Tag Archives: Rakhi

হাতে পরানো রাখি খুলে ফেলেছেন? বিপদে আপনার পায়ে! জানুন রাখি খোলার সময়-নিয়ম

গত সোমবার অর্থাৎ ১৯ অগাস্ট, ২০২৪ তারিখে সারা দেশে মহা সমারোহে রাখি বন্ধন উৎসব পালিত হয়েছে। যাঁরা নিজেদের বোনেদের কাছাকাছি থাকেন না বা কোনও কারণবশত রাখিবন্ধন উৎসবে থাকতে পারেননি, তাঁরা ভিডিও কলিংয়ের মাধ্যমেই এই উৎসব পালন করেছে। এমন পরিস্থিতিতে কিছু জিনিস জানা খুবই জরুরি, যেগুলো রাখিবন্ধনের পরে কাজে আসতে পারে।
গত সোমবার অর্থাৎ ১৯ অগাস্ট, ২০২৪ তারিখে সারা দেশে মহা সমারোহে রাখি বন্ধন উৎসব পালিত হয়েছে। যাঁরা নিজেদের বোনেদের কাছাকাছি থাকেন না বা কোনও কারণবশত রাখিবন্ধন উৎসবে থাকতে পারেননি, তাঁরা ভিডিও কলিংয়ের মাধ্যমেই এই উৎসব পালন করেছে। এমন পরিস্থিতিতে কিছু জিনিস জানা খুবই জরুরি, যেগুলো রাখিবন্ধনের পরে কাজে আসতে পারে।
আসলে রাখিবন্ধনের দিন ভাইয়ের হাতে বাঁধা রাখি শুধুমাত্র সুরক্ষার প্রতীকই নয়, এর ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্যও রয়েছে। এই বিষয়ে জ্যোতিষীরা মনে করেন যে, রক্ষাসূত্র বা রাখির খোলার সঠিক সময় এবং সঠিক পদ্ধতি রয়েছে। যাতে এর প্রভাব সম্পূর্ণ রূপে অক্ষত থাকে। আজ জেনে নেওয়া যাক কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় এই বিষয়ে কী বলছেন!
আসলে রাখিবন্ধনের দিন ভাইয়ের হাতে বাঁধা রাখি শুধুমাত্র সুরক্ষার প্রতীকই নয়, এর ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্যও রয়েছে। এই বিষয়ে জ্যোতিষীরা মনে করেন যে, রক্ষাসূত্র বা রাখির খোলার সঠিক সময় এবং সঠিক পদ্ধতি রয়েছে। যাতে এর প্রভাব সম্পূর্ণ রূপে অক্ষত থাকে। আজ জেনে নেওয়া যাক কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় এই বিষয়ে কী বলছেন!
হাতে রক্ষাসূত্র বেঁধে দেওয়ার পরে, এটি কমপক্ষে এক-চতুর্থ দিন, দেড় মাস বা এক-চতুর্থ বছর ধরে হাতে রাখা উপযুক্ত বলে মনে করা হয়। ঐতিহ্যগত ভাবে এমনটা বিশ্বাস করা হয় যে, পূর্ণিমার দিনে রক্ষাসূত্র বাঁধার পরে এটি পরের পূর্ণিমা বা কোনও শুভ সময়ে খোলা উচিত। যদি কোনও বিশেষ কারণে তা দূর করতে হয়, তাহলে জ্যোতিষীদের মতে শুভ সময়কে মাথায় রাখতে হবে। এমনটিও বিশ্বাস করা হয় যে, কোনও বিশেষ কারণ ছাড়া রক্ষাসূত্র খোলা উচিত নয়।
হাতে রক্ষাসূত্র বেঁধে দেওয়ার পরে, এটি কমপক্ষে এক-চতুর্থ দিন, দেড় মাস বা এক-চতুর্থ বছর ধরে হাতে রাখা উপযুক্ত বলে মনে করা হয়। ঐতিহ্যগত ভাবে এমনটা বিশ্বাস করা হয় যে, পূর্ণিমার দিনে রক্ষাসূত্র বাঁধার পরে এটি পরের পূর্ণিমা বা কোনও শুভ সময়ে খোলা উচিত। যদি কোনও বিশেষ কারণে তা দূর করতে হয়, তাহলে জ্যোতিষীদের মতে শুভ সময়কে মাথায় রাখতে হবে। এমনটিও বিশ্বাস করা হয় যে, কোনও বিশেষ কারণ ছাড়া রক্ষাসূত্র খোলা উচিত নয়।
কীভাবে রক্ষাসূত্র খোলা হয়?রক্ষাসূত্র কখনওই কাটা কিংবা ছিঁড়ে ফেলা উচিত নয়। এটি করলে এর ইতিবাচক প্রভাব কমতে পারে। সেই সঙ্গে রক্ষাসূত্র ছিঁড়ে ফেলাও অনুচিত বলে মনে করা হয়। কোথাও কোথাও রক্ষাসূত্র পুড়িয়ে ফেলারও ব্যবস্থা রয়েছে। তবে সেটা সাবধানে এবং ধর্মীয় নিয়ম মেনেই করা উচিত। অনেকে রক্ষাসূত্র খুলে অশ্বত্থ বা অন্য কোনও পবিত্র গাছে বেঁধে রাখেন। একে শুভ বলে মনে করা হয়।
কীভাবে রক্ষাসূত্র খোলা হয়?
রক্ষাসূত্র কখনওই কাটা কিংবা ছিঁড়ে ফেলা উচিত নয়। এটি করলে এর ইতিবাচক প্রভাব কমতে পারে। সেই সঙ্গে রক্ষাসূত্র ছিঁড়ে ফেলাও অনুচিত বলে মনে করা হয়। কোথাও কোথাও রক্ষাসূত্র পুড়িয়ে ফেলারও ব্যবস্থা রয়েছে। তবে সেটা সাবধানে এবং ধর্মীয় নিয়ম মেনেই করা উচিত। অনেকে রক্ষাসূত্র খুলে অশ্বত্থ বা অন্য কোনও পবিত্র গাছে বেঁধে রাখেন। একে শুভ বলে মনে করা হয়।
এর পার্শ্ব প্রতিক্রিয়া কী?যদি রক্ষাসূত্র ভুল পদ্ধতিতে খুলে ফেলা হয়, উদাহরণস্বরূপ, কাটা বা ছেঁড়া হয়, তাহলে জ্যোতিষীদের মতে এটি নেতিবাচক পরিণতি বয়ে আনতে পারে। এমন করলে সুরক্ষার সূত্রে খারাপ প্রভাব পড়ে। অতএব, এটি খোলার সময় সর্বদা সতর্ক হওয়া উচিত এবং ধর্মীয় নিয়ম অনুসরণ করা উচিত।
এর পার্শ্ব প্রতিক্রিয়া কী?
যদি রক্ষাসূত্র ভুল পদ্ধতিতে খুলে ফেলা হয়, উদাহরণস্বরূপ, কাটা বা ছেঁড়া হয়, তাহলে জ্যোতিষীদের মতে এটি নেতিবাচক পরিণতি বয়ে আনতে পারে। এমন করলে সুরক্ষার সূত্রে খারাপ প্রভাব পড়ে। অতএব, এটি খোলার সময় সর্বদা সতর্ক হওয়া উচিত এবং ধর্মীয় নিয়ম অনুসরণ করা উচিত।
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷

