সুখেন্দু শেখর রায়

Sukhendu Sekhar Roy: আরজি করের আন্দোলনকে সমর্থন জানিয়ে যোধপুর পার্কে ধর্নায় বসবেন সুখেন্দু, সমর্থন শুভেন্দুরও

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদ ৷ নেতাজি মূর্তি, যোধপুর পার্কের সামনে ধরনা দেবেন তৃণমূল কংগ্রেস সাংসদ। ব্যক্তিগত ভাবে নারকীয় ঘটনার প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সাংসদ সুখেন্দু শেখর রায় ৷ সুখেন্দুকে সমর্থন শুভেন্দুর। এদিন যে ধরনা দেবেন বলে তৃণমূলের রাজ্য সভার সাংসদ জানিয়েছেন, তাকে যথাযথ বলে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সুখেন্দু শেখর রায় লিখেছিলেন, ‘‘কালকে প্রতিবাদে আমিও যোগ দেব। কারণ, লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও মেয়ের বাবা, নাতনির দাদু, আমাদের এ বিষয়ে সরব হতে হবে। মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে। চলুন জোট বেঁধে প্রতিরোধ করি। যাই হোক না কেন।’’

আরও পড়ুন– ‘দুধ কা দুধ পানি কা পানি…’ সিবিআই তদন্তের নির্দেশের পর বিবৃতি স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার

সুখেন্দু শেখর রায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘‘লক্ষ লক্ষ বাঙালির মতো আমার বাড়িতেও একটি কন্যা ও ছোট নাতনি রয়েছে। তাই এই ব্যাপারে আমাদের অবশ্যই সোচ্চার হওয়া উচিত। মহিলাদের প্রতি অনেক নিষ্ঠুরতা হয়েছে। আসুন একসঙ্গে প্রতিবাদ করি।’’

তা সে যাই হোক না কেন।  সুখেন্দুর এই ভূমিকাকে কটাক্ষ করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোনো স্ট্র্যাটেজি।

আরও পড়ুন– তদন্তে সিবিআই, আরজি কর নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কি বলবেন সুকান্ত মজুমদার?

মহিলাদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এই আন্দোলনে তিনিও যোগ দেবেন বলে উল্লেখ করলেন।