Tag Archives: Child

Bangla Video: ঠোঁটের ডগায় গীতার সব শ্লোক, মাত্র ৪ বছর বয়সেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন কৃষ্ণভক্ত ভাগবত দাস ব্রহ্মচারী

পশ্চিম বর্ধমান: আর পাঁচটা বছর চারেকের শিশু যা করে তিনি তা করেন না। কচি বয়সে হাই, হ্যালোর বদলে এই খুদের মুখে সবসময় শোনা যায় কৃষ্ণ নাম। কৃষ্ণভক্ত চার বছরের এই বালক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তার প্রত্যেকটি ভিডিওতে থাকে মিলিয়ন ভিউ। দেশের মাটি ছাড়িয়ে কৃষ্ণ নামের প্রচারে এই ছোট্ট বালক ইতিমধ্যেই বিদেশেও ঘুরে এসেছে। বৃন্দাবনের সেই বিস্ময় বালক ভাগবত দাস ব্রহ্মচারী এবার এই বাংলায়।

আসানসোলে গেলেই দেখা পাবেন মাত্র চার বছর বয়সের স্বনামধন্য কৃষ্ণভক্ত ভাগবত দশ ব্রহ্মচারীর। ২০২০ সালে মথুরায় জন্মগ্রহণ করে। বাবা-মা দুজনেই কৃষ্ণভক্ত। তাঁদের হাত ধরেই একেবারে ছোটবেলা থেকে কৃষ্ণপ্রেম শুরু এই খুদের। বর্তমানে ভগবত দাস ব্রহ্মচারী গৌরাঙ্গ ইনস্টিটিউট ফর বৈদিক শিক্ষার গুরুকুলে অধ্যায়নরত। এই চার বছর বয়সেই সে অবলীলায় বলে দিতে পারে গীতার বিভিন্ন কঠিন কঠিন শ্লোক। পুরোপুরি সনাতন ধর্মের প্রাচীন রীতি অনুসরণ করে জীবন যাপন করে এই বালক।

আরও পড়ুন: টাইম কল থাকলেও এই গ্রামের মানুষ পরম তৃপ্তিতে পুকুরের জল পান করে!

ভগবত দাস ব্রহ্মচারী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার একজন তারকা হয়ে উঠেছে। খুব অল্প সময়ের মধ্যে পরিচিতি ছড়িয়ে পড়েছে গোটা দেশজুড়ে। এই বিস্ময় বালককে দেখতে বহু মানুষ ছুটে আসেন। কথা শুনতে পছন্দ করেন বহু মানুষ। সেই কৃষ্ণভক্তের এবার দেখা পাবেন আসানসোলে গেলেই। সৌজন্যে আসানসোলের ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়।

আসানসোলের ভাস্কর্য শিল্পে সুশান্ত রায় তাঁর ওয়াক্স মিউজিয়ামে তৈরি করে ফেলেছেন ভাগবত দাস ব্রহ্মচারীর একটি মোমের মূর্তি। যা সদ্য দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও দেখেই এই মূর্তি তৈরি সিদ্ধান্ত নিয়েছিলেন সুশান্তবাবু। তারপর দেড় মাস সময় লেগেছে খুদে কৃষ্ণভক্তের মূর্তি তৈরি করতে। যা বর্তমানে এই ওয়াক্স মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এই কৃষ্ণ ভক্তের মূর্তি তৈরি করতে পেরে শিল্পী নিজেও ভীষণ খুশি।

নয়ন ঘোষ

Child: তিন বছরের ছোট্ট শিশু আটকে গাড়িতে, বাবা-মা বিয়েবাড়িতে ব‍্যস্ত! ঘন্টাখানেক ছটপট করতে করতে…মর্মান্তিক মৃত‍্যু

রাজস্থান: গাড়ির মধ‍্যে বন্দি অবস্থায় মত‍্যু ৩ বছরের শিশু কন‍্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটাতে। বাবা মা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সন্তানকে গাড়িতে লক করা অবস্থায় তারপরেই শ্বাসরোধ হয়ে মৃত‍্যু হয় ওই শিশুর।

দেশের একটি সর্বভারতীয় সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বুধবার সন্ধ‍্যে নাগাদ ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর বাবার নাম প্রদীপ নাগার। জানা গিয়েছে, প্রদীপ নাগার স্ত্রী ও দুই কন‍্যা সন্তানকে সঙ্গে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন।

সেখানেই প্রদীপ নাগার ও তাঁর স্ত্রী এবং বড় মেয়ে গাড়ি থেকে নেমে বিয়ে বাড়িতে চলে যান। সকলেই গাড়ি থেকে নেমে গিয়েছে ভেবে গাড়ি লক করে দেন প্রদীপ। কিন্তু গাড়িতে থেকে যায় ছোট মেয়ে।

আরও পড়ুন: সায়নী ঘোষকে ঘিরে চাঞ্চল্য, প্রচারের সময়ই ঘটল বড় ঘটনা! দৌড়ে এলেন কর্মীরা

বিয়ের অনুষ্ঠানে কিছুক্ষণ কাটানোর পর বাবা মা বুঝতে পারেন সঙ্গে আসেনি তাঁদের ছোট মেয়ে। এরপরেই ছোট মেয়েকে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। প্রায় ২ ঘণ্টা পর গাড়ির মধ‍্যে অচেতন অবস্থায় পাওয়া যায় শিশুকে। স্থানীয় চিকিত্‍সা কেন্দ্রে তাকে চিকিত্‍সার জন‍্য নিয়ে হলে চিকিত্‍সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর বাবা-মা ময়নাতদন্ত করতে অস্বীকার করেছে এবং পুলিশ মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা গিয়েছে।

Mother Throws Child Into Crocodile-Infested Canal: মূক ও বধির ৬ বছরের সন্তানকে কুমিরের মুখে ছুড়ে দিল মা! শিশুর পরিণতিতে শিউরে উঠবেন

কর্নাটক: মর্মান্তিক বললেও বোধহয় কম। দাম্পত্য কলহের বলি হতে হল নিরপরাধ শিশুকে। অভিযোগ, স্বামীর সঙ্গে ঝগড়ার পর ৬ বছরের মূক ও বধির সন্তানকে কুমির ভর্তি খালে ছুড়ে ফেলে দিল যুবতী। এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কর্নাটকের উত্তর কন্নড় জেলার হালামাড়ি গ্রামে।

