্ছ ছবি প্রকাশ্যে এসেছে। বর্তমান পরিস্থিতিতে হঠাৎ হাসপাতালের ঘর মেরামতির কী এমন প্রয়োজন ছিল? ডাক্তার তরুণীর খুনের প্রমাণ লোপাটের চেষ্টা নয় তো? এ প্রশ্ন তুলেই সরব হলেন এসএফআই, ডিওয়াইএফআই-এর সদস্যেরা।

আরও পড়ুন: আদালতের নির্দেশ, আর জি কর কাণ্ডে পুলিশের কাছ থেকে তদন্তভার গেল সিবিআইয়ের কাছে, বৈঠকে মমতা

মীনাক্ষী মুখোপাধ্যায়,দীপ্সিতা ধর, কলতান দাশগুপ্তও সেখানে ছিলেন বলে খবর। হাসপাতালের ভিতরে ঢুকে গিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। এ নিয়ে আর জি কর চত্বরেও তুমুল উত্তেজনা দেখা দেয়। ডিসি নর্থ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

মঙ্গলবারই আর জি করে তরুণী চিকিৎসককে খুন করে ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ৷ সেই মতো মঙ্গলবার রাতেই এফআইআর দায়ের করেছে সিবিআই৷ বুধবার দিল্লি থেকে আসছে তদন্তকারীদের বিশেষ দল৷