ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলল পুলিশ৷

Kolkata police on viral video: ভাইরাল ভিডিও সেমিনার রুমেরই, স্বীকার পুলিশের! প্রমাণ লোপাটের অভিযোগ খারিজ

কলকাতা: ওই ভিডিও নির্যাতিতার দেহ উদ্ধারের পর সেমিনার রুমেরই, তা স্বীকার করে নিলেও ফের একবার তথ্য প্রমাণ নষ্ট বা লোপাটের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ৷ এ দিন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় দাবি করেন, নির্যাতিতার দেহ সেমিনার রুমের যে জায়গায় উদ্ধার হয়, সেখান থেকে চল্লিশ ফুট পর্যন্ত জায়গা ঘিরে রেখেছিল পুলিশ৷ তার বাইরে ১১ ফুট জায়গায় তদন্তকারী আধিকারিক, নির্যাতিতার পরিবার সহ হাতেগোনা কয়েকজনকেই আসার অনুমতি দেওয়া হয়েছিল৷

ভিডিওতে যে ভিড় দেখা গিয়েছে, তার ফলে তথ্যপ্রমাণ কোনওভাবেই নষ্ট হয়নি বলেই দাবি করেছে পুলিশ৷পুলিশ জানিয়েছে, যে সেমিনার হলে নির্যাতিতার দেহ উদ্ধার হয় সেটির দৈর্ঘ্য ৫১ ফুট এবং প্রস্থ ২৯ ফুট৷ ডিসি সেন্ট্রাল বলেন, দেহ যেখানে পাওয়া যায় সেখান থেকে ৪০ ফুট পুলিশ ঘিরে রেখেছিল। যে জমায়েত দেখা যাচ্ছে সেটা ১১ ফুটের মধ্যে। সেখানে পুলিশ ছিলে, পরিবারের লোকজন ছিলেন, ডাক্তাররা ছিলেন, জুনিয়র ডাক্তাররা ছিলেন।

আরও পড়ুন: থিকথিক করছে ভিড়, চিকিৎসকের দেহ উদ্ধারের পর সেমিনার রুমের এই অবস্থা? সামনে এল নতুন ভিডিও

ভিডিও-তে আরও দেখা গিয়েছে, সেমিনার রুমে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এক আইনজীবীকেও দেখা গিয়েছে৷ যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনাস্থলে আইনজীবীকে ডাকা হয়ে থাকতে পারে৷

ডিসি সেন্ট্রাল আরও দাবি করেছেন, সকাল ১০.১০ মিনিটে ঘটনার খবর পেয়েছিল পুলিশ৷ এর পর আরজি কর হাসপাতালের পুলিশ আউটপোস্ট থেকেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০.১৫ মিনিটে ঘটনাস্থল ঘিরে ফেলে৷