শুক্রবার ফাঁসির দাবিতে আন্দোলন মমতার… সেই রুটেই পথে নামতে চান শুভেন্দু… বাড়ছে শাসক-বিরোধী তরজা

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: এবার মমতার রুটে শুভেন্দু! মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার আরজিকর কাণ্ডে ফাঁসির দাবি জানিয়ে রাজপথে পদযাত্রা করেন। পাল্টা এবার সেই রুটেই পথে নামতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শীঘ্রই মৌলালি থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত ঠিক যে পথ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গতকাল মিছিল করেছিল এবার ওই একই পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি আর জি কর ইসুকে হাতিয়ার করে পথে নামতে চলেছে। যদিও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সাংবাদিকদের শুভেন্দু বলেন,’গোটা কান্ডের সঙ্গে জড়িত তৃণমূল। তারাই এখন নাটক করছে। পথে নেমে এর জবাব দেব।’

বলাবাহুল্য, আরজি কর কাণ্ডে ফাঁসি ও বিরোধী দলের চক্রান্তের বিরুদ্ধে দলকে রাস্তায় নামতে নির্দেশ দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের ঘটনাকে কেন্দ্র করে এবার রাস্তায় নামছে তৃণমূল। আজ ও আগামিকাল বাংলার প্রতিটি ব্লকে, ওয়ার্ডে মিছিল, ধরনা, প্রতিবাদ সভা করবে তৃণমূল। শুক্রবার পদযাত্রা শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফিরতে ফের অনুরোধ করেছেন। সিপিএম ও বিজেপিকে কড়া আক্রমণ করে তাদের জমানায় ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ-খুনের কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এদের অধিকার নেই বড় বড় কথা বলার।’

প্রসঙ্গত, আরজিকর ইস্যুতে প্রতিবাদের ঢেউ শুধু এ রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। রাজনৈতিক দল গুলোর পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষজন পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। গতকাল হো- চি- মিন সরণীতে শুভেন্দু অধিকারীকেও দেখা যায় মোমবাতি হাতে মৌন প্রতিবাদ জানাতে। পথে নেমে অবস্থান আন্দোলনে নেমেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। আর এবার আর জি কর ইস্যুতে মুখ্যমন্ত্রীর রুটেই পথে নামার কথা সামনে আনলেন খোদ বিরোধী দলনেতা।