Money

Money Luck: ২৭ অগাস্ট হাতে টাকা আসবে? না খরচ হবে বেশি? জেনে নিন আগেভাগে

কলকাতা: আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

আর্থিক সমস্যায় বন্ধু-আত্মীয়রা পাশে থাকবেন।
প্রতিকার – অনুগ্রহ করে দেবী পার্বতীর আরাধনা করুন।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে।
প্রতিকার – অনুগ্রহ করে জপমালা সহযোগে ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ আর্থিক সমস্যায় ফেলবে।
প্রতিকার – অনুগ্রহ করে ব্রাহ্মণকে দান করুন।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

সাংসারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে।
প্রতিকার – অনুগ্রহ করে ক্ষুধার্তকে খেতে দিন।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

অতীতের অভিজ্ঞতা কাজে লাগালে আর্থিক লাভ হবে।
প্রতিকার – অনুগ্রহ করে শ্বেতচন্দনের তিলক ধারণ করুন।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

হাতে কিছু টাকা আসতে পারে।
প্রতিকার – অনুগ্রহ করে শ্বেত রেশম বস্ত্র দান করুন।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

আয় এবং ব্যয় দুই পাল্লা দিয়ে চলবে।
প্রতিকার – অনুগ্রহ করে শনিদেবের দর্শন এবং তাঁকে সরষের তেল নিবেদন করুন।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

আর্থিক লেনদেনে সতর্কতা কাম্য।
প্রতিকার – অনুগ্রহ করে সঙ্কনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

আটকে থাকা টাকা হাতে আসবে।
প্রতিকার – অনুগ্রহ করে রাতে ঘরে তৈরি শেষ রুটি কালো কুকুরকে নিবেদন করুন।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

ক্রোধ আর্থিক অনিষ্টের কারণ হতে পারে।
প্রতিকার – অনুগ্রহ করে দেবী সরস্বতীর আরাধনা করুন।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

আর্থিক প্রতিবন্ধকতায় পড়তে হবে।
প্রতিকার – অনুগ্রহ করে শ্রীকৃষ্ণের আরাধনা করুন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

আর্থিক প্রলোভন এড়িয়ে চলতে হবে।
প্রতিকার – অনুগ্রহ করে শ্রীগণেশকে লাড্ডু নিবেদন করুন।