কুণাল ঘোষ৷

Kunal Ghosh: পরিকল্পিত চিত্রনাট্য ছিল… আরজি করের ভাঙচুর নিয়ে এবার মুখ খুললেন কুণাল ঘোষ

কলকাতা: বুধবার রাতের ঘটনায় এবার মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ‘আরজিকরে রাতে যারা পুলিশের বাধা ভেঙে, ব্যারিকেড উড়িয়ে তাণ্ডব করল, ডাক্তারদের সঙ্গে দুর্ব্যবহার করল, তাদের প্রত্যেকের গ্রেফতার চাই। যে দলের হোক, যদি আমাদের কেউও হয়, পুলিশ তুলে আনুক। কাল পুলিশ সংযত ছিল। পুলিশ লাঠি, গুলি চালালে আরও বড় ইস্যু করা যাবে। পুলিশ ফাঁদে পা দেয়নি।’

তৃণমূল নেতা বলেন,’ গতকাল রাতে যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা করছি৷ এদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। অভিষেক বন্দোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন কড়া শাস্তি চাই৷ চোখের ওপর দেখা যাচ্ছে বাম দলের পতাকা নিয়ে ধস্তাধস্তি চলছে পুলিশের সঙ্গে৷ সেই ভিড় এটা করেছে নাকি অন্য কেউ করেছে সেটাই দেখার। রাতের কর্মসূচির সঙ্গে হাসপাতালের গেট ভেঙে দেওয়ার কী সম্পর্ক? কেন এটা করা হবে? কেউ কেউ চেয়েছিল পুলিশ লাঠিচার্জ করুক, গুলি চালাক। যাতে অরাজকতা হয়৷ বাম-রামের পরিকল্পিত চিত্রনাট্য ছিল।’

‘আর জি কর নিন্দনীয় ঘটনা। ফাঁসি চাই আমরা। এই বাম-রাম অরাজকতা করতে চায়৷ সুকান্ত মজুমদার ইস্তফা চেয়েছিলেন হাথরস বা উন্নাওয়ের সময়৷ কটা মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছে? বাংলায় অরাজকতা করতে চাইছে। সুকান্ত মজুমদার উন্নাও নিয়ে একটা বিবৃতি দিয়েছিলেন? বিলকিসের সময় কোথায় ছিলেন সুকান্ত মজুমদাররা? উদাহরণ দিয়ে জাস্টিফাই করছি না। নৃশংস ঘটনার প্রতিবাদ করছি৷  মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচী নিয়েছেন৷ কাল মিছিলে হাঁটবেন৷ জনজোয়ার হবে। সেটায় ভয় পেয়ে এই সব করছেন আগামিকাল। ছাত্রীর মৃত্যু নিয়ে রাজনীতি করছে। কেন সেনা নামবে? তাহলে কি সেনা নামানোর মত পরিস্থিতি তৈরি করতে চাইছে?’

‘সিবিআই তদন্ত করবে কিনা সেটা তাদের ব্যাপার৷ সিবিআই তো ওঁদের বাড়ির লোক (বিজেপির)। মুখ্যমন্ত্রীর মিছিল নিয়ে এত গাত্রদাহ কেন?’ প্রশ্ন কুণালের।