এই গ্রামের বাসিন্দা রবি কুমারের সঙ্গে তাঁর স্ত্রী সাবিত্রীর ঝগড়া বিবাদ লেগেই থাকত বলে জানিয়েছেন পড়শিরা। বেশির ভাগ সময়েই দাম্পত্য বিবাদের মূল কারণ থাকত তাঁদের একমাত্র সন্তান বিনোদের মূক ও বধিরতা।

আরও পড়ুন : প্রকাশিত এ বছরের ICSE পরীক্ষার ফল, ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা, জানুন বাংলার পরীক্ষার্থীদের সাফল্য

রবিবার সকালে কুমিরের মুখ থেকে হতভাগ্য শিশুর আধখাওয়া দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের রিপোর্ট থেকে জানা গিয়েছে নিথর শিশুর দেহে কামড়ানোর চিহ্ন ছিল সর্বত্র। তার ডান হাতটিও ছিল না।

মৃত শিশুর মা ৩৬ বছর বয়সি সাবিত্রী পরিচারিকার কাজ করেন। তাঁর স্বামী রবি (৩৬) পেশায় রাজমিস্ত্রি। শিশুর মৃত্যুতে গ্রেফতার করা হয়েছে দু’জনকেই। তাঁদের ১৪ দিন জেল হেফাজতে রাখা হয়েছে।

ICDS Centre: অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্র না পার্টি অফিস? খোলা আকাশের নিচেই শিশুদের রান্না

দক্ষিণ ২৪ পরগনা: খোলা আকাশের নিচে রান্না হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। ১৭৫ জন শিশু ও গর্ভবতী মহিলার খাবার প্রতিদিন এভাবেই অস্বাস্থ্যকর উপায়ে রান্না করা হয়। ঘটনাটি বারুইপুরের। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির বেহাল দশার কথা জানাজানি হতে শোরগোল পড়ে গিয়েছে।।

রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা গিয়েছে আইসিডিএস সেন্টারগুলির বেহাল দশার ছবি। কখনও খাবারের মধ্যে কোন‌ও বিষাক্ত জিনিস পড়ে আছে, আবার কখনও কখনও খারাপ খাবার দেওয়া নিয়ে বিভিন্ন সময় গন্ডগোলের ছবি উঠে আসে। আর এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফরিদপুর আইসিডিএস সেন্টারের বেহাল ছবি ধরা পরল। এখানে ঢোকার সময় মনে হতেই পারে এটা শাসক দলের দলীয় কার্যালয় বুঝি!

আর‌ও পড়ুন: ভারতীয় ভূখণ্ডে পরাধীনের মত বসবাস! তবু ভোট দেয় গদাইচর

আইসিডিএস সেন্টারের নামের পাশেই জ্বলজ্বল করছে শাসক দলের প্রতীক চিহ্ন। ভিতরে দুটি ঘর রয়েছে। ঘরের মধ্যে পাখা থাকলেও নেই কোন‌ও আলোর ব্যবস্থা। তাই ঘরের ভিতরটা প্রায় অন্ধকার বললেই চলে। তারপর আসা যাক আইসিডিএস সেন্টারের রান্নাঘরে। রান্নাঘরে উনুন আছে, কিন্তু নেই মাথার ছাদ। খোলা আকাশের নিচেই রান্না করতে হয় এখানকার কর্মীদের। ফলে যে কোন‌ও মুহূর্তেই রান্না হওয়ার সময় খাবারের মধ্যে বিষাক্ত কিছু পড়ার সম্ভাবনা আছে।

দীর্ঘ ৬ মাস ধরে এভাবেই খোলা আকাশের নিচে রান্না হচ্ছে। বিষয়টি পঞ্চায়েতকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। লোকসভা ভোটের মুখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এমন বেহাল ও বিপজ্জনক অবস্থা নিয়ে স্বভাবত‌ই আলোচনা শুরু হয়েছে।

সুমন সাহা

Parenting Tips: আপনার এই ৩ ভুলের মাশুল গুনছে নিজের সন্তান, আজই বদলান নিজের জীবনযাত্রা! বাচ্চা হবে চনমনে

আজকের দ্রুত গতির জীবন এবং মুদ্রাস্ফীতিতে বাবা-মা বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকেন। এই ব্যস্ততা তাদের সন্তানদের উপর বেশি প্রভাব ফেলে। বাবা-মা যখন তাদের সন্তানদের সময় দিতে পারেন না, তখন তাদের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়।

