আমাদের আশপাশে নানা ধরনের ফল এবং শাকসবজি পাওয়া যায়। যেগুলি সেবন করা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী বলে প্রমাণিত হতে পারে। তেমনই একটি ফল হল - পাহাড়ি শসা বা কাকড়ী। যা আজকাল বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। এর অনেক উপকারিতাও রয়েছে।

Cucumber: বাড়তি ওজন কমাতে, শরীর সুস্থ রাখতে রোজ খান এই খাবারটি, কোন খাবার জেনে নিন

জলের প্রয়োজনীয়তা মেটায়-  শসাতে প্রায় ৯০% জল ফলে তা শরীরে জলের ঘাটতি পূরণ করে দেয়। ফলে শরীরে ক্লান্তি দূর করে এই ফল।
জলের প্রয়োজনীয়তা মেটায়- শসাতে প্রায় ৯০% জল ফলে তা শরীরে জলের ঘাটতি পূরণ করে দেয়। ফলে শরীরে ক্লান্তি দূর করে এই ফল।
ওজনের সমস্যা দূর করে- অতিরিক্ত ক্যালরি ঝরিয়ে মেদ কমাতে সাহায্য করে এই ফল। ফলে, ওজন নিয়ন্ত্রণে আসে। এবং দেহে মেদ জমে না।
ওজনের সমস্যা দূর করে- অতিরিক্ত ক্যালরি ঝরিয়ে মেদ কমাতে সাহায্য করে এই ফল। ফলে, ওজন নিয়ন্ত্রণে আসে। এবং দেহে মেদ জমে না।
পুষ্টিতে পরিপূর্ণ- এই ফলটিতে ভিটামিন কে, ডি এবং প্রচুর মিনারেল থাকে ফলে শরীরের অনেক পুষ্টির ঘাটতি মেটাতেও তা সাহায্য করে।
পুষ্টিতে পরিপূর্ণ- এই ফলটিতে ভিটামিন কে, ডি এবং প্রচুর মিনারেল থাকে ফলে শরীরের অনেক পুষ্টির ঘাটতি মেটাতেও তা সাহায্য করে।
ডিঅক্সিফিকেশন- শরীরে যাবতীয় বর্জ্য পদার্থ বের করতে এই ফলের জুরি মেলা ভার। ডিঅক্সিফায়ার হিসাবে কাজ করে এই ফল।
ডিঅক্সিফিকেশন- শরীরে যাবতীয় বর্জ্য পদার্থ বের করতে এই ফলের জুরি মেলা ভার। ডিঅক্সিফায়ার হিসাবে কাজ করে এই ফল।
হার্ট ভাল রাখতে- হার্ট সুস্থ সবল রাখতে এই ফল অত্যন্ত উপযোগী। কারণ পুষ্টিকর এবং জল থাকায় তা রক্ত সঞ্চালনে সহায়তা করে ফলে হার্টও ভাল থাকে।
হার্ট ভাল রাখতে- হার্ট সুস্থ সবল রাখতে এই ফল অত্যন্ত উপযোগী। কারণ পুষ্টিকর এবং জল থাকায় তা রক্ত সঞ্চালনে সহায়তা করে ফলে হার্টও ভাল থাকে।