শ্রীনগরে ছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধি৷

Rahul Gandhi on marriage: বিয়েতে নিমন্ত্রণ করবেন, শ্রীনগরে ছাত্রীদের কথা দিলেন রাহুল! কৌশলে এড়ালেন আসল জবাব

শ্রীনগর: রাজনৈতিক জীবনে অসংখ্য কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি৷ কিন্তু বছরের পর বছর ধরে সম্ভবত একটি প্রশ্নই কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে সবথেকে বেশি বিড়ম্বনার মধ্যে ফেলেছে৷ আর তা হল, তিনি বিয়ে কবে করছেন৷

এবার জম্মু কাশ্মীরে গিয়ে সেখানকার ছাত্রীদের মুখোমুখি হয়েও একই প্রশ্ন শুনতে হল লোকসভার বিরোধী দলনেতাকে৷ তবে এবার অবশ্য প্রশ্নের সঙ্গে বিয়েতে নিমন্ত্রণের আবদারও শুনতে হল রাহুল গান্ধিকে৷ কংগ্রেস নেতা অবশ্য ওই ছাত্রীদের বিয়েতে নিমন্ত্রণ করার আশ্বাস দিয়ে রেখেছেন৷ যদিও বিয়ে কবে করছেন, সেই মোক্ষম জবাবটি কৌশলে এড়িয়েই গিয়েছেন ৫৪ বছর বয়সি রাহুল গান্ধি৷

জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগে উপত্যকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগে নেমেছেন রাহুল গান্ধি৷ তারই অংশ হিসেবে এ দিন শ্রীনগরে একদল ছাত্রীর মুখোমুখি হন কংগ্রেস নেতা৷ রাজনীতি, শিক্ষা, কর্মসংস্থানের মতো বিভিন্ন বিষয়ের সঙ্গে সেই আলাপচারিতাতেই রাহুলের বিয়ের বিষয়টিও উঠে আসে৷

আরও পড়ুন: বুধবার বিজেপির ডাকে ১২ ঘণ্টার বাংলা বনধ, ঘোষণা করলেন সুকান্ত মজুমদার

একজন ছাত্রী রাহুল গান্ধিকে প্রশ্ন করেন, ‘বিয়ে করা নিয়ে আপনার কী ভাবনাচিন্তা?’ জবাবে রাহুল হাসতে হাসতেই বলেন, ‘গত ২০-৩০ বছর ধরে আমি এই প্রশ্নের চাপ সামলে আসছি৷ তবে বিষয়টা মন্দ নয়৷’

এর পরেই অবধারিত প্রশ্নটি ছিল, ‘আপনি বিয়ে কবে করছেন?’ জবাবে খানিক ইতস্তত হয়ে রাহুল গান্ধি জবাব দেন, ‘সেভাবে তো কিছু ঠিক করে রাখা যায় না৷ এটা সময় মতো হয়ে যায়৷’ এর পরেই সম্মিলিত ভাবেই ছাত্রীরা আবদার করে বলেন, আমাদের নিমন্ত্রণ করবেন তো? জবাবে বিয়ের সম্ভাবনা জিইয়ে রেখে রাহুল বলেন, ‘অবশ্যই করব৷’

এর আগে রায়বরেলিতে লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দিতে গিয়েও একই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাহুলকে৷ তখন তাঁর সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা৷ জবাবে রাহুল বলেছিলেন, ‘এবার তাড়াতাড়ি বিয়েটা সেরে নিতে হবে৷’