আজকের দ্রুত গতির জীবন এবং মুদ্রাস্ফীতিতে বাবা-মা বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকেন। এই ব্যস্ততা তাদের সন্তানদের উপর বেশি প্রভাব ফেলে। বাবা-মা যখন তাদের সন্তানদের সময় দিতে পারেন না, তখন তাদের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়।
বিভ্রান্তি এবং উদ্বেগ:শিশুরা যখন তাদের বাবা-মাকে কম দেখে বা তাদের সঙ্গে বেশি সময় কাটাতে পারে না, তখন তারা উদ্বিগ্ন হতে শুরু করে। তারা ভয় পায় যে হয়তো তাদের বাবা-মা তাদের যত্ন নেবেন না বা তাদের একা ছেড়ে দেবেন।
বিভ্রান্তি এবং উদ্বেগ:
শিশুরা যখন তাদের বাবা-মাকে কম দেখে বা তাদের সঙ্গে বেশি সময় কাটাতে পারে না, তখন তারা উদ্বিগ্ন হতে শুরু করে। তারা ভয় পায় যে হয়তো তাদের বাবা-মা তাদের যত্ন নেবেন না বা তাদের একা ছেড়ে দেবেন।
এই উদ্বেগ তাদের কষ্ট দিতে পারে এবং ভয় তাদের হৃদয়ে বসতি স্থাপন করতে পারে। এই ভয় তাদের মনের গভীরে ডুবে যায় এবং তাদের আরও একাকী এবং চিন্তিত করে তোলে। এই ধরনের উদ্বেগ তাদের দৈনন্দিন আচরণ এবং আনন্দকেও প্রভাবিত করে।
এই উদ্বেগ তাদের কষ্ট দিতে পারে এবং ভয় তাদের হৃদয়ে বসতি স্থাপন করতে পারে। এই ভয় তাদের মনের গভীরে ডুবে যায় এবং তাদের আরও একাকী এবং চিন্তিত করে তোলে। এই ধরনের উদ্বেগ তাদের দৈনন্দিন আচরণ এবং আনন্দকেও প্রভাবিত করে।
আচরণগত সমস্যাযখন শিশুরা মনে করে যে কেউ তাদের যত্ন নিচ্ছে না বা তাদের প্রতি মনোযোগ দিচ্ছে না, তখন তারা প্রায়ই দুঃখ বা রাগান্বিত বোধ করতে পারে। এটি তাদের অনুভূতি প্রকাশ করার জন্য অনুপযুক্ত উপায় অবলম্বন করতে পারে, যেমন একগুঁয়ে হওয়া, চিৎকার করা বা বিপরীতমুখী আচরণ করা।
আচরণগত সমস্যা
যখন শিশুরা মনে করে যে কেউ তাদের যত্ন নিচ্ছে না বা তাদের প্রতি মনোযোগ দিচ্ছে না, তখন তারা প্রায়ই দুঃখ বা রাগান্বিত বোধ করতে পারে। এটি তাদের অনুভূতি প্রকাশ করার জন্য অনুপযুক্ত উপায় অবলম্বন করতে পারে, যেমন একগুঁয়ে হওয়া, চিৎকার করা বা বিপরীতমুখী আচরণ করা।
মনোযোগ পেতে, এই শিশুরা মাঝে মাঝে এমন কিছু করে যা স্বাভাবিক নয়। তাদের এই আচরণ কেবল তাদের আরও বেশি চাপের মধ্যে ফেলতে পারে না তবে পরিবার এবং বন্ধুদের সাথে তাদের সম্পর্ককেও প্রভাবিত করতে পারে।
মনোযোগ পেতে, এই শিশুরা মাঝে মাঝে এমন কিছু করে যা স্বাভাবিক নয়। তাদের এই আচরণ কেবল তাদের আরও বেশি চাপের মধ্যে ফেলতে পারে না তবে পরিবার এবং বন্ধুদের সাথে তাদের সম্পর্ককেও প্রভাবিত করতে পারে।
খারাপ সামাজিক আচরণ:শিশুরা যখন তাদের পিতামাতার সাথে সময় কাটায়, তখন তারা শিখে যে কীভাবে অন্যদের সাথে ভালভাবে চলতে হয়। কিন্তু এই সময় শিশুরা না পেলে তাদের সামাজিক দক্ষতা কমে যেতে পারে। এটি তাদের পক্ষে অন্যদের সাথে মেলামেশা করা এবং সঠিকভাবে আচরণ করা কঠিন করে তুলতে পারে।
খারাপ সামাজিক আচরণ:
শিশুরা যখন তাদের পিতামাতার সাথে সময় কাটায়, তখন তারা শিখে যে কীভাবে অন্যদের সাথে ভালভাবে চলতে হয়। কিন্তু এই সময় শিশুরা না পেলে তাদের সামাজিক দক্ষতা কমে যেতে পারে। এটি তাদের পক্ষে অন্যদের সাথে মেলামেশা করা এবং সঠিকভাবে আচরণ করা কঠিন করে তুলতে পারে।

Child Using Slang Language: সন্তান হঠাৎ গালিগালাজ শিখেছে? কথা বলছে অশ্রাব্য ভাষায়? অভিভাবক হিসেবে আপনার কী করা উচিত জানুন

