কানপুরের কাছে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস

Sabarmati Express Derailed: ফের ট্রেন দুর্ঘটনা ! ১৩০০ যাত্রী নিয়ে কানপুরের কাছে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস

কানপুর: রেল দুর্ঘটনা যেন এখন প্রায় প্রতিদিনকার ঘটনা ৷ শনিবার সকাল সকাল ফের রেল দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে ৷ উত্তর প্রদেশের কানপুরের কাছে বেলাইন হয় বারাণসী থেকে আহমেদাবাদগামী ১৯১৬৮ সবরমতী এক্সপ্রেস ৷ ওই ট্রেনে মোট ১৩০০ যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ এদিন রাত ২.৩০ মিনিট নাগাদ কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝে ট্রেনের অন্তত ২২টি বগি লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে ৷

বোল্ডারের সঙ্গে ধাক্কা লাগে ইঞ্জিনের ৷ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের ইঞ্জিন। তবে দুর্ঘটনায় কোনও হতাহতের খবর আপাতত নেই বলেই জানিয়েছে রেল।

আরও পড়ুন– রাশিফল ১৭ অগাস্ট: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী ট্রেন। সবরমতী এক্সপ্রেসের যাত্রীদের বাসে কানপুরে নিয়ে আসা হচ্ছে। দুর্ঘটনার পর ওই লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেন ঘুরপথে চলছে, জানিয়েছে রেল।

এই নিয়ে গত কয়েক মাসে একাধিক ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটল ৷