Special Rakhi 2024: রাখিতে দেওয়া হল বিশেষ বার্তা, টি টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে এই বার্তা তুলে ধরলেন এই গৃহবধূ

প্রতিবছর রাখি উৎসবে মেতে ওঠে গোটা সমাজ। নিত্যনতুন রাখির সম্ভার দেখতে পাওয়া যায় প্রতিবছর রাখির উৎসবের দিনে। এবার জেলায় তৈরি হল এক বিশেষ আকর্ষণীয় রাখি।
প্রতিবছর রাখি উৎসবে মেতে ওঠে গোটা সমাজ। নিত্যনতুন রাখির সম্ভার দেখতে পাওয়া যায় প্রতিবছর রাখির উৎসবের দিনে। এবার জেলায় তৈরি হল এক বিশেষ আকর্ষণীয় রাখি।
পরিবেশ রক্ষার জন্য এগিয়ে আসতে দেখা যায় বহু মানুষকে। এবার এই বার্তা দিয়েই তৈরি করা হল এই বিশেষ রাখি। জেলার এক গৃহবধূ পিংকি রায় নিজের হাতে এই রাখি তৈরি করেন।
পরিবেশ রক্ষার জন্য এগিয়ে আসতে দেখা যায় বহু মানুষকে। এবার এই বার্তা দিয়েই তৈরি করা হল এই বিশেষ রাখি। জেলার এক গৃহবধূ পিংকি রায় নিজের হাতে এই রাখি তৈরি করেন।
এছাড়াও এই রাখির মধ্যে রয়েছে চমক ভারতীয় খেলোয়াড়দের ও T20 বিশ্বকাপের বিষয় নিয়ে। ভারতের সকল খেলোয়াড়দের ছবি এবং চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে তৈরি করা হয়েছে এটি।
এছাড়াও এই রাখির মধ্যে রয়েছে চমক ভারতীয় খেলোয়াড়দের ও T20 বিশ্বকাপের বিষয় নিয়ে। ভারতের সকল খেলোয়াড়দের ছবি এবং চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে তৈরি করা হয়েছে এটি।
রাখিটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে কাগজ, সুতো, ফিতে, আঠা, রঙ, কার্ড বোর্ডের অংশ এবং ভারতীয় ক্রিকেট দলের একটি ছবি। এই রাখিটি তৈরি হয়েছে একটি সম্পূর্ণ দিন ধরে।
রাখিটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে কাগজ, সুতো, ফিতে, আঠা, রঙ, কার্ড বোর্ডের অংশ এবং ভারতীয় ক্রিকেট দলের একটি ছবি। এই রাখিটি তৈরি হয়েছে একটি সম্পূর্ণ দিন ধরে।
এই রাখিটিকে মোট দুই ফুট লম্বা তৈরি করা হয়েছে। রাখিটিকে জেলার এক রাজ আমলের পুরোনো তল্লি গাছের দীর্ঘায়ু কামনায় সেই গাছটির গায়ে বেঁধে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই রাখিটিকে মোট দুই ফুট লম্বা তৈরি করা হয়েছে। রাখিটিকে জেলার এক রাজ আমলের পুরোনো তল্লি গাছের দীর্ঘায়ু কামনায় সেই গাছটির গায়ে বেঁধে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Rakhi Purnima 2024: রাখি পরার পরই কি খুলে ফেলছেন? খবরদার…! এক ভুলেই হবে সব ছারখার, ‘এই’ নিয়ম না মানলেই ঘোর অমঙ্গল, সাবধান!

