যাঁরা কন্ট্যাক্ট লেন্স পরেন, তাঁদের এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ তাঁদের অ্যালার্জি হওয়ার ঝুঁকি প্রবল! যার জেরে চোখে অস্বস্তি হতে পারে। এমনকী, চোখের গুরুতর রোগ পর্যন্ত দেখা দিতে পারে। এই অ্যালার্জিক প্রতিক্রিয়ার একাধিক কারণ থাকতে পারে। তা প্রতিরোধ করার জন্য সেগুলি বোঝা অত্যন্ত জরুরি। এই প্রসঙ্গে কথা বলছেন ম্যাক্সভিশন সুপার স্পেশালিটি হাসপাতালের এস রাও নগর ব্রাঞ্চের রিফ্র্যাক্টিভ সার্জন ডা. সুধীর চিমাকুর্থি (Dr. Sudheer Chimakurthi, Refractive surgeon, Maxivison Super Speciality Eye Hospital, AS Rao Nagar branch)।

নিয়মিত Contact Lens ব্যবহার করেন? তাহলে সাবধান! এর থেকে কিন্তু হতে পারে অ্যালার্জিক প্রতিক্রিয়া, শুনে নিন বিশেষজ্ঞের কাছ থেকে

যাঁরা কন্ট্যাক্ট লেন্স পরেন, তাঁদের এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ তাঁদের অ্যালার্জি হওয়ার ঝুঁকি প্রবল! যার জেরে চোখে অস্বস্তি হতে পারে। এমনকী, চোখের গুরুতর রোগ পর্যন্ত দেখা দিতে পারে। এই অ্যালার্জিক প্রতিক্রিয়ার একাধিক কারণ থাকতে পারে। তা প্রতিরোধ করার জন্য সেগুলি বোঝা অত্যন্ত জরুরি। এই প্রসঙ্গে কথা বলছেন ম্যাক্সভিশন সুপার স্পেশালিটি হাসপাতালের এস রাও নগর ব্রাঞ্চের রিফ্র্যাক্টিভ সার্জন ডা. সুধীর চিমাকুর্থি (Dr. Sudheer Chimakurthi, Refractive surgeon, Maxivison Super Speciality Eye Hospital, AS Rao Nagar branch)।
যাঁরা কন্ট্যাক্ট লেন্স পরেন, তাঁদের এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ তাঁদের অ্যালার্জি হওয়ার ঝুঁকি প্রবল! যার জেরে চোখে অস্বস্তি হতে পারে। এমনকী, চোখের গুরুতর রোগ পর্যন্ত দেখা দিতে পারে। এই অ্যালার্জিক প্রতিক্রিয়ার একাধিক কারণ থাকতে পারে। তা প্রতিরোধ করার জন্য সেগুলি বোঝা অত্যন্ত জরুরি। এই প্রসঙ্গে কথা বলছেন ম্যাক্সভিশন সুপার স্পেশালিটি হাসপাতালের এস রাও নগর ব্রাঞ্চের রিফ্র্যাক্টিভ সার্জন ডা. সুধীর চিমাকুর্থি (Dr. Sudheer Chimakurthi, Refractive surgeon, Maxivison Super Speciality Eye Hospital, AS Rao Nagar branch)।
অ্যালার্জিক প্রতিক্রিয়ার কারণ: লেন্সের উপাদান: আসলে নির্দিষ্ট কিছু লেন্স যেসব উপাদান থেকে তৈরি হয়েছে, তার থেকে অনেকের অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। আধুনিক লেন্স তৈরি হয় নরম হাইড্রোজেল অথবা রিজিড গ্যাস পারমিয়েবল মেটেরিয়াল থেকে। লেন্স তৈরি করতে ব্যবহৃত পলিমার অথবা প্রিজারভেটিভ থেকে অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে।
অ্যালার্জিক প্রতিক্রিয়ার কারণ: লেন্সের উপাদান: আসলে নির্দিষ্ট কিছু লেন্স যেসব উপাদান থেকে তৈরি হয়েছে, তার থেকে অনেকের অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। আধুনিক লেন্স তৈরি হয় নরম হাইড্রোজেল অথবা রিজিড গ্যাস পারমিয়েবল মেটেরিয়াল থেকে। লেন্স তৈরি করতে ব্যবহৃত পলিমার অথবা প্রিজারভেটিভ থেকে অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে।