সন্তান মানুষ করা মোটেই সহজ নয়। সন্তানকে ঠিক ভাবে মানুষ করতে প্রচুর ত্যাগ স্বীকার করতে হয় বাবা-মাকে। বিভিন্ন বিষয়ে সন্তানকে যেমন জানাতে হয়, তেমনই অনেক বিষয় আছে যা ভুলেও সন্তানের সামনে বলতে বা করতে নেই। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
সন্তান মানুষ করা মোটেই সহজ নয়। সন্তানকে ঠিক ভাবে মানুষ করতে প্রচুর ত্যাগ স্বীকার করতে হয় বাবা-মাকে। বিভিন্ন বিষয়ে সন্তানকে যেমন জানাতে হয়, তেমনই অনেক বিষয় আছে যা ভুলেও সন্তানের সামনে বলতে বা করতে নেই। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
অনেক সময়ই দেখা যায় ছোট ছেলে বা মেয়ের মুখে অশ্রাব্য ভাষা। চলতি কথায় যাকে আমরা গালাগালি বলে থাকি, তারই কোনও একটি বা কয়েকটি শব্দ শিখে ফেলেছে সন্তান।
অনেক সময়ই দেখা যায় ছোট ছেলে বা মেয়ের মুখে অশ্রাব্য ভাষা। চলতি কথায় যাকে আমরা গালাগালি বলে থাকি, তারই কোনও একটি বা কয়েকটি শব্দ শিখে ফেলেছে সন্তান।
অভিভাবক হিসেবে আপনিও কি আপনার সন্তানের মুখের ভাষা নিয়ে চিন্তিত? কী করবেন এমন অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হলে? জানুন
অভিভাবক হিসেবে আপনিও কি আপনার সন্তানের মুখের ভাষা নিয়ে চিন্তিত? কী করবেন এমন অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হলে? জানুন
খেয়াল রাখুন আপনার সন্তান ঠিক কোন সময়ে খারাপ শব্দ বা অশ্রাব্য ভাষা বলছে। খেলার সময় বা রেগে গিয়ে সহপাঠীদের নামে খারাপ বলছে?
খেয়াল রাখুন আপনার সন্তান ঠিক কোন সময়ে খারাপ শব্দ বা অশ্রাব্য ভাষা বলছে। খেলার সময় বা রেগে গিয়ে সহপাঠীদের নামে খারাপ বলছে?
যদি তাই হয়, তাহলে আপনাকে সন্তানের এই অভ্যেস নিয়ে ভাবতে হবে। তবে রেগে গেলে হবে না।
যদি তাই হয়, তাহলে আপনাকে সন্তানের এই অভ্যেস নিয়ে ভাবতে হবে। তবে রেগে গেলে হবে না।
সন্তান কেন অশ্লীল ভাষা বলছে এই প্রশ্নের উত্তর জানতে আগে ভাবতে হবে তার বয়স কত। ছোটরা যা শোনে, সেটাই কিন্তু সবার আগে শিখে ফেলে। স্কুলের পাশাপাশি, বাড়িতেও মা-বাবা বা অন্য আত্মীয়রা কীভাবে কথা বলেন তা ভাবতে হবে।
সন্তান কেন অশ্লীল ভাষা বলছে এই প্রশ্নের উত্তর জানতে আগে ভাবতে হবে তার বয়স কত। ছোটরা যা শোনে, সেটাই কিন্তু সবার আগে শিখে ফেলে। স্কুলের পাশাপাশি, বাড়িতেও মা-বাবা বা অন্য আত্মীয়রা কীভাবে কথা বলেন তা ভাবতে হবে।
যেমন শব্দ সে শোনে, সেগুলোই শিশুরা নকল করার চেষ্টা করে। ফলে অনেক সময়ই মানে না বুঝেই এর মধ্যে বিশেষ কোনও মজা লুকিয়ে রয়েছে ভেবে গালাগালি শব্দ ব্যবহার করে। সেক্ষেত্রে আপনি আলাদা করে সেই শব্দ নিয়ে কোনও নির্দেশ সন্তানকে দেবেন না।
যেমন শব্দ সে শোনে, সেগুলোই শিশুরা নকল করার চেষ্টা করে। ফলে অনেক সময়ই মানে না বুঝেই এর মধ্যে বিশেষ কোনও মজা লুকিয়ে রয়েছে ভেবে গালাগালি শব্দ ব্যবহার করে। সেক্ষেত্রে আপনি আলাদা করে সেই শব্দ নিয়ে কোনও নির্দেশ সন্তানকে দেবেন না।
আপনি যখনই 'এটা বোলো না' বলবেন, তখনই তার আরও আকর্ষণ বাড়বে সেটির প্রতি। ফলে বিষয়টি এড়িয়ে যান, কিছুদিন পর সেটি সে নিজেই ভুলে যাবে।
আপনি যখনই ‘এটা বোলো না’ বলবেন, তখনই তার আরও আকর্ষণ বাড়বে সেটির প্রতি। ফলে বিষয়টি এড়িয়ে যান, কিছুদিন পর সেটি সে নিজেই ভুলে যাবে।
সন্তান যদি একটু বড় হয়, যেমন-৮ থেকে ১৪ বছর। তাদেরকে এই শব্দ ব্যবহার ঠিক নয় তা বুঝিয়ে বলতে পারেন।
সন্তান যদি একটু বড় হয়, যেমন-৮ থেকে ১৪ বছর। তাদেরকে এই শব্দ ব্যবহার ঠিক নয় তা বুঝিয়ে বলতে পারেন।
যদি সন্তান কারও সঙ্গে খারাপ ব্যবহার করে, তাকে ক্ষমা চাইতে শেখান। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
যদি সন্তান কারও সঙ্গে খারাপ ব্যবহার করে, তাকে ক্ষমা চাইতে শেখান। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Most Beautiful Smile: মুঠো মুঠো মুক্তো হাসিতে…! পৃথিবীর সবথেকে ‘সুন্দর হাসি’ এই শিশুর! কোঁকড়ানো চুল, নীল চোখ, ঠিক যেন জ্যান্ত ‘পুতুল’

