বিশ্বের এক নম্বর উইকেটকিপার কে? গিলক্রিস্ট জানিয়ে দিলেন, ধোনিকে রাখলেন দুইয়ে

অনেকের কাছেই তিনি বিশ্বের এক নম্বর উইকেটকিপার। বিশেষ করে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে। তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি কিপার অ্যাডাম গিলক্রিস্টের চোখে ধোনি উইকেটকিপার হিসেবে ২ নম্বরে।
অনেকের কাছেই তিনি বিশ্বের এক নম্বর উইকেটকিপার। বিশেষ করে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে। তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি কিপার অ্যাডাম গিলক্রিস্টের চোখে ধোনি উইকেটকিপার হিসেবে ২ নম্বরে।
গিলক্রিস্ট বিশ্বের এক নম্বর উইকেটকিপার হিসেবে ধোনিকে রাখেননি। তিনি বলেছেন এমন একজনের নাম যাঁকে আদর্শ হিসেবে দেখতেন। তিনিও সেই উইকেটকিপারের মতো হতে চেয়েছিলেন।
গিলক্রিস্ট বিশ্বের এক নম্বর উইকেটকিপার হিসেবে ধোনিকে রাখেননি। তিনি বলেছেন এমন একজনের নাম যাঁকে আদর্শ হিসেবে দেখতেন। তিনিও সেই উইকেটকিপারের মতো হতে চেয়েছিলেন।
গিলক্রিস্টের চোখে বিশ্বের এক নম্বর উইকেটকিপার রড মার্শ। তিনি বলেছেন, আমি ওর মতোই হতে চাইতাম। আমার চোখে মার্শ এক নম্বর।
গিলক্রিস্টের চোখে বিশ্বের এক নম্বর উইকেটকিপার রড মার্শ। তিনি বলেছেন, আমি ওর মতোই হতে চাইতাম। আমার চোখে মার্শ এক নম্বর।
গিলক্রিস্ট বলেছেন, ধোনির শান্ত স্বভাব আমার খুব ভাল লাগে। ও নিজের মতো করে খেলে, যে কোনও পরিস্থিতিতে শান্ত থাকে। মাঠে ওর উপস্থিত বুদ্ধি দলের কাজে লাগে।
গিলক্রিস্ট বলেছেন, ধোনির শান্ত স্বভাব আমার খুব ভাল লাগে। ও নিজের মতো করে খেলে, যে কোনও পরিস্থিতিতে শান্ত থাকে। মাঠে ওর উপস্থিত বুদ্ধি দলের কাজে লাগে।
মার্শ, ধোনির পর গিলক্রিস্টের চোখে তিন নম্বরে কুমার সঙ্গাকারা। গিলি বলেছেন, ও যা করে তার মধ্যে একটা ক্লাস ব্যাপার থাকে। ও ব্যাট করলেও দেখতে ভাল লাগে, ওর কিপিংয়ের ফ্যান আমি।
মার্শ, ধোনির পর গিলক্রিস্টের চোখে তিন নম্বরে কুমার সঙ্গাকারা। গিলি বলেছেন, ও যা করে তার মধ্যে একটা ক্লাস ব্যাপার থাকে। ও ব্যাট করলেও দেখতে ভাল লাগে, ওর কিপিংয়ের ফ্যান আমি।
১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে ৯৬টি টেস্ট খেলেছিলেন মার্শ। গিলক্রিস্ট তাঁকেই নিজের গুরু বলে মনে করেন।
১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে ৯৬টি টেস্ট খেলেছিলেন মার্শ। গিলক্রিস্ট তাঁকেই নিজের গুরু বলে মনে করেন।