১৪ অগাস্ট, মধ্যরাতে তাণ্ডব চালানো আরজি করে

R G Kar Hospital Vandalism: ‘মধ্যরাতে মেয়েদের রাত দখল’-এর লড়াই, তাণ্ডব আরজি করে ! ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক এসইউসিআইয়ের

কলকাতা: যেন এক অন্য শহর৷ ঘড়ির কাটা বলছে রাত ১১টা পেরিয়ে গিয়েছে ৷ রাজ্য জুড়ে মেয়েরা রাজপথে ৷ মুহুর্মুহু স্লোগান উঠছে ৷ রাতের শহরে নারীদের রাত দখল যেন অন্য এক যুগের ইঙ্গিত দিচ্ছে ৷ তালটা কাটে তার ঠিক পরেই৷

হঠাৎ করে দেখা যায়, একদল জনতা আরজি কর হাসপাতালের ভিতর ঢুকে যায় ৷ এবং তাণ্ডবলীলা চালাতে শুরু করে ৷ ভেঙে দেয় ধরনা মঞ্চ ৷ শুরু হয় ছাত্র-ছাত্রীদের উপর বেলাগাম হামলা ৷

আরও পডুন: দল না দেখে ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করার আর্জি! আর জি কর ভাঙচুরে সিপি-র সঙ্গে কথা অভিষেকের

ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে ৷ আরজি কর প্রাঙ্গণ তখন যেন যুদ্ধক্ষেত্র ৷ ঘন ঘন টিয়ার গ্যাসের সেল ফাটছে ৷ এরই প্রতিবাদে আগামিকাল ১৬ অগাস্ট ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই ৷

তাদের অভিযোগ, আরজি কর মেডিক্যাল কলেজে একজন মহিলা ডাক্তারের যৌন নিগ্রহ ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের প্রায় সর্বত্র মেডিক্যাল পেশায় যুক্ত বহু সংখ্যক মানুষ এই আন্দোলনে নেমেছেন ৷

আরও পড়ুন: দেশজুড়ে কর্মবিরতির ডাক ডাক্তারদের! ১৪ অগাস্টে কলকাতার রাজপথে প্রতিবাদে মেয়েরা

সর্বস্তরের মানুষ এই আন্দোলনকে সর্বান্তকরণে সমর্থন করছেন৷ হাজার-হাজার মহিলারা মাঝ রাতে রাস্তায় অবস্থান বিক্ষোভ করেছেন।

এই পরিস্থিতিতে হঠাৎ প্রায় মধ্য রাতে পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে দুষ্কৃতিরা আরজি কর মেডিক্যাল কলেজে অবস্থানরত ডাক্তারদের ধরনা মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেয় ৷

ছাত্র-ছাত্রীদের উপরে নির্বিচারে হামলা চালানোর অভিযোগ। শুধু তাই নয়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঢুকে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ পাওয়া গিয়েছে।