রাখি বন্ধন উৎসবটিও আমাদের দেশে খুব আড়ম্বরের সঙ্গে পালিত হয়। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে ভাই-বোনের মধ্যে পবিত্র ভালবাসার প্রতীক রাখি বন্ধন উৎসব পালিত হয়। এবার রক্ষাবন্ধন উৎসব পালিত হচ্ছে আজ অর্থাৎ সোমবার, ১৯ অগাস্ট ২০২৪।
রাখি বন্ধন উৎসবটিও আমাদের দেশে খুব আড়ম্বরের সঙ্গে পালিত হয়। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে ভাই-বোনের মধ্যে পবিত্র ভালবাসার প্রতীক রাখি বন্ধন উৎসব পালিত হয়। এবার রক্ষাবন্ধন উৎসব পালিত হচ্ছে আজ অর্থাৎ সোমবার, ১৯ অগাস্ট ২০২৪।
তবে ভাদ্রের কারণে রাখি বাঁধার শুভ সময় দুপুর ১টা ২৫ মিনিট থেকে রাত ০৯:৩৬ পর্যন্ত।  তবে অনেকেরই একটি সমস্যা আছে, যে রাখি বন্ধনের পর রাখি কখন খুলতে হবে? রাখি খোলার নিয়ম কী? রাখি ভেঙে গেলে কী করবেন? উন্নাওয়ের জ্যোতিষী পন্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রীর থেকে জেনে নিন৷
তবে ভাদ্রের কারণে রাখি বাঁধার শুভ সময় দুপুর ১টা ২৫ মিনিট থেকে রাত ০৯:৩৬ পর্যন্ত। তবে অনেকেরই একটি সমস্যা আছে, যে রাখি বন্ধনের পর রাখি কখন খুলতে হবে? রাখি খোলার নিয়ম কী? রাখি ভেঙে গেলে কী করবেন? উন্নাওয়ের জ্যোতিষী পন্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রীর থেকে জেনে নিন৷
জ্যোতিষী পন্ডিত ঋষিকান্ত মিশ্রের মতে, রাখি বাঁধার একটি নিয়ম আছে। এমন পরিস্থিতিতে তাদের অনুসরণ করা খুবই জরুরি। এটি না করলে বাস্তু দোষের ঝুঁকি বাড়তে পারে। এই কারণে রাখি খোলার বিষয়েও নিয়ম দেওয়া হয়েছে। তাই নিয়ম মেনে চললে সম্পর্ক মধুর হয়ে ওঠে। সেই সঙ্গে খুলে যায় উন্নতির পথ।
জ্যোতিষী পন্ডিত ঋষিকান্ত মিশ্রের মতে, রাখি বাঁধার একটি নিয়ম আছে। এমন পরিস্থিতিতে তাদের অনুসরণ করা খুবই জরুরি। এটি না করলে বাস্তু দোষের ঝুঁকি বাড়তে পারে। এই কারণে রাখি খোলার বিষয়েও নিয়ম দেওয়া হয়েছে। তাই নিয়ম মেনে চললে সম্পর্ক মধুর হয়ে ওঠে। সেই সঙ্গে খুলে যায় উন্নতির পথ।
রাখি বন্ধনের পর রাখি খোলার তেমন কোনও নির্দিষ্ট দিন বা সময় নেই, তবে বিশ্বাস অনুসারে, রাখি পরার ২৪  ঘন্টা পরেই সরানো উচিত। আসলে, অনেকেই সারা বছর রাখি বাঁধেন, তবে তা করা অশুভ বলে মনে করা হয়। একই সঙ্গে, কিছু কিছু জায়গায় জন্মাষ্টমীর দিন রাখি দেওয়ার প্রথা রয়েছে। অবশ্যই, জন্মাষ্টমীতে রাখি বেঁধে রাখা উচিত, তবে মনে রাখবেন পিতৃপক্ষ শুরুর আগে অবশ্যই রাখি খুলে ফেলবেন। এমনটা বিশ্বাস করা হয় যে এই সময়ে রাখি পরলে তা অপবিত্র হয়ে যায়। এটি জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
রাখি বন্ধনের পর রাখি খোলার তেমন কোনও নির্দিষ্ট দিন বা সময় নেই, তবে বিশ্বাস অনুসারে, রাখি পরার ২৪ ঘন্টা পরেই সরানো উচিত। আসলে, অনেকেই সারা বছর রাখি বাঁধেন, তবে তা করা অশুভ বলে মনে করা হয়। একই সঙ্গে, কিছু কিছু জায়গায় জন্মাষ্টমীর দিন রাখি দেওয়ার প্রথা রয়েছে। অবশ্যই, জন্মাষ্টমীতে রাখি বেঁধে রাখা উচিত, তবে মনে রাখবেন পিতৃপক্ষ শুরুর আগে অবশ্যই রাখি খুলে ফেলবেন। এমনটা বিশ্বাস করা হয় যে এই সময়ে রাখি পরলে তা অপবিত্র হয়ে যায়। এটি জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অনেকে হাত থেকে রাখি খুলে বাড়ির যে কোনও জায়গায় রাখেন, কিন্তু তা করা অশুভ বলে মনে করা হয়। আপনি যখনই রাখি খুলে ফেলছেন, রাখি বন্ধনের ২৪ ঘণ্টা পরে বা জন্মাষ্টমীর দিন, এটি বিসর্জন করুন। একই সঙ্গে রাখি বিসর্জন করতে না পারলে গাছে বেঁধে রাখতে পারেন।
অনেকে হাত থেকে রাখি খুলে বাড়ির যে কোনও জায়গায় রাখেন, কিন্তু তা করা অশুভ বলে মনে করা হয়। আপনি যখনই রাখি খুলে ফেলছেন, রাখি বন্ধনের ২৪ ঘণ্টা পরে বা জন্মাষ্টমীর দিন, এটি বিসর্জন করুন। একই সঙ্গে রাখি বিসর্জন করতে না পারলে গাছে বেঁধে রাখতে পারেন।
রাখি মানে সুরক্ষা সুতো অর্থাৎ এটি একটি পবিত্র সুতো। কিন্তু, আজকাল মানুষ একে ফ্যাশন হিসেবে নানাভাবে পরছে। এমনকি এখন সোনা ও রূপার রাখিও দেখা দিতে শুরু করেছে, যা বেশ ট্রেন্ডে রয়েছে। এমন পরিস্থিতিতে আপনি যদি সোনা বা রুপোর রাখি বেঁধে থাকেন তবে তা বিসর্জন করার দরকার নেই। সারা বছর এমন রাখি পরতে পারেন।
রাখি মানে সুরক্ষা সুতো অর্থাৎ এটি একটি পবিত্র সুতো। কিন্তু, আজকাল মানুষ একে ফ্যাশন হিসেবে নানাভাবে পরছে। এমনকি এখন সোনা ও রূপার রাখিও দেখা দিতে শুরু করেছে, যা বেশ ট্রেন্ডে রয়েছে। এমন পরিস্থিতিতে আপনি যদি সোনা বা রুপোর রাখি বেঁধে থাকেন তবে তা বিসর্জন করার দরকার নেই। সারা বছর এমন রাখি পরতে পারেন।
অনেক সময় হাতে বাঁধা রাখি ভেঙে যায় এবং ভাইও তা খুলে ফেলে দেয়। এই ধরনের রাখি ফেলে দেওয়া উচিত নয়। শাস্ত্রে এটাকে অশুভ মনে করা হয়েছে। ভাঙা রাখি জলে ডুবিয়ে রাখতে হবে। গাছের গোড়ায়ও রাখতে পারেন। এটি করার সময়, আপনার সঙ্গে একটি ১ টাকার কয়েন রাখুন।
অনেক সময় হাতে বাঁধা রাখি ভেঙে যায় এবং ভাইও তা খুলে ফেলে দেয়। এই ধরনের রাখি ফেলে দেওয়া উচিত নয়। শাস্ত্রে এটাকে অশুভ মনে করা হয়েছে। ভাঙা রাখি জলে ডুবিয়ে রাখতে হবে। গাছের গোড়ায়ও রাখতে পারেন। এটি করার সময়, আপনার সঙ্গে একটি ১ টাকার কয়েন রাখুন।

Rakhi Bandhan Gift Ideas: ভাই-বোনের এক অনন্য বন্ধন, রাখির উপহার বদলে দেবে কপালে থাকা দুঃসময়, জানুন কী দেবেন

