জেলার মানুষের আকর্ষণে এই জন্মাষ্টমী মহোৎসব

Janmashtami 2024: শারদোৎসবের থেকে কম নয়! জন্মাষ্টমীতে মানুষের ভিড় হাওড়ার এই মণ্ডপে, মেলে শ্রেষ্ঠত্বের পুরষ্কারও

জেলার অন্যতম জন্মাষ্টমী উৎসব পালন রঘুদেবপুর পাঁচলা মোড়। সোমবার আরতি ও পূজার্চনা। সারা বছর অপেক্ষার শেষে এবার ৯ বর্ষে আরাধনায় কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘে।
জেলার অন্যতম জন্মাষ্টমী উৎসব পালন রঘুদেবপুর পাঁচলা মোড়। সোমবার আরতি ও পূজার্চনা। সারা বছর অপেক্ষার শেষে এবার ৯ বর্ষে আরাধনায় কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘে।
জন্মাষ্টমী উৎসব সর্বত্র পালিত হলেও প্রায় সম্পূর্ণ জেলার মানুষের আকর্ষণ থাকে এটি। এখানে পুঙ্খানুপুঙ্খ নিয়ম মেনে পুজো অনুষ্ঠান থেকে প্রতিযোগিতা যা সর্বস্তরের মানুষকে আকর্ষণ করে।
জন্মাষ্টমী উৎসব সর্বত্র পালিত হলেও প্রায় সম্পূর্ণ জেলার মানুষের আকর্ষণ থাকে এটি। এখানে পুঙ্খানুপুঙ্খ নিয়ম মেনে পুজো অনুষ্ঠান থেকে প্রতিযোগিতা যা সর্বস্তরের মানুষকে আকর্ষণ করে।
প্রতি বছরের মতো এবছরও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব সমারোহ। পাঁচ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় এখানে।
প্রতি বছরের মতো এবছরও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব সমারোহ। পাঁচ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় এখানে।
বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে প্রতিমা দর্শন, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ। এছাড়াও মণ্ডপসজ্জা মানুষকে প্রবল আকর্ষণ করে।
বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে প্রতিমা দর্শন, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ। এছাড়াও মণ্ডপসজ্জা মানুষকে প্রবল আকর্ষণ করে।
পুজোর কয়েকটা দিন মানুষের ঢল নামে মণ্ডপ প্রাঙ্গণে। রঘুদেবপুর পাঁচলা মোড় ডোমজুড় বাউড়িয়া রোডের সংযোগ স্থল।
পুজোর কয়েকটা দিন মানুষের ঢল নামে মণ্ডপ প্রাঙ্গণে। রঘুদেবপুর পাঁচলা মোড় ডোমজুড় বাউড়িয়া রোডের সংযোগ স্থল।