Money Making Tips: ১ টাকারও মূল্য জানলে চমকে যাবেন, প্রতিদিন জমালে আপনি পেয়ে যেতে পারেন ৫৩ কোটি টাকা

কোটিপতি কে না হতে চান! কিন্তু সেটা হওয়া কি মুখের কথা! আসলে কোটিপতি হওয়া বেশ কঠিন। এমনটাই মনে করেন অধিকাংশ মানুষ। কিন্তু সঠিক পরিকল্পনা করলে অনায়াসে কোটিপতি হয়ে যাওয়া সম্ভব। আর যেহেতু মানুষ এই সঠিক পরিকল্পনাটাই করে উঠতে পারেন না, তাই আর কোটিপতি হওয়া হয়ে ওঠে না। অর্থাৎ তাতে ঘাটতির কারণেই সেই স্বপ্নটা অধরা রয়ে যায়।
কোটিপতি কে না হতে চান! কিন্তু সেটা হওয়া কি মুখের কথা! আসলে কোটিপতি হওয়া বেশ কঠিন। এমনটাই মনে করেন অধিকাংশ মানুষ। কিন্তু সঠিক পরিকল্পনা করলে অনায়াসে কোটিপতি হয়ে যাওয়া সম্ভব। আর যেহেতু মানুষ এই সঠিক পরিকল্পনাটাই করে উঠতে পারেন না, তাই আর কোটিপতি হওয়া হয়ে ওঠে না। অর্থাৎ তাতে ঘাটতির কারণেই সেই স্বপ্নটা অধরা রয়ে যায়।
অনেকেই হয়তো জানেন না যে, প্রতিদিন ১ টাকা করে জমালে খুব সহজেই কোটিপতি হয়ে ওঠা সম্ভব। আজকের প্রতিবেদনে এই বিষয়টাই আলোচনা করে নেওয়া যাক। আসলে ১ টাকাকে দ্বিগুণ করে যদি ৩০ দিনের জন্য এই পদ্ধতি অনুসরণ করা হয়, তাহলে বিনিয়োগকারী ৫৩ কোটি টাকারও বেশি জমা করতে পারবেন।
অনেকেই হয়তো জানেন না যে, প্রতিদিন ১ টাকা করে জমালে খুব সহজেই কোটিপতি হয়ে ওঠা সম্ভব। আজকের প্রতিবেদনে এই বিষয়টাই আলোচনা করে নেওয়া যাক। আসলে ১ টাকাকে দ্বিগুণ করে যদি ৩০ দিনের জন্য এই পদ্ধতি অনুসরণ করা হয়, তাহলে বিনিয়োগকারী ৫৩ কোটি টাকারও বেশি জমা করতে পারবেন।
মাসের প্রথম দিন জমানো যাক ১ টাকা। দ্বিতীয় দিনে তা দ্বিগুণ পরিমাণ অর্থাৎ ২ টাকা জমাতে হবে। এভাবে তৃতীয় দিনে জমাতে হবে ৪ টাকা। এরপর মাসের চতুর্থ দিনে জমাতে হবে ৮ টাকা। এভাবে মাসের পঞ্চম দিনে জমাতে হবে ১৬ টাকা। এরপর মাসের ষষ্ঠ দিনে জমাতে হবে ৩২ টাকা। এবার সপ্তম দিনে জমাতে হবে ৬৪ টাকা। মাসের অষ্টম দিনে জমাতে হবে ১২৮ টাকা। সেই হিসেবে আবার মাসের নবম দিনে জমাতে হবে ২৫৬ টাকা। দশম দিনে জমাতে হবে ৫১২ টাকা।
মাসের প্রথম দিন জমানো যাক ১ টাকা। দ্বিতীয় দিনে তা দ্বিগুণ পরিমাণ অর্থাৎ ২ টাকা জমাতে হবে। এভাবে তৃতীয় দিনে জমাতে হবে ৪ টাকা। এরপর মাসের চতুর্থ দিনে জমাতে হবে ৮ টাকা। এভাবে মাসের পঞ্চম দিনে জমাতে হবে ১৬ টাকা। এরপর মাসের ষষ্ঠ দিনে জমাতে হবে ৩২ টাকা। এবার সপ্তম দিনে জমাতে হবে ৬৪ টাকা। মাসের অষ্টম দিনে জমাতে হবে ১২৮ টাকা। সেই হিসেবে আবার মাসের নবম দিনে জমাতে হবে ২৫৬ টাকা। দশম দিনে জমাতে হবে ৫১২ টাকা।
