বিক্ষোভে নার্সরা

R G Kar Hospital Vandalism: বিক্ষোভে নার্সরা, ভুগছেন নিরাপত্তাহীনতায়! ডাক্তারদের ফের এক জোটে আন্দোলনের ডাক

কলকাতাঃ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে বিক্ষোভ দেখাচ্ছেন নার্সেরা। তাদের দাবি গতকাল রাতের ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। তাঁদের উপর অন ডিউটি থাকা অবস্থায় আক্রমণ করা হয়েছে কীভাবে তাঁরা ডিউটি করবে তা নিয়ে অভিযোগ জানানো হয় প্রিন্সিপালকে।

প্রিন্সিপাল  জানান যে পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন তাঁরা। গতকাল ডিউটিতে থাকা নার্সরা বলছেন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে আজকে রাতে আবার হামলা চালানোর।

আরও পড়ুনঃ  ট্রমা কেয়ারে চালু জরুরি বিভাগ! তছনছ আরজি করে তৈরি হচ্ছে ক্ষয়ক্ষতির তালিকা

আরজি করের ডক্টর কিঞ্জল বলেন, ‘এই অবস্থাতেই আন্দোলন। আন্দোলন চালিয়ে যাব বেঁচে আছি যতক্ষণ। বিচার চাই আমাদের দিদির উপর যা হয়েছে। ঘটনা ঘটেছে তাতে সবাই আতঙ্কিত হস্টেলে থাকতে সকলকে বারণ করা হয়েছে। এরপরও নানা রকম থ্রেট আসছে। পুলিশের ভূমিকা আপনারাই বলুন কেমন ছিল না হলে এই ধরনের মব ঢুকতে পারে?’

আরজি করের একাংশ ডাক্তারের বক্তব‍্য, ‘আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ চেয়েছিলাম অশান্তি কেন ছড়ালো। পুলিশ থাকা সত্ত্বেও কেন এই পরিস্থিতি হল। পুলিশ আটকাতে পারল না কেন? আমাদের ছেলে মেয়েরা সারারাত বসেছিল। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। কেন এই পরিস্থিতি তৈরি হবে আবারও নার্স, ডাক্তার, ডাক্তারি পড়ুয়ারা সঙ্ঘবদ্ধ ভাবে আন্দোলন করার ডাক দিচ্ছি।’