চারদিনের ম্যাচের দলের অধিনায়ক সোহম পটবর্ধন। একদিনের সিরিজের ম্যাচ যথাক্রমে ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর হবে। দুটো চারদিনের ম্যাচ চেন্নাইতে। ৩০ সেপ্টেম্বর এবং ৭ অক্টোবর হবে ওই দুটো ম্যাচ।

‘আপনার বায়োপিক হলে কোন অভিনেতাকে দেখা যাবে?’ রাহুল দ্রাবিড়ের অবাক করা জবাব

এম এস ধোনির বায়োপিক হয়েছে। মহম্মদ আজহারুদ্দিনেরও হয়েছে। এবার যুবরাজ সিংয়ের বায়োপিক আসছে। কিন্তু রাহুল দ্রাবিড়ের কি বায়োপিক কি কখনও হবে?
এম এস ধোনির বায়োপিক হয়েছে। মহম্মদ আজহারুদ্দিনেরও হয়েছে। এবার যুবরাজ সিংয়ের বায়োপিক আসছে। কিন্তু রাহুল দ্রাবিড়ের কি বায়োপিক কি কখনও হবে?
এই প্রশ্নটাই রাহুল দ্রাবিড়কে করা হয়েছিল। আপনি কি আশা করছেন, কখনও আপনার বায়োপিক বড় পর্দায় দেখা যাবে! দ্রাবিড় এই কথা শুনে হেসে ফেললেন।
এই প্রশ্নটাই রাহুল দ্রাবিড়কে করা হয়েছিল। আপনি কি আশা করছেন, কখনও আপনার বায়োপিক বড় পর্দায় দেখা যাবে! দ্রাবিড় এই কথা শুনে হেসে ফেললেন।
রাহুল দ্রাবিড়কে আরও একটি প্রশ্ন করা হয়েছিল। আপনার বায়োপিক হলে নাম ভূমিকায় কোন নায়ককে দেখতে চান! এই কথার উত্তরে দ্রাবিড় যা বললেন, শুনে অবাক হয়ে যাবেন।
রাহুল দ্রাবিড়কে আরও একটি প্রশ্ন করা হয়েছিল। আপনার বায়োপিক হলে নাম ভূমিকায় কোন নায়ককে দেখতে চান! এই কথার উত্তরে দ্রাবিড় যা বললেন, শুনে অবাক হয়ে যাবেন।
রাহুল দ্রাবিড় মজা করে বলে গেলেন, যদি টাকার অঙ্কটা ভাল হয়, তা হলে আমার বায়োপিকে আমিই না হয় অভিনয় করব!
রাহুল দ্রাবিড় মজা করে বলে গেলেন, যদি টাকার অঙ্কটা ভাল হয়, তা হলে আমার বায়োপিকে আমিই না হয় অভিনয় করব!
ভারতীয় দলের টি-২০ বিশ্বকাপ জয়ে এবার তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ক্যাপ্টেন হিসেবে যে মাটিতে তিনি সাফল্য পাননি, সেখানেই কোচ হিসেবে তিনি সফল হলেন।
ভারতীয় দলের টি-২০ বিশ্বকাপ জয়ে এবার তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ক্যাপ্টেন হিসেবে যে মাটিতে তিনি সাফল্য পাননি, সেখানেই কোচ হিসেবে তিনি সফল হলেন।
দ্রাবিড় এদিন বলেন, এই জয় গোটা দেশের মানুষ উপভোগ করেছে, এটাই আমার কাছে সেরা পাওনা।
দ্রাবিড় এদিন বলেন, এই জয় গোটা দেশের মানুষ উপভোগ করেছে, এটাই আমার কাছে সেরা পাওনা।