শিশু মুখ দেখলে মন ভাল হয়ে যায়। আসলে শিশু মাত্রেই সুন্দর। পথচলতি রাস্তাঘাটে, ট্রেনে বাসে আমাদের চোখে পড়ে যায় এমন শিশু যাঁদের দিক থেকে চোখ ফেরানোই মুশকিল হয়ে যায়। প্রাণবন্ত, ঝলমলে, নির্মল এমনই হয় শিশুরা।
শিশু মুখ দেখলে মন ভাল হয়ে যায়। আসলে  শিশু  মাত্রেই সুন্দর। পথচলতি রাস্তাঘাটে, ট্রেনে বাসে আমাদের চোখে পড়ে যায় এমন শিশু যাঁদের দিক থেকে চোখ ফেরানোই মুশকিল হয়ে যায়। প্রাণবন্ত, ঝলমলে, নির্মল এমনই হয় শিশুরা।
কিন্তু তার মধ্যেও একেকটা বাচ্চা এমন থাকে যাদের দেখলে আজীবন মনে থেকে যায় সেই হাসি। আমরা মনে মনে বলে উঠি, "আহা কী কিউট!" হাসতে হাসতে মন কেড়ে নেয় সেই শিশুরা।
কিন্তু তার মধ্যেও একেকটা বাচ্চা এমন থাকে যাদের দেখলে আজীবন মনে থেকে যায় সেই হাসি। আমরা মনে মনে বলে উঠি, “আহা কী কিউট!” হাসতে হাসতে মন কেড়ে নেয় সেই শিশুরা।
তেমনই একটি বাচ্চা বিশ্বের সেরা সুন্দর শিশুর তকমা পেয়েছে। 'ওয়ার্ল্ডস কিউটেস্ট কিড' শিরোপা পাওয়া এই কন্যার নাম, অনাহিতা হাশেমজাহে। গায়ের রং রোদ্দুরের মতো উজ্জ্বল, টোল পড়া দুই গালে গোলাপী আভা, নীল চোখ, কোকড়ানো চুল। ভগবান যেন পরম যত্নে গড়েছেন এই ছোট্ট মেয়েটিকে।
তেমনই একটি বাচ্চা বিশ্বের সেরা সুন্দর শিশুর তকমা পেয়েছে। ‘ওয়ার্ল্ডস কিউটেস্ট কিড’ শিরোপা পাওয়া এই কন্যার নাম, অনাহিতা হাশেমজাহে। গায়ের রং রোদ্দুরের মতো উজ্জ্বল, টোল পড়া দুই গালে গোলাপী আভা, নীল চোখ, কোকড়ানো চুল। ভগবান যেন পরম যত্নে গড়েছেন এই ছোট্ট মেয়েটিকে।
দেবশিশুর মতো স্বর্গীয় এই মেয়ে অনাহিতার জন্ম ২০১৬ সালে ইরানের ইস্পাহানে। একবার অনাহিতার মা তার ছবি নেট মাধ্যমে শেয়ার করে। তারপরই সমাজমাধ্যমে সবার নজর কেড়েছে এই মেয়ে। মুহূর্তে ভাইরাল গার্ল হয়ে যায় অনাহিতা।
দেবশিশুর মতো স্বর্গীয় এই মেয়ে অনাহিতার জন্ম ২০১৬ সালে ইরানের ইস্পাহানে। একবার অনাহিতার মা তার ছবি নেট মাধ্যমে শেয়ার করে। তারপরই সমাজমাধ্যমে সবার নজর কেড়েছে এই মেয়ে। মুহূর্তে ভাইরাল গার্ল হয়ে যায় অনাহিতা।
মুক্তো ঝরা মিষ্টি হাসি, স্বপ্নিল চোখ আর বাদামী চুল দেখে সবাই মুগ্ধ। এমন স্বর্গীয় সৌন্দর্য দেখে চোখ সরাতে পারেন না নেটিজেনরা। নিমেষে ঝড়ের গতিতে বেড়েছে জনপ্রিয়তা। সাড়া ফেলেছে নেটপাড়ায়।
মুক্তো ঝরা মিষ্টি হাসি, স্বপ্নিল চোখ আর বাদামী চুল দেখে সবাই মুগ্ধ। এমন স্বর্গীয় সৌন্দর্য দেখে চোখ সরাতে পারেন না নেটিজেনরা। নিমেষে ঝড়ের গতিতে বেড়েছে জনপ্রিয়তা। সাড়া ফেলেছে নেটপাড়ায়।
শিশুরা সবসময়ই মন ভাল করে দেয় তাদের আধো কথা আর নরম কোমল স্পর্শে। তাই বাচ্চাদের ছবি বা ভিডিও দেখলে মন ভাল হয়ে যায় দিনের শেষে। অনাহিতার তেমনই এক শিশু। তাই অচিরেই তাঁকে মডেল হিসেবেও দেখা যায়।
শিশুরা সবসময়ই মন ভাল করে দেয় তাদের আধো কথা আর নরম কোমল স্পর্শে। তাই বাচ্চাদের ছবি বা ভিডিও দেখলে মন ভাল হয়ে যায় দিনের শেষে। অনাহিতার তেমনই এক শিশু। তাই অচিরেই তাঁকে মডেল হিসেবেও দেখা যায়।
খিলখিল হাসিতেই যেন নেটিজেনদের হৃদয় চুরি করেছে এই মেয়ে। অনাহিতার টোল পড়া হাসি দেখে নেটিজেনদের অনেকেরই অভিনেত্রী প্রীতি জিন্টার কথা মনে পড়ে। কেউ কেউ অনাহিতাকে বাচ্চা প্রীতি জিন্টা বলেও ডাকেন।
খিলখিল হাসিতেই যেন নেটিজেনদের হৃদয় চুরি করেছে এই মেয়ে। অনাহিতার টোল পড়া হাসি দেখে নেটিজেনদের অনেকেরই অভিনেত্রী প্রীতি জিন্টার কথা মনে পড়ে। কেউ কেউ অনাহিতাকে বাচ্চা প্রীতি জিন্টা বলেও ডাকেন।
মাঝে ২০২১ সালে অনাহিতার করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়াতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুগামীরা। পরে মেয়েটির মা ইনস্টাগ্রাম হ্যাক হওয়ার কথা জানিয়ে ভুয়ো খবর উড়িয়ে দেন। তার মেয়েকে ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।
মাঝে ২০২১ সালে অনাহিতার করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়াতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুগামীরা। পরে মেয়েটির মা ইনস্টাগ্রাম হ্যাক হওয়ার কথা জানিয়ে ভুয়ো খবর উড়িয়ে দেন। তার মেয়েকে ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।
ছোট হলে কী হবে, ইতিমধ্যেই এই ছোট্ট পরীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। অ্যাকাউন্টটি অনাহিতার মা দেখাশোনা করেন। প্রায় রোজই সেখানে মেয়ের ছবি বা ভিডিও আপলোড করেন তিনি। সেখানে তার ফ্যান ফলোয়ার্স সংখ্যা হু হু করে বাড়ছে।
ছোট হলে কী হবে, ইতিমধ্যেই এই ছোট্ট পরীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। অ্যাকাউন্টটি অনাহিতার মা দেখাশোনা করেন। প্রায় রোজই সেখানে মেয়ের ছবি বা ভিডিও আপলোড করেন তিনি। সেখানে তার ফ্যান ফলোয়ার্স সংখ্যা হু হু করে বাড়ছে।
সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলা মেয়েটির ভিডিও ২০১৯ সালে শেয়ার করেছিলেন লাদাখের সাংসদ জামিয়াং সেরিং। টিউটারে অনাহিতা হাশেমজাদেহর একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলা মেয়েটির ভিডিও ২০১৯ সালে শেয়ার করেছিলেন লাদাখের সাংসদ জামিয়াং সেরিং। টিউটারে অনাহিতা হাশেমজাদেহর একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছিলেন তিনি।
ভাইরাল হওয়া এই ভিডিওতে অনাহিতাকে তার সুন্দর হাসি ছড়িয়ে দিতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে জামিয়াং সেরিং লিখেছিলেন – এটিই আমার দেখা সবচেয়ে সুন্দর কিছু যা আজ আমি ইন্টারনেট ,মাধ্যমে প্রথম দেখলাম।"
ভাইরাল হওয়া এই ভিডিওতে অনাহিতাকে তার সুন্দর হাসি ছড়িয়ে দিতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে জামিয়াং সেরিং লিখেছিলেন – এটিই আমার দেখা সবচেয়ে সুন্দর কিছু যা আজ আমি ইন্টারনেট ,মাধ্যমে প্রথম দেখলাম।”
গোটা বিশ্বে সবচেয়ে সুন্দর শিশু হিসাবে অচিরেই বিখ্যাত হয়ে যায় অনাহিতা। বর্তমানে অনাহিতা একজন বেবি মডেল। অনেক পেশাদার ফটোগ্রাফার তার ফটোশুট করতে থাকেন আর সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে।
গোটা বিশ্বে সবচেয়ে সুন্দর শিশু হিসাবে অচিরেই বিখ্যাত হয়ে যায় অনাহিতা। বর্তমানে অনাহিতা একজন বেবি মডেল। অনেক পেশাদার ফটোগ্রাফার তার ফটোশুট করতে থাকেন আর সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে।
অনাহিতার বয়স এখন মাত্র ৮ বছর। তবে আজও গুগলে 'ওয়ার্ল্ড কিউটেস্ট বেবি' 'ওয়ার্ল্ড কিউটেস্ট কিড' সার্চ করলেই তার নাম উঠে আসে। এই মেয়েকেই সবাই চেনে বিশ্বের সবথেকে মিষ্টি হাসির, সবথেকে সুন্দর শিশু মুখ হিসেবে।
অনাহিতার বয়স এখন মাত্র ৮ বছর। তবে আজও গুগলে ‘ওয়ার্ল্ড কিউটেস্ট বেবি’ ‘ওয়ার্ল্ড কিউটেস্ট কিড’ সার্চ করলেই তার নাম উঠে আসে। এই মেয়েকেই সবাই চেনে বিশ্বের সবথেকে মিষ্টি হাসির, সবথেকে সুন্দর শিশু মুখ হিসেবে।

