ছবি প্রতীকী 

Spider Web: বাড়িতে মাকড়শার উৎপাত? কেমিক্যাল স্প্রে নয়, এই ঘরোয়া উপায়ে মাকড়শা তাড়ান

বাড়ির যেখানে-সেখানে মাকড়সার জাল? পরিষ্কার করতে করতে জেরবার? রইল ঘরোয়া সমাধান
বাড়ির যেখানে-সেখানে মাকড়সার জাল? পরিষ্কার করতে করতে জেরবার? রইল ঘরোয়া সমাধান।
 বাড়ির যত্রতত্র জাল বুনে নোংরা করে মাকড়সা। কিছু সহজ নিয়ম মানলেই বাড়ি থেকে মাকড়সা দূর করা সম্ভব।
বাড়ির যত্রতত্র জাল বুনে নোংরা করে মাকড়সা। কিছু সহজ নিয়ম মানলেই বাড়ি থেকে মাকড়সা দূর করা সম্ভব।
একটি পাত্রে লেবুর রস রাখুন। বাড়িতে মাকড়সার জাল দেখলে স্প্রে করুন।
একটি পাত্রে লেবুর রস রাখুন। বাড়িতে মাকড়সার জাল দেখলে স্প্রে করুন।
মাকড়সার জাল থেকে রক্ষা পেতে ভরসা রাখুন পুদিনা পাতায়। পুদিনা পাতা একটু শুকিয়ে ছোট পাত্রের মুখ খুলে ঘরের কোণায় কোণায় রেখে দিন। আশপাশে আর মাকড়সা আসবে না।
মাকড়সার জাল থেকে রক্ষা পেতে ভরসা রাখুন পুদিনা পাতায়। পুদিনা পাতা একটু শুকিয়ে ছোট পাত্রের মুখ খুলে ঘরের কোণায় কোণায় রেখে দিন। আশপাশে আর মাকড়সা আসবে না।
মাকড়সার উৎপাত বাড়ে ধুলোর কারণে। নিয়মিত ঘরের ধুলো পরিষ্কার করলে মাকড়সা থেকে মুক্তি মিলবে।
মাকড়সার উৎপাত বাড়ে ধুলোর কারণে। নিয়মিত ঘরের ধুলো পরিষ্কার করলে মাকড়সা থেকে মুক্তি মিলবে।।
মাকড়সা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন রসুন। রসুনের কয়েকটি কোয়া পিষে জলে মিশিয়ে জানালা ও দেয়ালে স্প্রে করুন। রসুনের গন্ধে মাকড়সা আর ফিরে আসবে না।
মাকড়সা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন রসুন। রসুনের কয়েকটি কোয়া পিষে জলে মিশিয়ে জানালা ও দেয়ালে স্প্রে করুন। রসুনের গন্ধে মাকড়সা আর ফিরে আসবে না।