প্রতীকী ছবি৷

CBI in R G Kar murder case: ‘আমার মেয়েটা তো ফিরে আসবে না!’ সিবিআই তদন্তের নির্দেশেও নিশ্চিন্ত নন নির্যাতিতার বাবা

কলকাতা: হাইকোর্টের নির্দেশে আর জি কর কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই৷ ইতিমধ্যেই তদন্ত শুরুও করে দিয়েছে তারা৷ যদিও এখনই সিবিআই তদন্ত নিয়ে খুব বেশি কিছু বলতে চান না আর জি কর কাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের বাবা৷ আপাতত মেয়ের জন্য ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন তাঁরা৷

মঙ্গলবার আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ ঘটনায় যথাযথ তদন্ত হচ্ছে না বলে আশঙ্কা প্রকাশ করেই হাইকোর্টে মামলা দায়ের করার আর্জি জানান নির্যাতিতার বাবা-মা৷ সেই আবেদন মঞ্জুরও করে হাইকোর্ট৷

আরও পড়ুন: সিবিআই-এর হাতে সঞ্জয় রায়কে তুলে দিল পুলিশ! আজই শুরু জেরা, কাটবে রহস্যের জট?

সিবিআই তদন্তের নির্দেশ শুনে মঙ্গলবার রাতে নিহত চিকিৎসকের বাবা বলেন, খুশি হওয়ার মতো কিছু দেখতে পাচ্ছি না৷ আমরা ন্যায়বিচার চাই৷ এমন কিছু তো হয়নি যে কাল আমার মেয়েটা বাড়ি চলে আসবে৷ যেমন প্রতিদিন সকালে ডিউটি যেত, আবার বিকেলে চলে আসত৷ কিছুটা বিচার পেলে আমাদের শরীর, মনের শান্তি হবে৷ আমাদের মেয়েটার আত্মা শান্তি পাবে৷ নির্যাতিতার বাবা আরও বলেন, আমরা আইনের উপরে আস্থা রাখছি৷ আইনের উপরে আস্থা না থাকলে আমরা বাঁচব কী করে?

এ দিন সকালেই দিল্লি থেকে কলকাতায় পৌঁছয় সিবিআই-এর তদন্তকারী দল৷ এর কিছুক্ষণের মধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত সঞ্জয় রাইকে সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়৷ কেস ডায়েরি সহ বাকি নথি, তথ্যপ্রমাণও সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ হাইকোর্টের নজরদারিতেই তদন্ত করতে হবে সিবিআই-কে৷