চলছে আঁকা 

Paschim Medinipur News: এমন অভিনব প্রতিযোগিতা আগে দেখেননি! যা করে দেখাল জঙ্গলমহল

পশ্চিম মেদিনীপুর: বিভিন্ন জায়গায় বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা স্বাভাবিক ঘটনা। ছাত্রছাত্রীরা আসে বিভিন্ন রং-তুলি দিয়ে ফুটিয়ে তোলে নানান ছবি। কিন্তু এমন দেখেছেন কি, ছাত্র ছাত্রীর ছবি আঁকছে কিন্তু সকলেই বাম হাত দিয়ে? হ্যাঁ! ঠিকই শুনছেন। বাম হাত দিয়ে ছবি আঁকার প্রতিযোগিতা আয়োজন করল একটি জঙ্গলমহলের একটি ক্লাব। বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীতে আয়োজিত হয় এই বিশেষ প্রতিযোগিতার।

এলাকারই বহু ছাত্র-ছাত্রী বসে আঁকা প্রতিযোগিতায় অংশ নেয়। ছাত্র-ছাত্রীদের মানসিক এবং সৃজনশীলতা বিকাশে লক্ষ্যে এই বিশেষ আয়োজন। সাধারণত ডান হাত দিয়ে ছাত্র-ছাত্রীরা ছবি আঁকে। বেশ কিছু জন তার অভ্যাসবশত বাম হাত দিয়ে লেখালেখি কিংবা আঁকাআঁকি করে। কিন্তু এখানে উপস্থিত সব প্রতিযোগী বাম হাত দিয়ে বিভিন্ন ধরনের ছবি ফুটিয়ে তুলেছে। এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

শুধু ছবি আঁকা প্রতিযোগিতা নয়, এদিন বিভিন্ন বিজ্ঞান মডেল তৈরি, ছাত্র-ছাত্রীদের মধ্যে নৈতিকতা বৃদ্ধি সহ একাধিক ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অঙ্কন ছাত্র-ছাত্রীদের মানসিক বৃদ্ধি ঘটায়। চিন্তাভাবনার বিকাশ ঘটায়। সৃজনশীল ভাবনার প্রতি আগ্রহ বাড়ে সকলের। তবে সৃজনশীল ভাবনা চিন্তা এবং নতুনভাবে নিজেকে মেলে ধরতে তথাকথিত ভাবে ডান হাত দিয়ে নয় এবার বাম হাত দিয়ে ছবি আঁকলো পড়ুয়ারা।

আরও পড়ুনঃ Bankura News: খেলেছেন নীরজ চোপড়ার সঙ্গে! ৯ বার চ্যাম্পিয়ন বাংলার ছেলে, শিকার অবিচারের

প্রসঙ্গত যে ছবি সাধারণত ডানহাত দিয়ে অতি সহজে আঁকা যায় সেক্ষেত্রে বাম হাত দিয়ে আঁকা বেশ কষ্টসাধ্য। তবে ছাত্র-ছাত্রীদের মধ্যে ধারণার বিকাশ ঘটাতে এই আয়োজন।বেসরকারি সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। আগামীতে এই ধরনের কর্মসূচি আরও আয়োজন করার আশ্বাস দিয়েছে আয়োজকরা।

রঞ্জন চন্দ