সারি সারি দিয়ে বাইক 

RG Kar Doctor Murder Protest: রাস্তায় সারি সারি বাইক এগিয়ে আসছে! কী এমন ঘটল বীরভূমে?

বীরভূম: আরজি করের ডাক্তারি পড়ুয়ার মর্মান্তিক ও নিষ্ঠুর মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ পথে নেমে ন্যায়বিচার চেয়ে প্রতিবাদ জানাচ্ছে। দফায় দফায় চলছে বিক্ষোভ-আন্দোলন, মিছিল। আসল দোষীদের গ্রেফতারের দাবিতে স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন একত্রিত হয়ে মোমবাতি মিছিলের পাশাপাশি মশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচিদের শামিল হচ্ছেন।

আরও পড়ুন: দুরন্ত গতিতে ছুটছে ট্রেন! রেললাইনে চলে এল হাতির দল! তারপর যা ঘটল… দেখুন ভিডিও

আরজি কর কাণ্ডে ন্যায়বিচার চেয়ে এবার পথে নামল বীরভূম বাইক রাইডার্সরা। প্রায় ৪০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে মিছিল করলেন তাঁরা। প্রায় ৫০ থেকে ৬০ টি বাইক রাস্তায় এই প্রতিবাদে সামিল হয়েছিল। সকলের মুখে একটাই ধ্বনি ছিল, জাস্টিস ফর আরজি কর।

এই বিষয়ে বোলপুর বাইকার্স ক্লাবের প্রতিনিধি তৌসেফ জানান, দিন দিন যেভাবে নারীদের উপর অত্যাচার হচ্ছে, বিশেষ করে আরজি কর মেডিকেল কলেজের মধ্যে যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে সব শ্রেণির মানুষ প্রতিবাদ মিছিল করছেন। বাইক রাইডার্সরাও এবার একই দাবিতে একত্রিত হয়ে এই মিছিল করলেন।

সৌভিক রায়