এই পূর্ণিমায় শোভন যোগ, রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, লক্ষ্মী-নারায়ণ যোগের সমন্বয় গঠিত হচ্ছে। এমতাবস্থায় এই পূর্ণিমাতে উপবাসকারী ব্যক্তি বহুগুণ উপকার পাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন।
এই পূর্ণিমায় শোভন যোগ, রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, লক্ষ্মী-নারায়ণ যোগের সমন্বয় গঠিত হচ্ছে। এমতাবস্থায় এই পূর্ণিমাতে উপবাসকারী ব্যক্তি বহুগুণ উপকার পাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন।
রাখির দিনে ভাইয়েরা বোনের হাত থেকে একটি গোলাপী কাপড়ে অক্ষত, এক টাকার কয়েন ও সুপুরি নিন। এর পর বোনকে মিষ্টি, কাপড় ও টাকা উপহার দিয়ে তাঁর চরণ স্পর্শ করুন। তার পর গোলাপী কাপড়ে রাখা জিনিসগুলি বেঁধে কোনও সঠিক স্থানে রেখে দিন। এর ফলে জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
রাখির দিনে ভাইয়েরা বোনের হাত থেকে একটি গোলাপী কাপড়ে অক্ষত, এক টাকার কয়েন ও সুপুরি নিন। এর পর বোনকে মিষ্টি, কাপড় ও টাকা উপহার দিয়ে তাঁর চরণ স্পর্শ করুন। তার পর গোলাপী কাপড়ে রাখা জিনিসগুলি বেঁধে কোনও সঠিক স্থানে রেখে দিন। এর ফলে জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, শাস্ত্র মতে রাখি পূর্ণিমার দিনে ভাইকে রাখি বাঁধার জন্য যে থালা সাজাবেন, তাতে ফিটকিরিও রাখুন। রাখি বাঁধার পর সেই ফিটকিরি নিয়ে ভাইয়ের মাথা থেকে সাত বার ঘুরিয়ে উল্টো দিকে ফেলে দিন। এর ফলে কুনজর থেকে রক্ষা পাবেন আপনার ভাই।
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, শাস্ত্র মতে রাখি পূর্ণিমার দিনে ভাইকে রাখি বাঁধার জন্য যে থালা সাজাবেন, তাতে ফিটকিরিও রাখুন। রাখি বাঁধার পর সেই ফিটকিরি নিয়ে ভাইয়ের মাথা থেকে সাত বার ঘুরিয়ে উল্টো দিকে ফেলে দিন। এর ফলে কুনজর থেকে রক্ষা পাবেন আপনার ভাই।
শাস্ত্র মতে রাখি পূর্ণিমায় গণেশকে রাখি বাঁধা শুভ। এর ফলে ভাই-বোনের মধ্যে ভালোবাসা বাড়ে ও পারস্পরিক মনোমালিন্য দূর হয়। এদিন সুভদ্রার নাম করে কৃষ্ণকে রাখি বাঁধলে সুফল পাবেন।
শাস্ত্র মতে রাখি পূর্ণিমায় গণেশকে রাখি বাঁধা শুভ। এর ফলে ভাই-বোনের মধ্যে ভালোবাসা বাড়ে ও পারস্পরিক মনোমালিন্য দূর হয়। এদিন সুভদ্রার নাম করে কৃষ্ণকে রাখি বাঁধলে সুফল পাবেন।
রাখি পূর্ণিমার দিনে রাখা বাঁধা ছাড়াও কিছু উপায় করার পরামর্শ দেয় জ্যোতিষ শাস্ত্র। এর ফলে লক্ষ্মী প্রসন্ন হন এবং জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে যায়।
রাখি পূর্ণিমার দিনে রাখা বাঁধা ছাড়াও কিছু উপায় করার পরামর্শ দেয় জ্যোতিষ শাস্ত্র। এর ফলে লক্ষ্মী প্রসন্ন হন এবং জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে যায়।
এই পূর্ণিমায় শোভন যোগ, রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, লক্ষ্মী-নারায়ণ যোগের সমন্বয় গঠিত হচ্ছে। এমতাবস্থায় এই পূর্ণিমাতে উপবাসকারী ব্যক্তি বহুগুণ উপকার পাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন।
এই পূর্ণিমায় শোভন যোগ, রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, লক্ষ্মী-নারায়ণ যোগের সমন্বয় গঠিত হচ্ছে। এমতাবস্থায় এই পূর্ণিমাতে উপবাসকারী ব্যক্তি বহুগুণ উপকার পাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন।

Raksha Bandhan 2024: বিষ্ণুর দশাবতার রাখি এবারের ট্রেন্ড বাঁকুড়ায়

রাখির দিনে বাঁকুড়ার কয়েকটি বিশেষ ধরনের রাখি যা ধরে রাখছে রাখি পূর্ণিমার ট্রেন্ড। তৈরি হয়েছে বাঁকুড়া শহর থেকে শুরু করে শুশুনিয়া এবং বিষ্ণুপুর পর্যন্ত।
রাখির দিনে বাঁকুড়ার কয়েকটি বিশেষ ধরনের রাখি যা ধরে রাখছে রাখি পূর্ণিমার ট্রেন্ড। তৈরি হয়েছে বাঁকুড়া শহর থেকে শুরু করে শুশুনিয়া এবং বিষ্ণুপুর পর্যন্ত।
প্রথমেই আসা যাক শুশুনিয়াতে তৈরি রাখিতে। শুশুনিয়া গ্রামের আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুরা একদম নিজেদের হাতে তৈরি করেছে বেশ কয়েকটা রাখি। এই রাখি দিয়েই তারা পালন করবে রাখি পূর্ণিমা।
প্রথমেই আসা যাক শুশুনিয়াতে তৈরি রাখিতে। শুশুনিয়া গ্রামের আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুরা একদম নিজেদের হাতে তৈরি করেছে বেশ কয়েকটা রাখি। এই রাখি দিয়েই তারা পালন করবে রাখি পূর্ণিমা
বাচ্চারা রাখিগুলি তৈরি করেছে কপালের টিপ, কাগজ, অভ্র, সুতোর মতো সহজলভ্য এবং পকেট ফ্রেন্ডলি আইটেম দিয়ে।
বাচ্চারা রাখিগুলি তৈরি করেছে কপালের টিপ, কাগজ, অভ্র, সুতোর মতো সহজলভ্য এবং পকেট ফ্রেন্ডলি আইটেম দিয়ে।
শুশুনিয়া থেকে এবার আসা যাক বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে এই বছর চর্চায় দশাবতার রাখি। এই রাখি বহন করছে বিষ্ণুপুরের ঐতিহ্য।
শুশুনিয়া থেকে এবার আসা যাক বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে এই বছর চর্চায় দশাবতার রাখি। এই রাখি বহন করছে বিষ্ণুপুরের ঐতিহ্য।
সুতির কাপড়কে তেঁতুল বীজের আঠা এবং খড়ি মাটি দিয়ে ভাল করে মিশিয়ে এবং শুকিয়ে চাকতির মত কাটা হয়। এবার সেই চাকতিতে সুন্দর করে রং করে ফুটিয়ে তোলা হয় বিষ্ণুর দশ অবতারকে। এক একটি রাখিতে ফুটে উঠেছে এক একটি অবতার।
সুতির কাপড়কে তেঁতুল বীজের আঠা এবং খড়ি মাটি দিয়ে ভাল করে মিশিয়ে এবং শুকিয়ে চাকতির মত কাটা হয়। এবার সেই চাকতিতে সুন্দর করে রং করে ফুটিয়ে তোলা হয় বিষ্ণুর দশ অবতারকে। এক একটি রাখিতে ফুটে উঠেছে এক একটি অবতার।
বাঁকুড়া শহরে তৈরি হয়েছে সমাজ সচেতনতার বার্তা দিয়ে রাখি। এই রাখিগুলি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে ব্যবহার অযোগ্য জিনিসপত্র দিয়ে। প্রত্যেকটি রাখিতে লেখা রয়েছে একটি করে বার্তা। এই রাখি ঘুরছে মানুষের হাতে হাতে।
বাঁকুড়া শহরে তৈরি হয়েছে সমাজ সচেতনতার বার্তা দিয়ে রাখি। এই রাখিগুলি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে ব্যবহার অযোগ্য জিনিসপত্র দিয়ে। প্রত্যেকটি রাখিতে লেখা রয়েছে একটি করে বার্তা। এই রাখি ঘুরছে মানুষের হাতে হাতে।

