ইউরোপ-ভ্রমণের ইচ্ছা অনেকেই থাকে৷ অনেকেই চান নিরিবিলিতে কয়েকদিনের জন্য ঘুরে বেড়াতে৷ কিন্তু পর্যটকের ঠেলায় সেখানেও নিরিবিলি হওয়ার আর জো নেই৷ আমাদের সকলের প্রিয় আইফেল টাওয়ার হোক বা বার্কিম হোম প্যালেস সব জায়গাতেই ভিড়৷ নিরিবিলি চাইলে এই সব জায়গার মোহ ছেড়ে আরও এই নতুন ঠিকানা গুলো বেছে নিন৷

ইউরোপের ছ’টি গ্রাম, পর্যটক প্রায় বললেই চলে, বলুন তো কী সেই পাঁচ জায়গা?

ইউরোপ-ভ্রমণের ইচ্ছা অনেকেই থাকে৷ অনেকেই চান নিরিবিলিতে কয়েকদিনের জন্য ঘুরে বেড়াতে৷ কিন্তু পর্যটকের ঠেলায় সেখানেও নিরিবিলি হওয়ার আর জো নেই৷ আমাদের সকলের প্রিয় আইফেল টাওয়ার হোক বা বার্কিম হোম প্যালেস সব জায়গাতেই ভিড়৷ নিরিবিলি চাইলে এই সব জায়গার মোহ ছেড়ে আরও এই নতুন ঠিকানা গুলো বেছে নিন৷
ইউরোপ-ভ্রমণের ইচ্ছা অনেকেই থাকে৷ অনেকেই চান নিরিবিলিতে কয়েকদিনের জন্য ঘুরে বেড়াতে৷ কিন্তু পর্যটকের ঠেলায় সেখানেও নিরিবিলি হওয়ার আর জো নেই৷ আমাদের সকলের প্রিয় আইফেল টাওয়ার হোক বা বার্কিম হোম প্যালেস সব জায়গাতেই ভিড়৷ নিরিবিলি চাইলে এই সব জায়গার মোহ ছেড়ে আরও এই নতুন ঠিকানা গুলো বেছে নিন৷
টলেরো, ইতালি: টলেরো গ্রামটিকে নাম গাল্ফ অফ পোয়েটস৷ ইতালিকে এমনিতেই কবিদের দেশ বলা হয়৷ লর্ড বায়রন ও ডি এইচ লরেন্সকে মনে রেখে এই নামকরণ৷ দূর্গম স্থান ও ছোট বন্দর হওয়ার কারণে এই গ্রামে এখনও বেশি পর্যটকের ভিড় নেই৷
টলেরো, ইতালি: টলেরো গ্রামটিকে নাম গাল্ফ অফ পোয়েটস৷ ইতালিকে এমনিতেই কবিদের দেশ বলা হয়৷ লর্ড বায়রন ও ডি এইচ লরেন্সকে মনে রেখে এই নামকরণ৷ দূর্গম স্থান ও ছোট বন্দর হওয়ার কারণে এই গ্রামে এখনও বেশি পর্যটকের ভিড় নেই৷
গুইমারেস, পর্তুগাল: পর্তুগালের প্রথম রাজা আফনসো হেনরিকেস, ১১০০-এর দশকে এউ স্থানে প্রথম জন্মগ্রহণ করেন৷ গ্রামটিতে ৬০০ বছরের প্রাচীন পর্তুগালের ভাস্কর্য বহন করছে৷
গুইমারেস, পর্তুগাল: পর্তুগালের প্রথম রাজা আফনসো হেনরিকেস, ১১০০-এর দশকে এউ স্থানে প্রথম জন্মগ্রহণ করেন৷ গ্রামটিতে ৬০০ বছরের প্রাচীন পর্তুগালের ভাস্কর্য বহন করছে৷
লাউটারব্রুয়েন, সুইজারল্যান্ড: সুইজারল্যান্ড তার প্রাকৃতিক পরিবেসের জন্য জগৎ বিখ্যাত৷ সেখানেই অবস্থিত এই গ্রামটি৷ অসাধারণ পার্বত্য শোভা, ফ্লাওয়ার ভ্যালি এই গ্রামকে অসাধারণ করে তুলেছে৷
লাউটারব্রুয়েন, সুইজারল্যান্ড: সুইজারল্যান্ড তার প্রাকৃতিক পরিবেসের জন্য জগৎ বিখ্যাত৷ সেখানেই অবস্থিত এই গ্রামটি৷ অসাধারণ পার্বত্য শোভা, ফ্লাওয়ার ভ্যালি এই গ্রামকে অসাধারণ করে তুলেছে৷
বিবুরি, ইংল্যান্ড: ইংল্যান্ড মানেই বার্কিং হাম, লন্ডন শহর৷ কিন্তু এই দেশেই রয়েছে এক অসাধারণ গ্রাম৷ যার নাম বিবুরি৷ গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া কোলন নদী এই গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে৷
বিবুরি, ইংল্যান্ড: ইংল্যান্ড মানেই বার্কিং হাম, লন্ডন শহর৷ কিন্তু এই দেশেই রয়েছে এক অসাধারণ গ্রাম৷ যার নাম বিবুরি৷ গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া কোলন নদী এই গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে৷
হলস্ট্যাট, অস্ট্রিয়া: এটি ভারতের সবচেয়ে প্রাচীন দেশগুলোর মধ্যে একটি৷ গ্রামের মনোরম লেকের দৃশ্য ও পুরোনো অস্ট্রিয়ার ভাস্কর্যে এই গ্রামের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে৷
হলস্ট্যাট, অস্ট্রিয়া: এটি ভারতের সবচেয়ে প্রাচীন দেশগুলোর মধ্যে একটি৷ গ্রামের মনোরম লেকের দৃশ্য ও পুরোনো অস্ট্রিয়ার ভাস্কর্যে এই গ্রামের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে৷
গির্থোন নেদারল্যান্ড: এখানে কিন্তু রাস্তা নেই৷ তাই গাড়ির বদলে এখানকার স্থানীয় বাসিন্দারা নৌকা ব্যবহার করে৷ এখানে খড়ের বাড়ি ও ফুলের বাগান দিয়ে সজ্জিত ছোট ছোট কটেজ মুগ্ধ করার মতো৷ এখানকার কাঠের তৈরি ব্রিজের ভাস্কর্যও দেখার মতো৷ শীতকালে এখানে স্কেটবোটের মজাও উপভোগ করা যেতে পারে৷
গির্থোন নেদারল্যান্ড: এখানে কিন্তু রাস্তা নেই৷ তাই গাড়ির বদলে এখানকার স্থানীয় বাসিন্দারা নৌকা ব্যবহার করে৷ এখানে খড়ের বাড়ি ও ফুলের বাগান দিয়ে সজ্জিত ছোট ছোট কটেজ মুগ্ধ করার মতো৷ এখানকার কাঠের তৈরি ব্রিজের ভাস্কর্যও দেখার মতো৷ শীতকালে এখানে স্কেটবোটের মজাও উপভোগ করা যেতে পারে৷