মরচে পড়ে শাওয়ার বন্ধ?

Cleaning Tips: মরচে পড়ে শাওয়ার বন্ধ? ঘরোয়া ‘টোটকায়’ জল পড়বে ঝরনার মতো জল! হাল ফিরবে বাথরুমের

শুধু ঘরদোর পরিষ্কার রাখলেই হবে না। নিয়মিত পরিষ্কার করতে হবে বাথরুমও। কারণ এর সঙ্গে স্বাস্থ্যবিধি জড়িত।
শুধু ঘরদোর পরিষ্কার রাখলেই হবে না। নিয়মিত পরিষ্কার করতে হবে বাথরুমও। কারণ এর সঙ্গে স্বাস্থ্যবিধি জড়িত।
বাথরুমের জীবাণু এবং ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে বিভিন্ন রোগ ছড়াতে পারে। তাছাড়া বাথরুম অপরিষ্কার থাকলে ব্যবহার করতেও বিরক্ত লাগে।
বাথরুমের জীবাণু এবং ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে বিভিন্ন রোগ ছড়াতে পারে। তাছাড়া বাথরুম অপরিষ্কার থাকলে ব্যবহার করতেও বিরক্ত লাগে।
তাই সপ্তাহে অন্তত একবার বাথরুম পরিষ্কার করা উচিত। তবে শুধু পরিষ্কার নয়, বাথরুম যাতে জীবাণুমুক্ত হয়, সেটাও খেয়াল রাখতে হবে। বাথরুমের শাওয়ারে মরচে পড়ে অনেকসময় জল পড়া বন্ধ হয়ে যায়।
তাই সপ্তাহে অন্তত একবার বাথরুম পরিষ্কার করা উচিত। তবে শুধু পরিষ্কার নয়, বাথরুম যাতে জীবাণুমুক্ত হয়, সেটাও খেয়াল রাখতে হবে। বাথরুমের শাওয়ারে মরচে পড়ে অনেকসময় জল পড়া বন্ধ হয়ে যায়।
শাওয়ার হেড: অনেক সময় শাওয়ার হেডে ময়লা জমে যায়। ফলে জল ঠিক মতো বেরোয় না। এই ময়লা সহজে পরিষ্কার করাও যায় না। তবে একটা উপায় আছে।
শাওয়ার হেড: অনেক সময় শাওয়ার হেডে ময়লা জমে যায়। ফলে জল ঠিক মতো বেরোয় না। এই ময়লা সহজে পরিষ্কার করাও যায় না। তবে একটা উপায় আছে।
একটা প্যাকেটে সাদা ভিনিগার ভরে শাওয়ার হেডে পেঁচিয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ভিনিগার ভরা প্যাকেটটা শাওয়ার হেডে পুরোপুরি ঢেকে যায়।
একটা প্যাকেটে সাদা ভিনিগার ভরে শাওয়ার হেডে পেঁচিয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ভিনিগার ভরা প্যাকেটটা শাওয়ার হেডে পুরোপুরি ঢেকে যায়।
এভাবে ১-২ ঘণ্টা ভেজানো থাক। এরপর প্যাকেটটা সরিয়ে জল দিয়ে ধুয়ে নিলেই দেখা যাবে শাওয়ার হেড একদম ঝকঝকে হয়ে গিয়েছে।
এভাবে ১-২ ঘণ্টা ভেজানো থাক। এরপর প্যাকেটটা সরিয়ে জল দিয়ে ধুয়ে নিলেই দেখা যাবে শাওয়ার হেড একদম ঝকঝকে হয়ে গিয়েছে।