Rakhi Purnima: ৯০ বছর পর দুর্লভ যোগ…! রাখি বাঁধার আগে ভাইকে দিন এই ‘রক্ষাকবচ’, দূর হবে সঙ্কট! ভাই-বোনের সম্পর্কে পড়বে না ভাদ্রের অশুভ কালো ছায়া

ভাই ও বোনের মধ্যে পবিত্র ভালবাসার উৎসব হল রাখি বন্ধন প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এবার  রাখি বন্ধন উৎসব ১৯ অগাস্ট ২০২৪ সোমবার পড়েছে। এদিন দুপুর ০১:৩২থেকে ০৯: ০৮ পর্যন্ত রাখি বাঁধা যাবে। এই শুভ সময়ে রাখি বাঁধলে শুভ ফল পাওয়া যায়।
ভাই ও বোনের মধ্যে পবিত্র ভালবাসার উৎসব হল রাখি বন্ধন প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এবার রাখি বন্ধন উৎসব ১৯ অগাস্ট ২০২৪ সোমবার পড়েছে। এদিন দুপুর ০১:৩২থেকে ০৯: ০৮ পর্যন্ত রাখি বাঁধা যাবে। এই শুভ সময়ে রাখি বাঁধলে শুভ ফল পাওয়া যায়।
তবে রাখির দিন শুভ ফল পেতে কিছু ব্যবস্থা নিতে ভুলবেন না। এই ব্যবস্থাগুলি মেনে চললে ভাইয়ের জীবনে আসা সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। এটি ভাই-বোনের মধ্যে পবিত্র সম্পর্ককে আরও মজবুত করবে। উন্নাওয়ের জ্যোতিষী পন্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রীর থেকে জেনে নিন৷
তবে রাখির দিন শুভ ফল পেতে কিছু ব্যবস্থা নিতে ভুলবেন না। এই ব্যবস্থাগুলি মেনে চললে ভাইয়ের জীবনে আসা সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। এটি ভাই-বোনের মধ্যে পবিত্র সম্পর্ককে আরও মজবুত করবে। উন্নাওয়ের জ্যোতিষী পন্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রীর থেকে জেনে নিন৷
জ্যোতিষীর মতে, রাখি বন্ধনের দিন পুজোর থালায় এক টুকরো ফিটকারি রাখুন। তারপর, ভাইকে রাখি বাঁধার পর, ৭ বার উল্টো দিকে ঘুরিয়ে তার মাথা থেকে ফিটকির টুকরোটি ফেলে দিন। এতে করে ভাইয়ের জীবন থেকে নেতিবাচকতা দূর হবে। ভাই-বোনের সম্পর্কের টানাপোড়েন থেকেও মুক্তি পেতে পারেন।
জ্যোতিষীর মতে, রাখি বন্ধনের দিন পুজোর থালায় এক টুকরো ফিটকারি রাখুন। তারপর, ভাইকে রাখি বাঁধার পর, ৭ বার উল্টো দিকে ঘুরিয়ে তার মাথা থেকে ফিটকির টুকরোটি ফেলে দিন। এতে করে ভাইয়ের জীবন থেকে নেতিবাচকতা দূর হবে। ভাই-বোনের সম্পর্কের টানাপোড়েন থেকেও মুক্তি পেতে পারেন।
যদি আপনার ভাই সমস্যায় পড়ে,তবে কিছু প্রতিকার রাখি বন্ধনে কার্যকর হতে পারে। এর জন্য বোনকে চাল, ১ টাকা ও ১টি সুপারি একটি গোলাপি কাপড়ে বেঁধে ভাইকে দিতে হবে। এই ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সঙ্কট সমাধান করা যেতে পারে।
যদি আপনার ভাই সমস্যায় পড়ে,তবে কিছু প্রতিকার রাখি বন্ধনে কার্যকর হতে পারে। এর জন্য বোনকে চাল, ১ টাকা ও ১টি সুপারি একটি গোলাপি কাপড়ে বেঁধে ভাইকে দিতে হবে। এই ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সঙ্কট সমাধান করা যেতে পারে।
রাখি বন্ধনের দিন ভাই বোন উভয়েরই খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, স্নান করতে হবে এবং নতুন পোশাক পরতে হবে। তারপর ভাইয়ের কপালে কুমকুম তিলক এবং সবুত অক্ষত লাগান। মনে রাখবেন তিলক করার সময় উভয়ের মাথা যেন ঢেকে রাখা হয়। সেই সঙ্গে রাখি বাঁধার সময় হাতে কিছু টাকা ও অক্ষত রাখুন। এতে করে ঘরে সম্পদ থাকবে।
রাখি বন্ধনের দিন ভাই বোন উভয়েরই খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, স্নান করতে হবে এবং নতুন পোশাক পরতে হবে। তারপর ভাইয়ের কপালে কুমকুম তিলক এবং সবুত অক্ষত লাগান। মনে রাখবেন তিলক করার সময় উভয়ের মাথা যেন ঢেকে রাখা হয়। সেই সঙ্গে রাখি বাঁধার সময় হাতে কিছু টাকা ও অক্ষত রাখুন। এতে করে ঘরে সম্পদ থাকবে।
রাখি বাঁধার পর ভাই বোনকে কিছু উপহার দেবেন। এমনটি করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন বলে বিশ্বাস করা হয়। এছাড়াও, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভাদ্র কালের সময় ভুল করেও রাখি বাঁধা উচিত নয়, এটি ভাইয়ের জীবনে খারাপ প্রভাব ফেলে।
রাখি বাঁধার পর ভাই বোনকে কিছু উপহার দেবেন। এমনটি করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন বলে বিশ্বাস করা হয়। এছাড়াও, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভাদ্র কালের সময় ভুল করেও রাখি বাঁধা উচিত নয়, এটি ভাইয়ের জীবনে খারাপ প্রভাব ফেলে।
জ্যোতিষীর মতে, রাখি বাঁধার সময় মনে রাখবেন মাত্র ৩টি গিঁট বাঁধতে হবে। এটি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া রাখি কেনার সময় খেয়াল রাখবেন কালো রাখি কিনবেন না। আসলে কালো রঙের রাখি অশুভের প্রতীক।
জ্যোতিষীর মতে, রাখি বাঁধার সময় মনে রাখবেন মাত্র ৩টি গিঁট বাঁধতে হবে। এটি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া রাখি কেনার সময় খেয়াল রাখবেন কালো রাখি কিনবেন না। আসলে কালো রঙের রাখি অশুভের প্রতীক।

