‘ভিডিও ছাড়াই বৈঠকে রাজি ছিলেন কিছু ডাক্তার!’ অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি কুণালের, ‘আন্দোলন ভাঙার চেষ্টা’, দাবি ডাক্তারদের

Nabanna Abhijan: ‘প্ররোচনা দিয়েছেন শুভেন্দু!’, পুলিশের উপর আক্রমণ-অশান্তিতে ফুঁসে উঠলেন কুণাল ঘোষ

কলকাতা: নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের। পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ পুলিশের। পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ জমায়েত। আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা পুলিশের। ব্যারিকেডের সামনেই বসে পড়েন আন্দোলনকারীরা। সেখানেই বসেই স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা। অন্যদিকে, কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করেছেন আন্দোলনকারীরা। হাওড়া ব্রিজে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ।

এদিনের নবান্ন অভিযান ঘিরে মারাত্মক অভিযোগ তুলেছে তৃণমূল। কুণাল ঘোষের দাবি, ‘অকারণে প্ররোচনা দিয়েছেন শুভেন্দু অধিকারী। কিছু জমায়েত হয়েছে। যা বিজেপির সাথের লোক। চার-পাঁচজন আছে যারা ব্যারিকেড ধরে টানাটানি করছে। ছাত্ররা অশান্তি পাকানোর প্ররোচনা দিয়েছিল। সেই জন্যে ওদের আটক করা হয়েছে। উত্তেজনা ছড়িয়েছে তা নিয়ে শুভেন্দু।’

আরও পড়ুন: নবান্ন অভিযান ঘিরে তুলকালাম, পুলিশ-আন্দোলনকারী খণ্ডযুদ্ধ! ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন

কুণালের আরও দাবি, ‘বিজেপির মদতপুষ্ট অভিযান এটা। পুলিশ আইন শৃঙ্খলা যথাযথ রেখেছে। সাঁতরাগাছিতে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে শুরু করেছে। পুলিশ ব্যারিকেড ওরা ভাঙছে। পুলিশ অ্যাকশন নেয়নি। এরা লাগাতার ভাঙার কাজ শুরু করেছে। আপনাদের লোক নেই, জন নেই। পুলিশ কি দাঁড়িয়ে দেখবে নাকি। যখন গুন্ডা বিজেপির লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মেরেছে তখন পুলিশ কী করবে?’

আরও পড়ুন: হোটেল বুকিং করে… প্রকাশ্যে মারাত্মক তথ্য! সন্দীপের ‘কাছের লোক’ সুমনের কাছে পৌঁছেই গেল সিবিআই!

নবান্ন অভিযানে অন্তর্ঘাতের প্রশ্ন উড়িয়ে দিয়ে কুণাল ঘোষের বক্তব্য, ‘মামাবাড়ির আবদার করবেন না। কেন ব্যারিকেড দেওয়া হল। অন্তর্ঘাত করতে চেষ্টা হলে পুলিশ দেখবে। সবাই দেখেছেন ভাঙচুর করেছে প্রথমে ওরা।’ দুপুরে নতুন করে উত্তেজনা ছড়ায় হেস্টিংসে। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের। হেস্টিংসে উপস্থিত ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহ এবং দলের আইনজীবী নেতা কৌস্তভ বাগচী।

আবীর ঘোষাল