এরপর এগারোতম দিনে জমাতে হবে ১০২৪ টাকা। দ্বাদশ এবং ত্রয়োদশ দিনে জমাতে হবে যথাক্রমে ২০৪৮ এবং ৪০৯৬ টাকা। চতুর্দশ দিনে জমাতে হবে ৮১৯২ টাকা। পঞ্চদশ দিনে জমাতে হবে ১৬,৩৪৮ টাকা। ষোড়শ দিনে জমাতে হবে ৩২,৭৬৮ টাকা।
এরপর এগারোতম দিনে জমাতে হবে ১০২৪ টাকা। দ্বাদশ এবং ত্রয়োদশ দিনে জমাতে হবে যথাক্রমে ২০৪৮ এবং ৪০৯৬ টাকা। চতুর্দশ দিনে জমাতে হবে ৮১৯২ টাকা। পঞ্চদশ দিনে জমাতে হবে ১৬,৩৪৮ টাকা। ষোড়শ দিনে জমাতে হবে ৩২,৭৬৮ টাকা।
এরপর মাসের সপ্তদশ দিনে জমাতে হবে ৬৫,৫৩৬ টাকা। অষ্টাদশ দিনে এবং উনিশ-তম দিনে জমাতে হবে যথাক্রমে ১,৩১,০৭২ টাকা এবং ২,৬২,১৪৪ টাকা। এবার কুড়ি-তম দিনে জমাতে হবে ৫,২৪,২৮৮ টাকা। একুশ-তম দিনে জমা করতে হবে ১০,৪৮,৫৭৬ টাকা। বাইশ-তম দিনে জমা করতে হবে ২০,৯৭,১৫২ টাকা। সেই হিসেবে তেইশ-তম দিনে জমাতে হবে ৪১,৯৪,৩০৪ টাকা। চব্বিশ-তম দিনে জমবে ৮৩,৮৮,৬০৮ টাকা।

এরপর মাসের সপ্তদশ দিনে জমাতে হবে ৬৫,৫৩৬ টাকা। অষ্টাদশ দিনে এবং উনিশ-তম দিনে জমাতে হবে যথাক্রমে ১,৩১,০৭২ টাকা এবং ২,৬২,১৪৪ টাকা। এবার কুড়ি-তম দিনে জমাতে হবে ৫,২৪,২৮৮ টাকা। একুশ-তম দিনে জমা করতে হবে ১০,৪৮,৫৭৬ টাকা। বাইশ-তম দিনে জমা করতে হবে ২০,৯৭,১৫২ টাকা। সেই হিসেবে তেইশ-তম দিনে জমাতে হবে ৪১,৯৪,৩০৪ টাকা। চব্বিশ-তম দিনে জমবে ৮৩,৮৮,৬০৮ টাকা।
এরপর পঁচিশ-তম দিনে জমা করতে হবে ৩,৩৫,৫৪,৪৩২ টাকা। ছাব্বিশ-তম দিনে জমা হবে ৬,৭১,০৮,৮৬৪ টাকা। সাতাশ-তম দিনে জমা করতে হবে ১৩,৪২,১৭,৭২৮ টাকা। আঠাশ-তম দিনে জমা করতে হবে ২,৬৮,৪৩৫,৪৫৬ টাকা। এই ভাবে মাসের একেবারে শেষে গিয়ে জমবে ৫৩,৬৮,৭০,৯১২ টাকা। গোটা মাস ধরে এই কায়দায় টাকা জমালে হয়ে যেতে পারেন প্রায় ৫৩ কোটি টাকার মালিক।
এরপর পঁচিশ-তম দিনে জমা করতে হবে ৩,৩৫,৫৪,৪৩২ টাকা। ছাব্বিশ-তম দিনে জমা হবে ৬,৭১,০৮,৮৬৪ টাকা। সাতাশ-তম দিনে জমা করতে হবে ১৩,৪২,১৭,৭২৮ টাকা। আঠাশ-তম দিনে জমা করতে হবে ২,৬৮,৪৩৫,৪৫৬ টাকা। এই ভাবে মাসের একেবারে শেষে গিয়ে জমবে ৫৩,৬৮,৭০,৯১২ টাকা। গোটা মাস ধরে এই কায়দায় টাকা জমালে হয়ে যেতে পারেন প্রায় ৫৩ কোটি টাকার মালিক।