Rakhi Bandhan Gift 2024: হাতে পরবেন রাখি, পকেটে থাকবে এই চমকদার জিনিস! এই পূর্ণিমায় ঘর আলো হবে, আনন্দে থাকবেন

রাত পোহালে রাখি পূর্ণিমা। ভাইয়েরা বোনেদের কিংবা দিদিরা ভাইয়েদের কী উপহার দেবে তা নিয়ে মাতামাতি রয়েছেই। রাখিতে প্রতিবছরই ট্রেন্ডিং কিছু থাকে। এবছর বাজারের চল হয়েছে কাস্টমাইজ চকলেট। চকলেটের র‍্যাপারের মধ্যেই যদি ভাইয়ের ছবি থাকে কিংবা তার মধ্যেই যদি ভাইয়ের নাম লেখা থাকে তার থেকে ভাল আর কী হতে পারে। (অনির্বাণ রায়)
রাত পোহালে রাখি পূর্ণিমা। ভাইয়েরা বোনেদের কিংবা দিদিরা ভাইয়েদের কী উপহার দেবে তা নিয়ে মাতামাতি রয়েছেই। রাখিতে প্রতিবছরই ট্রেন্ডিং কিছু থাকে। এবছর বাজারের চল হয়েছে কাস্টমাইজ চকলেট। চকলেটের র‍্যাপারের মধ্যেই যদি ভাইয়ের ছবি থাকে কিংবা তার মধ্যেই যদি ভাইয়ের নাম লেখা থাকে তার থেকে ভাল আর কী হতে পারে। (অনির্বাণ রায়)
শিলিগুড়ির একটিয়াশালের বাসিন্দা অনির্বাণ পাল তাই রাখিতে নতুন কিছু করার চেষ্টা করেছে এবার। আর তার এই কাস্টমাইজ চকলেট এর এমন নতুনত্বতে মজেছে সকলে।
শিলিগুড়ির একটিয়াশালের বাসিন্দা অনির্বাণ পাল তাই রাখিতে নতুন কিছু করার চেষ্টা করেছে এবার। আর তার এই কাস্টমাইজ চকলেট এর এমন নতুনত্বতে মজেছে সকলে।
প্রসঙ্গত প্রতিবছরই রাখি বন্ধন উপলক্ষে নিত্য নতুন রাখির বাহার থাকেই তবে উপহার কি দেবে তাই নিয়ে অনেক ভাবতে হয়। তাই এ বছর ভাই-বোনদের মুখ দেওয়া কাস্টমাইজ চকলেট বানিয়ে সেই কাজটাই সহজ করে দিয়েছে অনির্বাণ।
প্রসঙ্গত প্রতিবছরই রাখি বন্ধন উপলক্ষে নিত্য নতুন রাখির বাহার থাকেই তবে উপহার কি দেবে তাই নিয়ে অনেক ভাবতে হয়। তাই এ বছর ভাই-বোনদের মুখ দেওয়া কাস্টমাইজ চকলেট বানিয়ে সেই কাজটাই সহজ করে দিয়েছে অনির্বাণ।
কাস্টমাইজ জিনিসের যুগে ছবি দেওয়া চকলেট গুলির চাহিদা অনেকটাই বেশি। একটা সময় ছিল যখন শুধু বোনেরা ভাইয়েদের রাখি পড়াতো তবে এখন ভাইয়েরাও বোনেদের রাখি পরিয়ে থাকে।একই সঙ্গে উপহারের মধ্যে নতুনত্ব রাখার চেষ্টা করেন সকলেই।
কাস্টমাইজ জিনিসের যুগে ছবি দেওয়া চকলেট গুলির চাহিদা অনেকটাই বেশি। একটা সময় ছিল যখন শুধু বোনেরা ভাইয়েদের রাখি পড়াতো তবে এখন ভাইয়েরাও বোনেদের রাখি পরিয়ে থাকে।একই সঙ্গে উপহারের মধ্যে নতুনত্ব রাখার চেষ্টা করেন সকলেই।
অনির্বাণ পালের কথায়,"আমি প্রতিবছরই রাখির সময় নতুনত্ব কিছু করার চেষ্টা করে থাকি। আমি যেহেতু চকলেট টা নিজেই বানাই। তাই এবারও চকলেটের প্যাকেজিং এর মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করেছি সবাই এই কাস্টমাইজ চকলেট গুলি ভীষণ পছন্দ করছে।
অনির্বাণ পালের কথায়,”আমি প্রতিবছরই রাখির সময় নতুনত্ব কিছু করার চেষ্টা করে থাকি। আমি যেহেতু চকলেট টা নিজেই বানাই। তাই এবারও চকলেটের প্যাকেজিং এর মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করেছি সবাই এই কাস্টমাইজ চকলেট গুলি ভীষণ পছন্দ করছে।
কাস্টমাইজ চকলেট প্রস্তুতকারী অনির্বাণ পাল জানিয়েছে," অনেকেই ভাইকে কিংবা বোনকে নতুন স্পেশাল উপহার দিতে চায়। সেই উদ্দেশ্যেই আমাদের কাছে গ্রাহকরা আসছে এবং আমরা তাদের ভাই বোনের একসঙ্গে কিংবা শুধু ভাইয়ের ছবি দিয়ে চকলেট র‍্যাপার বানিয়ে দেওয়ার কথাই বলছি গ্রাহকরাও আমাদের এই চিন্তা ভাবনাকে যথেষ্ট পছন্দ করেছে।"
কাস্টমাইজ চকলেট প্রস্তুতকারী অনির্বাণ পাল জানিয়েছে,” অনেকেই ভাইকে কিংবা বোনকে নতুন স্পেশাল উপহার দিতে চায়। সেই উদ্দেশ্যেই আমাদের কাছে গ্রাহকরা আসছে এবং আমরা তাদের ভাই বোনের একসঙ্গে কিংবা শুধু ভাইয়ের ছবি দিয়ে চকলেট র‍্যাপার বানিয়ে দেওয়ার কথাই বলছি গ্রাহকরাও আমাদের এই চিন্তা ভাবনাকে যথেষ্ট পছন্দ করেছে।”

 

