কঙ্গনার পাশে নেই বিজেপি৷

Kangana Ranawat controversy: কৃষক আন্দোলন নিয়ে বাংলাদেশকে টেনে মন্তব্য! কঙ্গনার পাশে না বিজেপি, উল্টে কড়া বার্তা

কলকাতা: কৃষক আন্দোলনকে কড়া হাতে দমন না করলে ভারতের পরিস্থিতিও বাংলাদেশের মতো হতে পারত৷ এমনই বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত৷ যদিও কঙ্গনার এই মন্তব্যকে সমর্থন করল না তার নিজের দলই৷ বিজেপি-র পক্ষ থেকে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হল, এই ধরনের মন্তব্য করার এক্তিয়ারই কঙ্গনার নেই৷

গতকাল এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কঙ্গনা রানাওয়াতকে বলতে শোনা যায়, ‘কৃষক আন্দোলনের নামে ভারতেও বাংলাদেশের মতো অরাজকতা তৈরি হতে পারত৷ কৃষকদের সাহায্য নিয়ে বহিরাগত শক্তিরা আমাদের ধ্বংস করার পরিকল্পনা করছে৷ আমাদের দলীয় নেতৃত্বের দূরদৃষ্টি না থাকলে এই পরিকল্পনা সফল হত৷’

কঙ্গনার মন্তব্যে দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি হয়৷ এর পরই এই বিতর্কে কঙ্গনার সঙ্গে দূরত্ব তৈরি করেছে বিজেপি৷ দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কৃষক আন্দোলনকে নিয়ে বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত যে মন্তব্য করেছেন তা দলের বক্তব্য নয়৷ বিজেপি এই মন্তব্যকে কোনওভাবেই সমর্থন করে না৷ দলীয় নীতি নিয়ে কথা বলার জন্য কঙ্গনা রানাওয়াতের কোনও অনুমোদন বা এক্তিয়ার নেই৷’

আরও পড়ুন: থিকথিক করছে ভিড়, চিকিৎসকের দেহ উদ্ধারের পর সেমিনার রুমের এই অবস্থা? সামনে এল নতুন ভিডিও

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিজেপি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ৷’

কঙ্গনা আরও অভিযোগ করেন, নতুন কৃষি আইন প্রত্যাহারের পরেও বিদেশি শক্তির উস্কানিতেই কৃষক আন্দোলন জিইয়ে রাখা হয়েছে৷ কঙ্গনা বলেন,’বাংলাদেশে যা হয়েছে, তা এখানেও হতে পারত৷ এগুলি বিদেশি শক্তির চক্রান্ত এবং এখানকার প্রচার প্রিয় মানুষ এসবকে প্রশ্রয় দেয়৷ দেশ যদি কুকুরদের হাতেও চলে যায়, তাহলেও এদের কিছু যায় আসে না৷’