শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: ‘নন্দীগ্রাম এখন ৭০%, টার্গেট ৯০%…’ কী বোঝাতে চাইলেন শুভেন্দু অধিকারী ?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘জো হামারে সাথ হাম উনকে সাথ’। সম্প্রতি বিজেপির এক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর প্রকাশ্যে এই বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। রীতিমতো ঝড় ওঠে বিজেপি শিবিরের অন্দরেও। যদিও বঙ্গ পদ্ম শিবিরের একাধিক নেতারা প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে পুরোপুরি সমর্থন না করলেও বাংলায় ক্ষমতার স্বাদ পেতে গেলে বর্তমান রাজনৈতিক সমীকরণ যে জায়গায় দাঁড়িয়ে তাতে আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে শুভেন্দুর বক্তব্যই যে দলের লাইন হওয়া উচিত তা পদ্ম শিবিরের অনেকেই ‘গোপন’ কথাবার্তায় মেনে নেন।

আরও পড়ুন- ফের ট্রেন দুর্ঘটনা ! ১৩০০ যাত্রী নিয়ে কানপুরের কাছে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস

শুক্রবার সন্ধ্যায় কলকাতার আইসিসিআর হলে এক আলোচনা সভা এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি যে ‘‘জো হামারে সাথ হাম উনকে সাথ’’ কার্যত এই বক্তব্যেই এখনও অনড় রয়েছেন তা স্পষ্ট বুঝিয়ে দিলেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও একবার‌ হিন্দুত্ব অস্ত্রে শান দিয়ে ফের পশ্চিমবঙ্গের হিন্দুদের সঙ্ঘবদ্ধ হওয়ার বার্তা দিলেন।‌

শুভেন্দুর কথায়, ‘‘আমার বিধানসভায় এখন ৭০ শতাংশ হিন্দু এক হয়ে গিয়েছে। পরের বিধানসভার আগে ৯০ শতাংশ হিন্দুকে এক করব। সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু সংখ্যালঘু এক বিশেষ সম্প্রদায়ের শতকরা ৯৫ শতাংশের বেশি মানুষ ভোট বিজেপিকে দেবে না।’’

আরও পড়ুন– নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা গাঙ্গেয় বঙ্গে

একইসঙ্গে শুভেন্দু এও বললেন, ‘‘আমার শ্রম, সময় এবং আবেদনের মূল্য আছে। যে আবেদন করলে আমি নির্বাচন রাজনীতিতে জিততে পারবো। আমার লক্ষ্যকে কার্যকর করতে পারব‌ সেই ভোটারদেরই আমি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। আমি মনে করি আমার যে সনাতনী ভোটব্যাঙ্ক তাঁদেরকে যদি সঙ্ঘবদ্ধ করতে পারি তাহলেই পশ্চিমবঙ্গে একটা সরকার তৈরি হবে যে বিজেপি সরকার মানব ধর্ম পালন করবে, যে সরকারের দুটো চোখ খোলা থাকবে‌, একটা চোখ বন্ধ থাকবে না।’’