আরজি কর কাণ্ডে দেশ জুড়ে সোমবার রাখি বন্ধন প্রতীকী ছবি৷

‘সন্ধান চাই’…. রাত দখলের রাতে আরজি করে হামলার ঘটনায় দোষীদের খোঁজে ছবি প্রকাশ কলকাতা পুলিশের

কলকাতা: আরজি কর হাসপাতালে হামলার ঘটনার অভিযুক্ত কয়েকজনের ছবি প্রকাশ করে  ‘সন্ধান চাই’ বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ।বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে ৫০টিরও বেশি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে বেশ কয়েক জনকে  লাল দাগে চিহ্নিত করে তাঁদের সন্ধান চাইল পুলিশ।

পোস্টে লেখা হয়েছে, ‘‘সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে, তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে। যে কেউ নীচের ছবিতে লাল রঙে বৃত্তাকার ব্যক্তিদের শনাক্ত করতে সাহায্য করতে পারেন। সরাসরি আমাদের কাছে বা আপনার স্থানীয় থানার মাধ্যমে তা করার জন্য অনুরোধ করা হচ্ছে।’’

 

মেয়েদের রাত দখলের রাতেই আর জি কর হাসপাতালে চলল তাণ্ডব৷ পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের এমারজেন্সি বিভাগের কাছে ঢুকে পড়লেন আন্দোলনকারীদের ভিড়ের মধ্যে থাকা একদল মানুষ৷ তাঁদের কারও পরনে ছিল হাফ প্যান্ট, কারও স্যান্ডো গেঞ্জি৷ এমনকি, ভাঙচুর চলল হাসপাতালের ভিতরে থাকা আন্দোলনকারীদের মঞ্চেও৷ তছনছ হয়ে গিয়েছে হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, এইচসিসিইউ (হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), ওষুধের স্টোররুমও। ভাঙচুর করা হয় আরজি করের পুলিশ ফাঁড়িও।