Children Lying Tendency: সন্তানের ঠোঁটের ডগায় মিথ্যে কথা? এত মিথ্যে বলার প্রয়োজন পড়ছে কেন আপনার শিশুর, কখনও ভেবেছেন? জানুন

আপনার সন্তানের মুখে কি মিথ্যে কথার ফুলঝুরি? চোখে-মুখে ঠোঁটের ডগায় মিথ্যে লেগে থাকে? সাবধান হোন। এক্ষেত্রে কিন্তু কড়া শাসন করলে চলবে না, মারধোর করা তো নয়ই! ভুলে গেলে চলবে না যে বড় আর ছোটদের জগতের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। (প্রতীকী ছবি) (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আপনার সন্তানের মুখে কি মিথ্যে কথার ফুলঝুরি? চোখে-মুখে ঠোঁটের ডগায় মিথ্যে লেগে থাকে? সাবধান হোন। এক্ষেত্রে কিন্তু কড়া শাসন করলে চলবে না, মারধোর করা তো নয়ই! ভুলে গেলে চলবে না যে বড় আর ছোটদের জগতের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। (প্রতীকী ছবি) (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
মিথ্যা কথা বলাটা অপরাধ, কিন্তু শিশুদের কাছে ওই সাদাকালোর বিভাজনটা অন্য রকম। অনেক শিশুই অকারণ মিথ্যে বলে। কিন্তু এর পাশাপাশি প্রত্যেক অভিভাবককে ভাবতে হবে যে, হঠাৎ করে শিশুর মিথ্যে কথা বলার প্রয়োজন পড়ছে কেন সেদিকটাও। (প্রতীকী ছবি)
মিথ্যা কথা বলাটা অপরাধ, কিন্তু শিশুদের কাছে ওই সাদাকালোর বিভাজনটা অন্য রকম। অনেক শিশুই অকারণ মিথ্যে বলে। কিন্তু এর পাশাপাশি প্রত্যেক অভিভাবককে ভাবতে হবে যে, হঠাৎ করে শিশুর মিথ্যে কথা বলার প্রয়োজন পড়ছে কেন সেদিকটাও। (প্রতীকী ছবি)
শিশুদের বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যে সমস্যাগুলি অভিভাবকরা মূলত সম্মুখীন হন, তার মধ্যে সন্তানের মিথ্যা কথা বলা খুবই সাধারণ, কিন্তু অবশ্যই চিন্তার। মনোবিদদের মতে, বকুনির ভয়ে মিথ্যা বলা দিয়েই এই অভ্যাস বাসা বাঁধে শিশুদের স্বভাবে। (প্রতীকী ছবি)
শিশুদের বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যে সমস্যাগুলি অভিভাবকরা মূলত সম্মুখীন হন, তার মধ্যে সন্তানের মিথ্যা কথা বলা খুবই সাধারণ, কিন্তু অবশ্যই চিন্তার। মনোবিদদের মতে, বকুনির ভয়ে মিথ্যা বলা দিয়েই এই অভ্যাস বাসা বাঁধে শিশুদের স্বভাবে। (প্রতীকী ছবি)
সমীক্ষা বলছে ২ থেকে ৪ বছরের বাচ্চারা গুছিয়ে মিথ্যে কথা বলতে ভালোবাসে। এদিকে মিথ্যে বলছে মানেই বাবা-মার চিন্তা বাড়ছে। তাঁরা ভাবছেন এই বয়স থেকেই এত্ত পাকা! স্বভাবতই এমন পরিস্থিতিতে বাচ্চার উপর চলে বকাঝকা, জোটে মারও। তবে বিশেষজ্ঞরা বলছেন, মিথ্যে কথা বলার মধ্যে দিয়েই কিন্তু বাচ্চাদের প্রথম বুদ্ধির বিকাশ হয়। তারা তাদের মনের ভাব গুছিয়ে প্রকাশ করতে শেখে। তাই ছোট বয়সে মিথ্যে কথা বলার অভ্যেস থাকলে তা মোটেই খারাপ নয়। (প্রতীকী ছবি)
সমীক্ষা বলছে ২ থেকে ৪ বছরের বাচ্চারা গুছিয়ে মিথ্যে কথা বলতে ভালোবাসে। এদিকে মিথ্যে বলছে মানেই বাবা-মার চিন্তা বাড়ছে। তাঁরা ভাবছেন এই বয়স থেকেই এত্ত পাকা! স্বভাবতই এমন পরিস্থিতিতে বাচ্চার উপর চলে বকাঝকা, জোটে মারও। তবে বিশেষজ্ঞরা বলছেন, মিথ্যে কথা বলার মধ্যে দিয়েই কিন্তু বাচ্চাদের প্রথম বুদ্ধির বিকাশ হয়। তারা তাদের মনের ভাব গুছিয়ে প্রকাশ করতে শেখে। তাই ছোট বয়সে মিথ্যে কথা বলার অভ্যেস থাকলে তা মোটেই খারাপ নয়। (প্রতীকী ছবি)
তবে কোনও কোনও সময় মা-বাবা এই স্বভাবকে অবহেলা করে গেলেও তা পরে বড়সড় আকার ধারণ করে। শুধু তাই-ই নয়, কথায় কথায় মিথ্যা বলার এই স্বভাব শিশুর জীবনেও নানা ক্ষতি করে, ছোট থেকেই তা রুখে না দিলে এই অভ্যাস খুব বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। (প্রতীকী ছবি)
