মাস শুরু হতে আর দু'দিন বাকি। তাই আপনি কি আসন্ন সেপ্টেম্বর মাসের স্কুলের ছুটির লিস্ট খুঁজছেন? দেশে এই মাসে গণেশ চতুর্থী এবং ওনামের মতো উৎসব পালিত হয়ে থাকে তাই আগামী ছুটির হিসেবে কষছেন পড়ুয়ারাও।

১০ বছরের বাচ্চার স্কুল ব্যাগে পিস্তল, তারপর কী ঘটল? স্কুলে পুলিশ

দিল্লি: ক্লাস ৬-এর বাচ্চা, তার ব্যাগ থেকে কিনা বেরলো একটা আস্ত পিস্তল৷ তাতেই চমকে গিয়েছে শিক্ষকেরা৷ যদিও পিস্তলের ম্যাগাজিন খালিই ছিল৷

দিল্লির নাফাজগড়ে এক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে৷ ১০ বছর বয়সি এক বাচ্চা খেলার ছলে পিস্তলটি বের করে৷ আর তাতেই ভয় পেয়ে যায় স্কুল কতৃপক্ষেরা৷ খবর পেয়ে আসে পুলিশ৷ শিশুটির মাকেও ডাকা হয়৷

আরও পড়ুন: ফের রেল দুর্ঘটনা! দু’ভাগে ভাগ হয়ে গেল চলন্ত ট্রেন, আতঙ্কে কাঁটা যাত্রীরা

স্কুলে পৌঁছে পুলিশ বাচ্চা ব্যাগ থেকে এই পিস্তলটি উদ্ধার করে৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই পিস্তলটি বাচ্চাটির বাবার নামে লাইসেন্স প্রাপ্ত৷ পিস্তলে কোনও ম্যগাজিন ছিল না৷ তাই আশঙ্কার কিছু নয় বলেই আশ্বস্ত করেন তাঁরা৷

আরও পড়ুন: মাঝরাতে জেলের মধ্যে পায়চারি, রবিবার পলিগ্রাফ টেস্টের আগেই মুখ খুলল সঞ্জয়?

শিশুটির মা জানায়, তাঁর স্বামী কয়েকমাস আগে মারা গিয়েছেন৷ এই পিস্তলটি তাঁর স্বামীর৷ পিস্তলটি সেইদিনই থানায় জমা দেওয়ার কথা ছিল৷ সেই কারণেই পিস্তলটি বাইরে রাখা ছিল৷

শিশুটি খেলনাবন্দুক ভেবে স্কুলে নিয়ে চলে এসেছে৷ পুলিশ ইতিমধ্যেই যাচাই করে দেখেছে, বন্দুকটি বৈধই৷ পুলিশের কাছে শিশুটির মা বন্দুকটি জমা দিয়ে দিয়েছেন৷