এই চকলেট র‍্যাপারগুলি ছবি লাগিয়ে নানান ডিজাইন করা হচ্ছে। এছাড়াও ভাই এবং বোনেদের নাম লিখেও চকলেট প্রস্তুত করা হচ্ছে। আর এই সমস্ত ডিজাইন তৈরি করছেন অনির্বাণ নিজেই। কেউ চাইলে নিজের মত কবিতা লিখেও দিতে পারেন সেখানে। তিনি আরও জানিয়েছেন," এই ধরনের চকলেট গুলি মানুষ ভীষণ পছন্দ করছে। প্রায় ১০০ উপর কাস্টমাইজ চকলেটের অর্ডার এসেছে। দাম একেবারে সস্তা ১০০ টাকা থেকে ১৫০ টাকা।"
এই চকলেট র‍্যাপারগুলি ছবি লাগিয়ে নানান ডিজাইন করা হচ্ছে। এছাড়াও ভাই এবং বোনেদের নাম লিখেও চকলেট প্রস্তুত করা হচ্ছে। আর এই সমস্ত ডিজাইন তৈরি করছেন অনির্বাণ নিজেই। কেউ চাইলে নিজের মত কবিতা লিখেও দিতে পারেন সেখানে। তিনি আরও জানিয়েছেন,” এই ধরনের চকলেট গুলি মানুষ ভীষণ পছন্দ করছে। প্রায় ১০০ উপর কাস্টমাইজ চকলেটের অর্ডার এসেছে। দাম একেবারে সস্তা ১০০ টাকা থেকে ১৫০ টাকা।”

Rakhi 2024: লাল কাপড়, ফটকিরি আর সুপারি রাখির দিনে করুন এই কাজ! শুধু ১১ বার বলতে হবে ভাইয়ের নাম

ভাই এবং বোনের মধ্যে অটুট ভালবাসার সম্পর্ক রক্ষা করতে প্রত্যেক বছর পালন করা হয় রাখি৷ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে দাদা ও ভাইদের হাতে ভালবাসার রাখি পরিয়ে দেন দিদি ও বোনেরা। এ বছরে ১৯ অগাস্ট, সোমবার পালিত হচ্ছে রাখি উৎসব৷
ভাই এবং বোনের মধ্যে অটুট ভালবাসার সম্পর্ক রক্ষা করতে প্রত্যেক বছর পালন করা হয় রাখি৷ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে দাদা ও ভাইদের হাতে ভালবাসার রাখি পরিয়ে দেন দিদি ও বোনেরা। এ বছরে ১৯ অগাস্ট, সোমবার পালিত হচ্ছে রাখি উৎসব৷
আপনি কি জানেন যে এই দিনে কিছু সহজ প্রতিকার করলে আপনি আপনার ভাইয়ের জীবনে উন্নতির দরজা খুলে দিতে পারেন। ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা আমাদের জানাচ্ছেন সেই প্রতিকারগুলির কথা।
আপনি কি জানেন যে এই দিনে কিছু সহজ প্রতিকার করলে আপনি আপনার ভাইয়ের জীবনে উন্নতির দরজা খুলে দিতে পারেন। ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা আমাদের জানাচ্ছেন সেই প্রতিকারগুলির কথা।
ধর্মীয় বিশ্বাস অনুসারে, রাখিতে তিনটি গাঁট বাঁধা অত্যন্ত শুভ। কথিত আছে যে, এই তিনটি গিঁট সরাসরি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই রাখি বাঁধার সময় প্রথম গিঁটটি ভাইয়ের দীর্ঘায়ু, দ্বিতীয় গিঁটটি নিজের দীর্ঘায়ু এবং তৃতীয় গিঁটটি ভাই-বোনের সম্পর্কের মধ্যে ভালবাসা ও মাধুর্য আনার জন্য দেওয়া হয়।
ধর্মীয় বিশ্বাস অনুসারে, রাখিতে তিনটি গাঁট বাঁধা অত্যন্ত শুভ। কথিত আছে যে, এই তিনটি গিঁট সরাসরি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই রাখি বাঁধার সময় প্রথম গিঁটটি ভাইয়ের দীর্ঘায়ু, দ্বিতীয় গিঁটটি নিজের দীর্ঘায়ু এবং তৃতীয় গিঁটটি ভাই-বোনের সম্পর্কের মধ্যে ভালবাসা ও মাধুর্য আনার জন্য দেওয়া হয়।
যেহেতু এই উৎসবটি পূর্ণিমার দিনে পড়ে তাই এই রাতে চাঁদের পূজো করে অর্ঘ্য নিবেদন করা উচিত৷ তার সঙ্গে আপনার ভাইয়ের নাম ১১ বার উচ্চারণ করুন এবং তার উন্নতির জন্য প্রার্থনা করুন।
যেহেতু এই উৎসবটি পূর্ণিমার দিনে পড়ে তাই এই রাতে চাঁদের পূজো করে অর্ঘ্য নিবেদন করা উচিত৷ তার সঙ্গে আপনার ভাইয়ের নাম ১১ বার উচ্চারণ করুন এবং তার উন্নতির জন্য প্রার্থনা করুন।
এ বছর রাখি উৎসব সোমবার পড়ছে। এই দিনে শিবের পূজা করা উচিত এবং শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করা উচিত। এরপর হলুদ চন্দন দিয়ে একটি কাপড়ে ভাইয়ের নাম লিখে শিবলিঙ্গের সামনে রাখুন।
এ বছর রাখি উৎসব সোমবার পড়ছে। এই দিনে শিবের পূজা করা উচিত এবং শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করা উচিত। এরপর হলুদ চন্দন দিয়ে একটি কাপড়ে ভাইয়ের নাম লিখে শিবলিঙ্গের সামনে রাখুন।
রাখির দিন, ভাইয়ের মাথা থেকে ৭ বার ফটকিরি ঘুরিয়ে একটি রাস্তার মোড়ে ফেলে দিন৷ এটি আপনার ভাইকে খারাপ নজর থেকে রক্ষা করবে।
রাখির দিন, ভাইয়ের মাথা থেকে ৭ বার ফটকিরি ঘুরিয়ে একটি রাস্তার মোড়ে ফেলে দিন৷ এটি আপনার ভাইকে খারাপ নজর থেকে রক্ষা করবে।
রাখির দিন একটি লাল কাপড় নিন এবং তাতে ৫টি সুপারি রাখুন। এটিকে আপনার ভাইয়ের প্রতীক হিসাবে বিবেচনা করুন এবং এতে কয়েকটি আতপ চাল রাখুন। তারপর বাড়িতে কোনও গোপন ও শুদ্ধ জায়গায় রেখে দিন৷ এতে আপনার ভাইয়ের স্বাস্থ্য ভাল থাকবে, কর্মে উন্নতি আসবে৷
রাখির দিন একটি লাল কাপড় নিন এবং তাতে ৫টি সুপারি রাখুন। এটিকে আপনার ভাইয়ের প্রতীক হিসাবে বিবেচনা করুন এবং এতে কয়েকটি আতপ চাল রাখুন। তারপর বাড়িতে কোনও গোপন ও শুদ্ধ জায়গায় রেখে দিন৷ এতে আপনার ভাইয়ের স্বাস্থ্য ভাল থাকবে, কর্মে উন্নতি আসবে৷
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।

