হাতে পরানো রাখি খুলে ফেলেছেন? বিপদে আপনার পায়ে! জানুন রাখি খোলার সময়-নিয়ম

গত সোমবার অর্থাৎ ১৯ অগাস্ট, ২০২৪ তারিখে সারা দেশে মহা সমারোহে রাখি বন্ধন উৎসব পালিত হয়েছে। যাঁরা নিজেদের বোনেদের কাছাকাছি থাকেন না বা কোনও কারণবশত রাখিবন্ধন উৎসবে থাকতে পারেননি, তাঁরা ভিডিও কলিংয়ের মাধ্যমেই এই উৎসব পালন করেছে। এমন পরিস্থিতিতে কিছু জিনিস জানা খুবই জরুরি, যেগুলো রাখিবন্ধনের পরে কাজে আসতে পারে।
গত সোমবার অর্থাৎ ১৯ অগাস্ট, ২০২৪ তারিখে সারা দেশে মহা সমারোহে রাখি বন্ধন উৎসব পালিত হয়েছে। যাঁরা নিজেদের বোনেদের কাছাকাছি থাকেন না বা কোনও কারণবশত রাখিবন্ধন উৎসবে থাকতে পারেননি, তাঁরা ভিডিও কলিংয়ের মাধ্যমেই এই উৎসব পালন করেছে। এমন পরিস্থিতিতে কিছু জিনিস জানা খুবই জরুরি, যেগুলো রাখিবন্ধনের পরে কাজে আসতে পারে।
আসলে রাখিবন্ধনের দিন ভাইয়ের হাতে বাঁধা রাখি শুধুমাত্র সুরক্ষার প্রতীকই নয়, এর ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্যও রয়েছে। এই বিষয়ে জ্যোতিষীরা মনে করেন যে, রক্ষাসূত্র বা রাখির খোলার সঠিক সময় এবং সঠিক পদ্ধতি রয়েছে। যাতে এর প্রভাব সম্পূর্ণ রূপে অক্ষত থাকে। আজ জেনে নেওয়া যাক কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় এই বিষয়ে কী বলছেন!
আসলে রাখিবন্ধনের দিন ভাইয়ের হাতে বাঁধা রাখি শুধুমাত্র সুরক্ষার প্রতীকই নয়, এর ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্যও রয়েছে। এই বিষয়ে জ্যোতিষীরা মনে করেন যে, রক্ষাসূত্র বা রাখির খোলার সঠিক সময় এবং সঠিক পদ্ধতি রয়েছে। যাতে এর প্রভাব সম্পূর্ণ রূপে অক্ষত থাকে। আজ জেনে নেওয়া যাক কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় এই বিষয়ে কী বলছেন!
হাতে রক্ষাসূত্র বেঁধে দেওয়ার পরে, এটি কমপক্ষে এক-চতুর্থ দিন, দেড় মাস বা এক-চতুর্থ বছর ধরে হাতে রাখা উপযুক্ত বলে মনে করা হয়। ঐতিহ্যগত ভাবে এমনটা বিশ্বাস করা হয় যে, পূর্ণিমার দিনে রক্ষাসূত্র বাঁধার পরে এটি পরের পূর্ণিমা বা কোনও শুভ সময়ে খোলা উচিত। যদি কোনও বিশেষ কারণে তা দূর করতে হয়, তাহলে জ্যোতিষীদের মতে শুভ সময়কে মাথায় রাখতে হবে। এমনটিও বিশ্বাস করা হয় যে, কোনও বিশেষ কারণ ছাড়া রক্ষাসূত্র খোলা উচিত নয়।
হাতে রক্ষাসূত্র বেঁধে দেওয়ার পরে, এটি কমপক্ষে এক-চতুর্থ দিন, দেড় মাস বা এক-চতুর্থ বছর ধরে হাতে রাখা উপযুক্ত বলে মনে করা হয়। ঐতিহ্যগত ভাবে এমনটা বিশ্বাস করা হয় যে, পূর্ণিমার দিনে রক্ষাসূত্র বাঁধার পরে এটি পরের পূর্ণিমা বা কোনও শুভ সময়ে খোলা উচিত। যদি কোনও বিশেষ কারণে তা দূর করতে হয়, তাহলে জ্যোতিষীদের মতে শুভ সময়কে মাথায় রাখতে হবে। এমনটিও বিশ্বাস করা হয় যে, কোনও বিশেষ কারণ ছাড়া রক্ষাসূত্র খোলা উচিত নয়।
কীভাবে রক্ষাসূত্র খোলা হয়?রক্ষাসূত্র কখনওই কাটা কিংবা ছিঁড়ে ফেলা উচিত নয়। এটি করলে এর ইতিবাচক প্রভাব কমতে পারে। সেই সঙ্গে রক্ষাসূত্র ছিঁড়ে ফেলাও অনুচিত বলে মনে করা হয়। কোথাও কোথাও রক্ষাসূত্র পুড়িয়ে ফেলারও ব্যবস্থা রয়েছে। তবে সেটা সাবধানে এবং ধর্মীয় নিয়ম মেনেই করা উচিত। অনেকে রক্ষাসূত্র খুলে অশ্বত্থ বা অন্য কোনও পবিত্র গাছে বেঁধে রাখেন। একে শুভ বলে মনে করা হয়।
কীভাবে রক্ষাসূত্র খোলা হয়?
রক্ষাসূত্র কখনওই কাটা কিংবা ছিঁড়ে ফেলা উচিত নয়। এটি করলে এর ইতিবাচক প্রভাব কমতে পারে। সেই সঙ্গে রক্ষাসূত্র ছিঁড়ে ফেলাও অনুচিত বলে মনে করা হয়। কোথাও কোথাও রক্ষাসূত্র পুড়িয়ে ফেলারও ব্যবস্থা রয়েছে। তবে সেটা সাবধানে এবং ধর্মীয় নিয়ম মেনেই করা উচিত। অনেকে রক্ষাসূত্র খুলে অশ্বত্থ বা অন্য কোনও পবিত্র গাছে বেঁধে রাখেন। একে শুভ বলে মনে করা হয়।
এর পার্শ্ব প্রতিক্রিয়া কী?যদি রক্ষাসূত্র ভুল পদ্ধতিতে খুলে ফেলা হয়, উদাহরণস্বরূপ, কাটা বা ছেঁড়া হয়, তাহলে জ্যোতিষীদের মতে এটি নেতিবাচক পরিণতি বয়ে আনতে পারে। এমন করলে সুরক্ষার সূত্রে খারাপ প্রভাব পড়ে। অতএব, এটি খোলার সময় সর্বদা সতর্ক হওয়া উচিত এবং ধর্মীয় নিয়ম অনুসরণ করা উচিত।
এর পার্শ্ব প্রতিক্রিয়া কী?
যদি রক্ষাসূত্র ভুল পদ্ধতিতে খুলে ফেলা হয়, উদাহরণস্বরূপ, কাটা বা ছেঁড়া হয়, তাহলে জ্যোতিষীদের মতে এটি নেতিবাচক পরিণতি বয়ে আনতে পারে। এমন করলে সুরক্ষার সূত্রে খারাপ প্রভাব পড়ে। অতএব, এটি খোলার সময় সর্বদা সতর্ক হওয়া উচিত এবং ধর্মীয় নিয়ম অনুসরণ করা উচিত।
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