এবার মাঠেই আরজি কর কাণ্ডে সুবিচারের আশায় এই কাজ ফুটবলারদের

RG Kar Case Protest: মাঠেই এবার স্লোগান, জাস্টিস ফর আরজি কর জার্সিতে লিখে তুলে ধরলেন গোল করার পর, ভাইরাল মহমেডান ম্যাচের ফটো

কলকাতা: RG Kar-র পাশে মহামেডান স্পোর্টিং দলের ফুটবলাররা। এর আগে এই কাণ্ডে জাস্টিসের দাবিতে রাস্তায় নেমেছিলেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা৷ রবিবার নিরাপত্তার কারণ দেখিয়ে ডুরান্ডে ডার্বি বাতিল হয়৷ এরপরেই রবিবার রাস্তায় নামেন মোহন ও ইস্ট সমর্থকরা৷

সেই প্রতিবাদটাও সেই অর্থে ছিল মাঠের বাইরে৷ এবার প্রতিবাদ এল মাঠ থেকেই৷  আরজি কর কাণ্ডের প্রতিবাদ ফুটবল মাঠে। এই প্রথম ফুটবলাররা প্রতিবাদ দেখালেন৷

মাঠেই প্রতিবাদ। We Want justice! লেখা জার্সি। এরিয়ানের বিরুদ্ধে গোলের পর সাদা কালো দলের ফুটবলাররা। কলকাতা লিগের ম্যাচে এরিয়ান ক্লাবের বিরুদ্ধে ৪-১ গোলে জিতল মহামেডান।‌

ম্যাচে একটি গোল করেন মোহিতোষ রায়। সাদা কালো শিবিরের হয়ে হ্যাট্রিক করেন ইসরাফিল দিওয়ান। প্রথম গোল করার পরেই মোহিতোষ রিজার্ভ বেঞ্চে রাখা জার্সি নিয়ে গ্যালারির উদ্দেশ্যে দেখান। ক্লাবের একটি জার্সিকে উল্টো দিক করে নিয়ে সাদা জায়গায় লেখা হয়, জাস্টিস ফর আরজি কর৷

এদিনের ম্যাচ ছিল কল্যাণী স্টেডিয়ামে৷ সেখানেই গোল করার পর এভাবে আরজি করের জন্য ফুটবল মাঠের মধ্যে থেকেই উঠল প্রতিবাদের ঝড়৷