Rakhi niyam: রাখি পরানোর সময় ভাইয়ের মুখ কোন দিকে থাকা উচিত? বোনেরই বা কোন দিকে, শুভ ফল পেতে এখনই জানুন

হোলি-দীপাবলির মতো, রাখি উৎসবটিও হিন্দুধর্মে বিশেষ হিসাবে বিবেচিত হয়। ভাই-বোনের মধ্যে পবিত্র ভালবাসার প্রতীক এই উৎসব। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়।
হোলি-দীপাবলির মতো, রাখি উৎসবটিও হিন্দুধর্মে বিশেষ হিসাবে বিবেচিত হয়। ভাই-বোনের মধ্যে পবিত্র ভালবাসার প্রতীক এই উৎসব। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়।
এবার ১২ অগাস্ট ২০২৪ সোমবার পালিত হচ্ছে রাখি। রাখি বাঁধার শুভ সময় শুরু হবে ১৯ আগস্ট দুপুর ১:২৫ মিনিট থেকে রাত ৯:৩৬ পর্যন্ত।
এবার ১২ অগাস্ট ২০২৪ সোমবার পালিত হচ্ছে রাখি। রাখি বাঁধার শুভ সময় শুরু হবে ১৯ আগস্ট দুপুর ১:২৫ মিনিট থেকে রাত ৯:৩৬ পর্যন্ত।
আমরা অনেক সময়েই ধন্দে থাকি যে রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ কোন দিকে রাখা উচিত?  বোনই বা কোন দিকে বসে ভাইকে রাখি পরাবে? উন্নাওয়ের জ্যোতিষী পণ্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী এই প্রশ্নগুলি উত্তর সম্পর্কে আমাদের জানিয়েছেন৷
আমরা অনেক সময়েই ধন্দে থাকি যে রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ কোন দিকে রাখা উচিত? বোনই বা কোন দিকে বসে ভাইকে রাখি পরাবে? উন্নাওয়ের জ্যোতিষী পণ্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী এই প্রশ্নগুলি উত্তর সম্পর্কে আমাদের জানিয়েছেন৷
জ্যোতিষীর মতে, ভাইকে রাখি বাঁধার ভাইয়ের মুখ যেন পূর্ব দিকে এবং বোনের মুখ যেন পশ্চিম দিকে থাকে। এই দু’টি দিক ভাই ও বোনের জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়।
জ্যোতিষীর মতে, ভাইকে রাখি বাঁধার ভাইয়ের মুখ যেন পূর্ব দিকে এবং বোনের মুখ যেন পশ্চিম দিকে থাকে। এই দু’টি দিক ভাই ও বোনের জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাইয়ের ডান হাতে রাখি বাঁধা উচিত। ডান হাতটি কাজের সাথে জড়িত। তাই এই হাতে রাখি বাঁধা শুভ বলে মনে করা হয়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাইয়ের ডান হাতে রাখি বাঁধা উচিত। ডান হাতটি কাজের সাথে জড়িত। তাই এই হাতে রাখি বাঁধা শুভ বলে মনে করা হয়।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কারও যদি ভাই না থাকে তাহলে নিম, বটগাছ, আমলা, কলা, শমী ও তুলসীকে রাখি বাঁধতে পারেন। আমলা, নিম এবং বটকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের বাস রয়েছে বলে মনে করা হয়। এই গাছগুলিতে রাখি বাঁধলে তিন দেবতাই খুব খুশি হন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কারও যদি ভাই না থাকে তাহলে নিম, বটগাছ, আমলা, কলা, শমী ও তুলসীকে রাখি বাঁধতে পারেন। আমলা, নিম এবং বটকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের বাস রয়েছে বলে মনে করা হয়। এই গাছগুলিতে রাখি বাঁধলে তিন দেবতাই খুব খুশি হন।
Disclaimer: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
Disclaimer: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।

Raksha Bandhan 2024: এই বছর পুরুলিয়াতে সবচেয়ে ট্রেন্ডিং রাখি কোনটা জানেন?

পুরুলিয়া: ভাই-বোনের অটুট বন্ধনের উৎসব রাখি। ‌ বাঙালি থেকে অবাঙালি সকলের কাছেই রাখি উৎসব খুবই গুরুত্বপূর্ণ।‌ এই দিন দিদি বা বোনেরা তাঁদের ভাই বা দাদার হাতে রাখি বেঁধে দিয়ে তাঁদের মঙ্গল কামনা করেন। আর দাদা বা ভাইরাও দিদি বা বোনের রক্ষা করার শপথ নেন এই দিন। সামনেই রাখি বন্ধন উৎসব, তাতে মেতে উঠবে আপামর বঙ্গবাসী। সব জায়গাতেই বিভিন্ন ভ্যারাইটির রাখি বিক্রি হতে দেখা যাচ্ছে। ‌

রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়াতেও রাখি বিক্রি শুরু হয়ে গিয়েছে। পুরুলিয়া শহরের চকবাজারে দুর্দান্ত সব রাখির কালেকশন নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। ‌ক্রেতারাও অধীর আগ্রহে দেখছেন সেই রাখিগুলি। ‌

আর‌ও পড়ুন: অষ্টম দিনেও আন্দোলন জারি, হাসপাতালে এসে ফিরে যাচ্ছেন রোগীরা! দেখুন ভিডিও

এই বিষয়ে এক বিক্রেতা বলেন, প্রতিবছরের মত এই বছরও তিনি বিভিন্ন ভ্যারাইটির রাখি তুলেছেন। ‌তার মধ্যে কাপল রাখি, মেয়েদের জন্য স্পেশাল রাখি সহ বিভিন্ন ভ্যারাইটি রাখি রয়েছে। রাখির দাম ৫ টাকা থেকে শুরু হয়ে ১৫০ টাকা পর্যন্ত রয়েছে। অন্যান্য বছরে তুলনায় এই বছর এখনও পর্যন্ত বিক্রি খানিকটা কম রয়েছে। তবুও তিনি আশা করছেন রাখি পূর্ণিমার আগেই তাঁর দোকানে রাখি বিক্রি বাড়বে। ‌

এই বিষয়ে এক ক্রেতা বলেন, এই দোকান থেকেই তিনি প্রতিবছর রাখি কেনেন। এই বছরও তিনি রাখি কিনেছেন। রাখির কালেকশনও বেশ ভাল রয়েছে। ‌ দামও অনেকটাই কম। তাই রাখি কিনে তিনি খুবই খুশি। ‌

শর্মিষ্ঠা ব্যানার্জি