লেন্স সলিউশন: লেন্স পরিষ্কার করা এবং তা সংরক্ষণ করার জন্য ব্যবহৃত সলিউশন থেকেও অ্যালার্জি হতে পারে। থিমেরোজল, ক্লোরহেক্সিডিন এবং বেঞ্জালকোনিয়াম ক্লোরাইডের মতো প্রিজারভেটিভ পাওয়া যায় একাধিক সলিউশনে। যা থেকে হাইপারসেনসিটিভিটি রিয়্যাকশন হতে পারে। যার জেরে চুলকানি, চোখ লাল হওয়া এবং চোখ ফুলে যাওয়ার মতো সমস্যা পর্যন্ত হতে পারে।
লেন্স সলিউশন: লেন্স পরিষ্কার করা এবং তা সংরক্ষণ করার জন্য ব্যবহৃত সলিউশন থেকেও অ্যালার্জি হতে পারে। থিমেরোজল, ক্লোরহেক্সিডিন এবং বেঞ্জালকোনিয়াম ক্লোরাইডের মতো প্রিজারভেটিভ পাওয়া যায় একাধিক সলিউশনে। যা থেকে হাইপারসেনসিটিভিটি রিয়্যাকশন হতে পারে। যার জেরে চুলকানি, চোখ লাল হওয়া এবং চোখ ফুলে যাওয়ার মতো সমস্যা পর্যন্ত হতে পারে।
প্রোটিন বিল্ড-আপ: সময়ের সঙ্গে চোখের জলে থাকা প্রোটিন কন্ট্যাক্ট লেন্সের পৃষ্ঠতলে জমা হতে থাকে। এই বিল্ড-আপের জেরে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আসলে এই প্রোটিনগুলিকে অপরিচিত বস্তু হিসেবে শনাক্ত করে আমাদের শরীর। যার জেরে অস্বস্তি এবং জ্বালা-চুলকানি হতে পারে। পরিবেশগত অ্যালার্জেন: পোলেন, ধুলোময়লা এবং বায়ুবাহিত অ্যালার্জেন কন্ট্যাক্ট লেন্সের পৃষ্ঠতলে জমা হয়। এই অ্যালার্জেন চোখের সংস্পর্শে এলে অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। কন্ট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের জন্য এটা ক্ষতিকর।
প্রোটিন বিল্ড-আপ: সময়ের সঙ্গে চোখের জলে থাকা প্রোটিন কন্ট্যাক্ট লেন্সের পৃষ্ঠতলে জমা হতে থাকে। এই বিল্ড-আপের জেরে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আসলে এই প্রোটিনগুলিকে অপরিচিত বস্তু হিসেবে শনাক্ত করে আমাদের শরীর। যার জেরে অস্বস্তি এবং জ্বালা-চুলকানি হতে পারে। পরিবেশগত অ্যালার্জেন: পোলেন, ধুলোময়লা এবং বায়ুবাহিত অ্যালার্জেন কন্ট্যাক্ট লেন্সের পৃষ্ঠতলে জমা হয়। এই অ্যালার্জেন চোখের সংস্পর্শে এলে অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। কন্ট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের জন্য এটা ক্ষতিকর।
প্রতিরোধের উপায়: লেন্স মেটেরিয়াল পরিবর্তন: নির্দিষ্ট কিছু লেন্স মেটেরিয়াল থেকে অ্যালার্জি হতে পারে। হাইপোঅ্যালার্জেনিক মেটেরিয়াল থেকে তৈরি লেন্স ব্যবহার করলে উপসর্গ বাড়তে পারে। প্রোটিন বিল্ডআপ এবং অ্যালার্জেনের সংস্পর্শে যাতে না আসেন, তার জন্য ডেইলি ডিসপোজেবল লেন্স ব্যবহার করা উচিত।
প্রতিরোধের উপায়: লেন্স মেটেরিয়াল পরিবর্তন: নির্দিষ্ট কিছু লেন্স মেটেরিয়াল থেকে অ্যালার্জি হতে পারে। হাইপোঅ্যালার্জেনিক মেটেরিয়াল থেকে তৈরি লেন্স ব্যবহার করলে উপসর্গ বাড়তে পারে। প্রোটিন বিল্ডআপ এবং অ্যালার্জেনের সংস্পর্শে যাতে না আসেন, তার জন্য ডেইলি ডিসপোজেবল লেন্স ব্যবহার করা উচিত।