তবে কোনও কোনও সময় মা-বাবা এই স্বভাবকে অবহেলা করে গেলেও তা পরে বড়সড় আকার ধারণ করে। শুধু তাই-ই নয়, কথায় কথায় মিথ্যা বলার এই স্বভাব শিশুর জীবনেও নানা ক্ষতি করে, ছোট থেকেই তা রুখে না দিলে এই অভ্যাস খুব বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। (প্রতীকী ছবি)
রোজের জীবনে মাঝে মাঝে মিথ্যার আশ্রয় নিতে হয়, কিন্তু তা যতটা সম্ভব এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। শুধু তা-ই নয়, শিশুরা যেহেতু ঘটনার গুরুত্ব বোঝে না, তাই এই সমস্যা নিয়ে প্রথম থেকেই সচেতন না হলে, ছোটবড় সব বিষয়েই তাদের মিথ্যা বলার প্রবণতা বাড়ে। (প্রতীকী ছবি)
রোজের জীবনে মাঝে মাঝে মিথ্যার আশ্রয় নিতে হয়, কিন্তু তা যতটা সম্ভব এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। শুধু তা-ই নয়, শিশুরা যেহেতু ঘটনার গুরুত্ব বোঝে না, তাই এই সমস্যা নিয়ে প্রথম থেকেই সচেতন না হলে, ছোটবড় সব বিষয়েই তাদের মিথ্যা বলার প্রবণতা বাড়ে। (প্রতীকী ছবি)
মনোবিদের মতে, শিশুরা অনেক সময় মনোযোগ আকর্ষণ করতে মিথ্যা বলে, কখনও বা কল্পনার আশ্রয় নিয়ে আবার কখনও বকুনির ভয়ে মিথ্যা বলতে বাধ্য হয় তারা। অনেক সময় তার ছোটখাটো মিথ্যা অভিভাবকরা বিশেষ গুরুত্ব না দিলে সে মিথ্যে বলাটাকে অপরাধের মধ্যেই ধরে না। (প্রতীকী ছবি)
মনোবিদের মতে, শিশুরা অনেক সময় মনোযোগ আকর্ষণ করতে মিথ্যা বলে, কখনও বা কল্পনার আশ্রয় নিয়ে আবার কখনও বকুনির ভয়ে মিথ্যা বলতে বাধ্য হয় তারা। অনেক সময় তার ছোটখাটো মিথ্যা অভিভাবকরা বিশেষ গুরুত্ব না দিলে সে মিথ্যে বলাটাকে অপরাধের মধ্যেই ধরে না। (প্রতীকী ছবি)
তাহলে কী করবেন? আপনার সন্তানেরও এমন স্বভাব হলে কী করলে ঠিক হবে? বিশেষজ্ঞদের পরামর্শ, শিশুকে প্রথম থেকেই গল্পের ছলে মনীষীদের জীবনী, ঈশপের নানা গল্প, নীতিকথা শেখান। বড় মানুষরা কেউ মিথ্যা পছন্দ করতে না অথবা মিথ্যা বিষয়টা খুব একটা গ্রহণীয় নয়, এই ধারণা মনের মধ্যে প্রবেশ করান। শিশুদের সামনে যতটা সম্ভব মিথ্যা এড়িয়ে চলুন। (প্রতীকী ছবি)
তাহলে কী করবেন? আপনার সন্তানেরও এমন স্বভাব হলে কী করলে ঠিক হবে? বিশেষজ্ঞদের পরামর্শ, শিশুকে প্রথম থেকেই গল্পের ছলে মনীষীদের জীবনী, ঈশপের নানা গল্প, নীতিকথা শেখান। বড় মানুষরা কেউ মিথ্যা পছন্দ করতে না অথবা মিথ্যা বিষয়টা খুব একটা গ্রহণীয় নয়, এই ধারণা মনের মধ্যে প্রবেশ করান। শিশুদের সামনে যতটা সম্ভব মিথ্যা এড়িয়ে চলুন। (প্রতীকী ছবি)
শিশুরা অভিভাবকদের থেকেই সবচেয়ে বেশি শেখে। তাই পারিবারিক নানা কারণে বানিয়ে বলা, মিথ্যা এড়িয়ে চলুন। মিথ্যা বলা কতটা খারাপ কিংবা আপনাদের বাড়ির সকল সদস্যরা এই মিথ্যা বলাকে কতটা ঘৃণা করেন এমন একটা স্পষ্ট ধারণা দিন। (প্রতীকী ছবি)
শিশুরা অভিভাবকদের থেকেই সবচেয়ে বেশি শেখে। তাই পারিবারিক নানা কারণে বানিয়ে বলা, মিথ্যা এড়িয়ে চলুন। মিথ্যা বলা কতটা খারাপ কিংবা আপনাদের বাড়ির সকল সদস্যরা এই মিথ্যা বলাকে কতটা ঘৃণা করেন এমন একটা স্পষ্ট ধারণা দিন। (প্রতীকী ছবি)
স্কুল থেকে ফিরলে বা কোনও বন্ধুর সঙ্গে মিশলে, লক্ষ রাখুন তার চারপাশের বন্ধুরা কেমন। তাদের মধ্যে কারও মিথ্যা বলার প্রবণতা থাকলে তা যেন আপনার শিশুকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে যত্নবান হোন। প্রয়োজনে মিথ্যা বলা শিশুটির অভিভাবকের সঙ্গে কথা বলুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) (প্রতীকী ছবি)
স্কুল থেকে ফিরলে বা কোনও বন্ধুর সঙ্গে মিশলে, লক্ষ রাখুন তার চারপাশের বন্ধুরা কেমন। তাদের মধ্যে কারও মিথ্যা বলার প্রবণতা থাকলে তা যেন আপনার শিশুকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে যত্নবান হোন। প্রয়োজনে মিথ্যা বলা শিশুটির অভিভাবকের সঙ্গে কথা বলুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) (প্রতীকী ছবি)

