RG Kar Case Update

TMC on RG Kar case: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে সিবিআইয়ের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল, কী বলল শাসকদল?

কলকাতা: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে এখনও দেশ জুড়়ে চলছে প্রতিবাদ। বিচারের দাবিতে এখনও নিয়মিত পথে নামছেন রাজ্যের বিভিন্ন অঞ্চলের মানুষ। সেই এলাকার মানুষ।

আরজি করের ঘটনার তদন্ত কলকাতা পুলিশের হাত থেকে গিয়েছে সিবিআইয়ের হাতে। এখন তদন্ত প্রক্রিয়া যাতে দ্রুত করা যায় সেই নিয়ে চাপ বাড়াচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল। আগে একই কায়দায় আরজি করের চিকিৎসক নির্যাতন এবং খুনের ঘটনায় বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে তৃণমূলকে। সেই একই অস্ত্রে এবার শান দিতে চলেছে শাসকদল।

আরও পড়ুন: মাঝরাতে জেলের মধ্যে পায়চারি, রবিবার পলিগ্রাফ টেস্টের আগেই মুখ খুলল সঞ্জয়?

রবিবার এক্স হ্যান্ডলে শাসকদলের তরফে একটি পোস্ট করা হয়, যেখানে ছবিতে লেখা হয়েছে, ‘সিবিআই তদন্তভার গ্রহণ করার পরে ১২ দিন, ২৮৮ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে, এবার বাংলা বিচার চাইছে’।

আরও পড়ুন: দেশের সবচেয়ে বড় ইনকাম ট্যাক্স রেইড, ১০ দিন ধরেও টাকা গোনা শেষ হয়নি! কত নগদ উদ্ধার হয় জানেন?

সেই সঙ্গে আরও প্রশ্ন তোলা হয়েছে, আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত শেষ করতে আরও কত সময় লাগবে সিবিআইয়ের? প্রসঙ্গত রাজ্য প্রথম থেকেই আরজি করের ঘটনা নিয়ে সিবিআই তদন্ত নিয়ে কোনও কোনও বিরোধিতা করেনি। তারপরে সিবিআই তদন্তভার নেওয়ার পরে আরজি কণ্ডে বিচার দেওয়ার দায়িত্ব কিছুটা হলেও সিবিআইয়ের, তাই সেই নিয়েই চাপ বাড়াচ্ছে সিবিআই।