প্রিজারভেটিভ-ফ্রি সলিউশন: প্রিজারভেটিভ-ফ্রি কন্ট্যাক্ট লেন্স সলিউশন থেকে অ্যালার্জিক রিয়্যাকশন হতে পারে। এই ধরনের সলিউশন চোখে জমা হয় এবং অস্বস্তি কমে।
প্রিজারভেটিভ-ফ্রি সলিউশন: প্রিজারভেটিভ-ফ্রি কন্ট্যাক্ট লেন্স সলিউশন থেকে অ্যালার্জিক রিয়্যাকশন হতে পারে। এই ধরনের সলিউশন চোখে জমা হয় এবং অস্বস্তি কমে।
সঠিক লেন্স হাইজিন: সঠিক লেন্স হাইজিন বজায় রাখা গুরুত্বপূর্ণ। সেই কারণে তা সঠিক ভাবে পরিষ্কার এবং সংরক্ষণ করতে হবে। প্রত্যেকবার ফ্রেশ ক্লিনিং সলিউশন ব্যবহার করতে হবে। চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ মতো লেন্স পরিবর্তন করতে হবে। নিয়মিত লেন্স পরিষ্কার করলে প্রোটিন বিল্ডআপ প্রতিরোধ করা যাবে। আর অ্যালার্জিক প্রতিক্রিয়াও কমানো সম্ভব।
সঠিক লেন্স হাইজিন: সঠিক লেন্স হাইজিন বজায় রাখা গুরুত্বপূর্ণ। সেই কারণে তা সঠিক ভাবে পরিষ্কার এবং সংরক্ষণ করতে হবে। প্রত্যেকবার ফ্রেশ ক্লিনিং সলিউশন ব্যবহার করতে হবে। চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ মতো লেন্স পরিবর্তন করতে হবে। নিয়মিত লেন্স পরিষ্কার করলে প্রোটিন বিল্ডআপ প্রতিরোধ করা যাবে। আর অ্যালার্জিক প্রতিক্রিয়াও কমানো সম্ভব।
পরিবেশগত অ্যালার্জেন প্রতিরোধ: পোলেন এবং বায়ুবাহিত অ্যালার্জেনের হাত থেকে চোখকে বাঁচাতে বাইরে বেরোলে নিয়মিত সানগ্লাস পরতে হবে। তাই ঘরের পরিবেশও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এয়ার পিউরিফায়ার ব্যবহার করলে অ্যালার্জেনের উপস্থিতি কমানো যেতে পারে।
পরিবেশগত অ্যালার্জেন প্রতিরোধ: পোলেন এবং বায়ুবাহিত অ্যালার্জেনের হাত থেকে চোখকে বাঁচাতে বাইরে বেরোলে নিয়মিত সানগ্লাস পরতে হবে। তাই ঘরের পরিবেশও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এয়ার পিউরিফায়ার ব্যবহার করলে অ্যালার্জেনের উপস্থিতি কমানো যেতে পারে।
চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা: অ্যালার্জিক প্রতিক্রিয়া হলে চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে আলাপ-আলোচনা করা জরুরি। অ্যালার্জির কারণ বোঝার জন্য টেস্ট করা হয়। কন্ট্যাক্ট লেন্সে অ্যালার্জিক প্রতিক্রিয়া হলে তাৎপর্যপূর্ণ ভাবেই চোখের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। ফলে অ্যালার্জির কারণটা বুঝলে তা অনায়াসে প্রতিরোধ করা সম্ভব এবং কন্ট্যাক্ট লেন্স পরার সুন্দর অভিজ্ঞতাও উপভোগ করা যাবে।
চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা: অ্যালার্জিক প্রতিক্রিয়া হলে চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে আলাপ-আলোচনা করা জরুরি। অ্যালার্জির কারণ বোঝার জন্য টেস্ট করা হয়। কন্ট্যাক্ট লেন্সে অ্যালার্জিক প্রতিক্রিয়া হলে তাৎপর্যপূর্ণ ভাবেই চোখের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। ফলে অ্যালার্জির কারণটা বুঝলে তা অনায়াসে প্রতিরোধ করা সম্ভব এবং কন্ট্যাক্ট লেন্স পরার সুন্দর অভিজ্ঞতাও উপভোগ করা যাবে।