Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷

Sawan Somwar 2024: টাকায় মুড়ে যাবেন, শ্রাবণ শেষে ৩টি রীতি মানুন মন দিয়ে, মহাদেবের আশীর্বাদের হাত থাকবে আপনার মাথায়, হাতে রয়েছে আরও একটা দিন

শ্রাবণের শেষ সোমবার অনেক শুভ যোগ তৈরি হতে চলেছে । এবারের শ্রাবণ মাসটি খুবই বিশেষ, আসলে এইবার শ্রাবণ মাস সোমবারেই শেষ হচ্ছে। বাঙালিদের জন্য নয়, অবাঙালিদের জন্য শ্রাবণ মাসে আরও একটি সোমবার বাকি রয়েছে৷ এবার শ্রাবণ শুরু হয় সোমবার থেকে, শেষও হচ্ছে সোমবারে৷
শ্রাবণের শেষ সোমবার অনেক শুভ যোগ তৈরি হতে চলেছে । এবারের শ্রাবণ মাসটি খুবই বিশেষ, আসলে এইবার শ্রাবণ মাস সোমবারেই শেষ হচ্ছে। বাঙালিদের জন্য নয়, অবাঙালিদের জন্য শ্রাবণ মাসে আরও একটি সোমবার বাকি রয়েছে৷ এবার শ্রাবণ শুরু হয় সোমবার থেকে, শেষও হচ্ছে সোমবারে৷
এছাড়াও, এবার শোভন যোগ সহ অনেকগুলি শুভ যোগ একযোগে তৈরি হচ্ছে। শ্রাবণ মাসের শেষ সোমবার শিব ভক্তদের উপর ভগবান শিবের বিশেষ আশীর্বাদ থাকবে। আসলে গত সোমবার শ্রাবণ নক্ষত্রের সঙ্গে শ্রাবণ পূর্ণিমার মিল রয়েছে। এমন অবস্থায় শিব ভক্তদের পুজোয়ে অনন্ত ফল পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের শেষ সোমবার কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে।
এছাড়াও, এবার শোভন যোগ সহ অনেকগুলি শুভ যোগ একযোগে তৈরি হচ্ছে। শ্রাবণ মাসের শেষ সোমবার শিব ভক্তদের উপর ভগবান শিবের বিশেষ আশীর্বাদ থাকবে। আসলে গত সোমবার শ্রাবণ নক্ষত্রের সঙ্গে শ্রাবণ পূর্ণিমার মিল রয়েছে। এমন অবস্থায় শিব ভক্তদের পুজোয়ে অনন্ত ফল পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের শেষ সোমবার কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে।
শ্রাবণ মাসের শেষ সোমবার ৫টি শুভ যোগ-১৯ আগস্ট। এদিন থাকবে রক্ষাবন্ধন ও শোভন যোগ। এছাড়া শ্রাবণ নক্ষত্র ও ধনীষ্ঠাও এদিন থাকবে। এছাড়াও কুম্ভ রাশিতে চন্দ্র ও শনির মিলনের কারণে গজকেশরী রাজযোগও তৈরি হবে। একই সময়ে, এই দিনে চাঁদ এবং বৃহস্পতি একে অপরের কেন্দ্রস্থলে থাকবে। এর সঙ্গে সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগও হতে চলেছে। রবি যোগ সকাল ৮.১০ মিনিটে শুরু হবে। শ্রাবণ মাসের শেষ সোমবার ৫টি শুভ যোগের সঙ্গে রাজযোগের এই সংমিশ্রণটি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে।
শ্রাবণ মাসের শেষ সোমবার ৫টি শুভ যোগ-১৯ আগস্ট। এদিন থাকবে রক্ষাবন্ধন ও শোভন যোগ। এছাড়া শ্রাবণ নক্ষত্র ও ধনীষ্ঠাও এদিন থাকবে। এছাড়াও কুম্ভ রাশিতে চন্দ্র ও শনির মিলনের কারণে গজকেশরী রাজযোগও তৈরি হবে। একই সময়ে, এই দিনে চাঁদ এবং বৃহস্পতি একে অপরের কেন্দ্রস্থলে থাকবে। এর সঙ্গে সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগও হতে চলেছে। রবি যোগ সকাল ৮.১০ মিনিটে শুরু হবে। শ্রাবণ মাসের শেষ সোমবার ৫টি শুভ যোগের সঙ্গে রাজযোগের এই সংমিশ্রণটি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে।
এই দিন শিবলিঙ্গে ১০৮টি বেলপত্রে চন্দন লাগিয়ে নিবেদন করুন। এছাড়াও, এই দিনে বেলপত্র গাছের কাছে ঘি প্রদীপ জ্বালান। এতে করে আপনি আর্থিক সুবিধা পাবেন।
এই দিন শিবলিঙ্গে ১০৮টি বেলপত্রে চন্দন লাগিয়ে নিবেদন করুন। এছাড়াও, এই দিনে বেলপত্র গাছের কাছে ঘি প্রদীপ জ্বালান। এতে করে আপনি আর্থিক সুবিধা পাবেন।
যারা তাঁদের বিবাহে বাধার সম্মুখীন হচ্ছেন তাঁদের উচিত শ্রাবণ মাসের শেষ সোমবার ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা এবং শিবলিঙ্গে ৫টি নারকেল অর্পণ করা।
যারা তাঁদের বিবাহে বাধার সম্মুখীন হচ্ছেন তাঁদের উচিত শ্রাবণ মাসের শেষ সোমবার ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা এবং শিবলিঙ্গে ৫টি নারকেল অর্পণ করা।
এই দিনে এমন বিশেষ ব্যবস্থাতে আপনি বহুগুণ ফল পাবেন।শ্রাবণ মাসের শেষ সোমবার ভগবান শিবকে রাখি নিবেদন করুন। আসলে এই দিনটিও রক্ষাবন্ধন। তাই, মহাদেবকে রাখি নিবেদন করে রক্ষাবন্ধন উৎসব শুরু করা উচিত। এছাড়াও ভগবান কৃষ্ণকে রাখি নিবেদন করুন।
এই দিনে এমন বিশেষ ব্যবস্থাতে আপনি বহুগুণ ফল পাবেন।শ্রাবণ মাসের শেষ সোমবার ভগবান শিবকে রাখি নিবেদন করুন। আসলে এই দিনটিও রক্ষাবন্ধন। তাই, মহাদেবকে রাখি নিবেদন করে রক্ষাবন্ধন উৎসব শুরু করা উচিত। এছাড়াও ভগবান কৃষ্ণকে রাখি নিবেদন করুন।
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