অবিলম্বে চালু হবে ‘রাত্তিরের সাথী'!

New App for Women Security: অবিলম্বে চালু হবে ‘রাত্তিরের সাথী’! মেডিক‍্যাল কলেজগুলিতেও লাগানো হচ্ছে CCTV

কলকাতাঃ ‘রাত্তিরের সাথী’ কর্মসূচি যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে। আজ থেকেই কার্যকর করার প্রক্রিয়া শুরু করতে হবে। অযথা ফেলে রাখা যাবে না। রাজ্যজুড়ে সব মেডিক‍্যাল কলেজের প্রিন্সিপালদের নির্দেশ স্বাস্থ্য দফতরের। বিকেল চারটা থেকে দু-ঘণ্টা ধরে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্য সচিব বিভিন্ন মেডিক‍্যাল কলেজের প্রিন্সিপালদের নিয়ে।

আরও পড়ুনঃ এক ঘণ্টার মধ্যে দুই চিকিৎসকের জিজ্ঞাসাবাদ শেষ, লালবাজার থেকে বেরোলেন কুণাল-সুবর্ণ

সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। হাসপাতালগুলিতে জায়গা চিহ্নিত করে দ্রুত সিসিটিভি লাগানোর কাজ শুরু করতে হবে। মহিলাদের জন্য যে যে ব্যবস্থা দেওয়ার কথা রাজ্য সরকার গাইডলাইনে বলেছে তার দ্রুত কার্যকর করতে হবে। অকারণে কোনও ঢিলেমি দেওয়া যাবে না।

নবান্নের নির্দেশে আজ ফের বৈঠকে বিভিন্ন মেডিক‍্যাল কলেজের প্রিন্সিপালদের নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতর। ইতিমধ্যই বাঁকুড়া মেডিক‍‍্যাল কলেজ, এসএসকেএম, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ-সহ কয়েকটি হাসপাতাল কাজ শুরু করে দিয়েছে বলেও স্বাস্থ্য দফতরকে জানিয়েছে বৈঠকে। “রাজ্য সরকার চাইছে সব থেকে গুরুত্ব দিয়ে এই কাজগুলি দেখতে।” বৈঠকে প্রিন্সিপালদের বললেন স্বাস্থ্য সচিব।