Offbeat News: গড়গড় করে বলছে গায়ত্রী মন্ত্র, মুখস্ত গীতার কঠিন শ্লোক! ৩ বছরের খুদের অবাক করা কীর্তি

আসানসোল, পশ্চিম বর্ধমান: বয়স মাত্র তিন বছর। তবে এই ছোট বয়সেই সে যেন বড় ধামাকা। সদ্য স্কুল যাওয়া শুরু করেছে সে। কিন্তু যে বয়সে বেশিরভাগ শিশুদের মুখে ভাল করে কথা ফোটে না, তখন তার মুখে শোনা যাচ্ছে গায়ত্রী মন্ত্র। গড়গড় করে গায়ত্রী মন্ত্র পাঠ করছে সে। তার মুখ থেকেই শোনা যাচ্ছে গীতার বিভিন্ন কঠিন সব শ্লোক।

পশ্চিম বর্ধমান জেলার সালানপুরের পানুরিয়া গ্রাম।সেখানেই বসবাস এই অবাক শিশুটির। নাম অনুরাগ মণ্ডল। সদ্য ৩ এর কোঠায় পা দিয়েছে সে। কিন্তু এই বয়সে তার প্রতিভা অবাক করা। সে এক নিমিষে বলে দিতে পারে দেশের বিভিন্ন রাজ্যগুলির রাজধানীর নাম। তার মুখস্থ পৃথিবীর বিভিন্ন দেশের নাম। শেষ নয় এখানে। মাত্র কয়েক মিনিটের মধ্যে এই শিশুটি বলে দিতে পারে বিভিন্ন যৌগের নাম। দেড় বছর বয়স থেকেই এইসব চর্চা শুরু হয়েছিল বাড়িতে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে অনুরাগের কাছে।

আরও পড়ুন: অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ১০০০ টাকা…! লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনি পাচ্ছেন তো? দেখে নিন আবেদনের সঠিক নিয়ম!

তবে পড়াশোনার পাশাপাশি ধার্মিক চর্চাও হয়েছে বাড়িতে। তারই ফলস্বরূপ তিন বছর বয়সে অনুরাগের কন্ঠস্থ হয়েছে গায়ত্রী মন্ত্র। নির্ভুলভাবে তিন বছরের এই শিশুটি পাঠ করতে পারে গায়ত্রী মন্ত্র। আবার যেখানে গীতার বিভিন্ন কঠিন শ্লোক অনেকের মুখেই আটকে যায়, সেখানে এই শিশুটি অবলীলায় পাঠ করতে পারে গীতার বিভিন্ন শ্লোক। অনুরাগের এই প্রতিভা তার পরিবারের কাছে এখন গর্বের বিষয়। অনুরাগকে নিয়ে উচ্ছ্বসিত গোটা পানুরিয়া গ্রাম।

প্রসঙ্গত, অনুরাগের বাবা কাঞ্চন মণ্ডল। তিনি পেশায় একজন সিভিক ভলান্টিয়ার। অন্যদিকে অনুরাগের মা গীতা দেবী পঞ্চায়েতের একজন সাধারণ কর্মী। কিন্তু কাজ শেষে তারা ছেলেকে সময় দেন যথেষ্ট। বিভিন্ন বিষয় নিয়ে চর্চা চলে বাড়িতে। ছেলের স্মৃতিশক্তিও প্রখর। তাই খুব সহজেই সে মনে রাখতে পারে বিভিন্ন বিষয়। যেখানে তিন বছরের বিভিন্ন শিশুদের মুখে সদ্য কথা ফোটে, সেখানে তিন বছরের অনুরাগ দেখিয়ে চলেছে তার বিস্ময়কর প্রতিভা।

নয়ন ঘোষ

Child Abduction: ছাদ টপকে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে চম্পট! চিৎকার করে উঠতেই ফেলে রেখে পালাল দুষ্কৃতীরা

উত্তর ২৪ পরগনা: রাতের অন্ধকারে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা! তাতে সফলও হয় দুষ্কৃতীরা। কিন্তু মাঝ রাস্তায় বছর পাঁচেকের বিপাশা দাস ভয় পেয়ে চিৎকার করে উঠলে দুষ্কৃতীরা তাকে রেখে চম্পট দেয়। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জে।

আর‌ও পড়ুন: কণ্ঠস্বরে মাত করতে চায় বলিউডকে! ১৪ বছরের কিশোরীর বিরল প্রতিভা

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের ধানিখালি কাকারিয়া গ্রামে বাড়ি বিপ্লব দাসের। প্রতিদিনের মতই বৃহস্পতিবার রাতেও তাঁর বছর পাঁচেকের শিশুকন্যা বিপাশা দিদির সঙ্গে ঘুমোচ্ছিল। প্রায় রাত দেড়টা নাগাদ দুষ্কৃতীরা বাড়িতে হানা দেয় বলে পরিবারটির দাবি। বাড়ির মেন গেট বন্ধ থাকায় দুষ্কৃতীরা ছাদ দিয়ে সিড়ি টপকিয়ে শোয়ার ঘরে ঢুকে পড়ে। এরপর ওই ঘুমন্ত শিশুর মুখ চাপা দিয়ে তাকে নিয়ে চম্পট দেয়। প্রায় এক কিলোমিটার পথ যাওয়ার পর বিপাশা চিৎকার করে উঠলে দুষ্কৃতীরা খাল ধরে তাকে রেখে পালিয়ে যায়।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এরপর কোনক্রমে ওই শিশুটি একাই রাতে বাড়ির কাছে এসে পৌঁছতেই তার বাবা-মা বাইরে এসে দেখে সে ভয়ে থরথর করে কাঁপছে। এরপর ছুটে আসে পাড়া-প্রতিবেশীরা। এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে ওই পরিবার সহ গোটা এলাকায়। রাতের অন্ধকারে কে বা কারা ওই শিশুটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তা বুঝতে পারছে না পরিবারটি। এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে হাসনাবাদ থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

জুলফিকার মোল্লা