Chandannagar Artist Dies: বিগ-বির বাড়ি থেকে দুবাই শপিং মল, আলোয়ে সাজাতেন তিনি, চিরনিদ্রায় বাবু পাল, অন্ধকারে আলোর শহর চন্দননগর

হুগলি: অমিতাভ বচ্চনের বাড়ি আলো দিয়ে সাজিয়েছিলেন, রাজ্য দেশ ছাড়িয়ে বিদেশে নিজেকে পরিচিত করেছিলেন বাবু পাল। তবে আলোর শহর চন্দননগরে আজ অন্ধকার! কারণ স্বনামধন্য আলোক শিল্পী বাবু পাল আর নেই, আলোর রোশনাই ছেড়ে তিনি রয়েছেন চিরনিদ্রায়। পুজো এলেই কর্মব্যস্ত হয়ে ওঠে চন্দননগর পঞ্চাননতলার বাবু পালের আলোর স্টুডিও। যেখানে হরেক আলো। আলোর মেলা।

প্রতি বছরই নতুন নতুন আলোর জাদু নতুন কিছু সৃষ্টি ছিল বাবু পালের আলোর আকর্ষণ। সেই আলোক শিল্পী প্রয়াত হলেন, ৬৪ বছর বয়সে। তিন বছর ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। মঙ্গলবার গভীর রাতে কলকাতার বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। অসুস্থ হওয়া পর থেকেই তার স্ত্রী চিত্রলেখা পাল আলোর কাজ দেখাশোনা করেন।

চন্দননগরে আলোর জাদুকর বলা হয় শ্রীধর দাসকে।দেশ-বিদেশে নানা ধরনের আলোর সাজ চন্দননগরের আলোকে প্রথম বিশ্বের দরবারে তুলে ধরেন। এরপরই বাবু পাল তার নিজস্ব সৃষ্টিশীলতায় চন্দননগরের আলোকে একটা অন্য পর্যায়ে নিয়ে যান। সুপ্রিম কুমার পাল হয়ে ওঠেন বাবু পাল। দিওয়ালিতে বিগ বি অমিতাভ বচ্চনের মুম্বই এর বাড়ি সাজানোই হোক অথবা দুবাইয়ে শপিং ফেস্টিভ্যাল কিংবা প্যারিসে বাবু পালের ডাক পড়তো সবার আগে। হালের শ্রীভূমি স্পোর্টিং এর পুজো থেকে কলকাতার একাধিক নামী দুর্গা পুজো কমিটি বাবু পালের আলোতেই সেজে ওঠে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় বাবু পালের আলো অন্যতম আকর্ষণ।

আরওBangaon Local Train: অফিস টাইমের ভিড়ে ভরা বনগাঁ লোকাল, ট্রেনের কামরায় এ কে! যাত্রীদের তরফ থেকেও উঠল আওয়াজ

কলকা আর টুনি বাল্বের আলোর বিবর্তন ঘটিয়ে এলইডি আলো দিয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং তাতে সফল হয়েছিলেন বাবু পাল।প্রতিবছর সাম্প্রতিক ঘটনাবলীর ওপর থিমের আলো তৈরি করে তাক লাগাতেন।পুজো বারোয়ারি গুলো শেষ পর্যন্ত অপেক্ষা করত কি আলো তৈরি করে অন্যদের মাত দেওয়া যায় তার জন্য।আর ভরসা ছিল সেই বাবু পাল।ছোটোদের মজার আলো ডিজনি ল্যান্ড থেকে মিকি মাউস এলইডি আলোতে সাজিয়ে তুলতেন।অলিম্পিক বিশ্বকাপ ফুটবল থেকে শুরু করে যেকোনো বড় ঘটনা অনায়াসেই আলোর মাধ্যমে ফুটিয়ে তুলতেন বাবু।

মেয়র রাম চক্রবর্তী বলেন,বাবু পাল নেই কিন্তু তার কাছ থেকে যাবে। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক শুভজিৎ সাউ বলেন,শিল্পীর কখনো মৃত্যু হয় না।বাবু পাল অনেক কষ্ট করে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছিলেন।চন্দননগরে শ্রীধর দাসের হাত ধরে যেমন অনেক শিল্পী তৈরি হয়েছেন।বাবু পালের হাত ধরে অনেক শিল্পী এসেছেন।তারা আগামী দিনে চন্দননগরের আলোকে এগিয়ে নিয়ে যাবেন।বিশ্বের দরবারে চন্দননগরের আলোকে পৌঁছে দিয়েছিলেন বাবু পাল।

শ্রীধর দাস বলেন,বাবু আমার অনেক পরে কাজ শুরু করে।আগে লোহার ব্যবস্থা করত।পঞ্চানন তলায় একজনের থেকে আলো কিনে বাবু কাজ শুরু করে।অলোক পরামানিক এর কাছে কাজ শিখেছিল। তারপর নিজের চেষ্টায় ও এতদূর পৌঁছেছে। ভাললাগে যখন চন্দননগরের আলো মানেই বাবু পালের নাম আসে। ওর চলে যাওয়া দুঃখের।

রাহী হালদার