৬ মাস পর ‘রেশন দুর্নীতি’ মামলায় প্রথম জামিন বাকিবুরদের! শাহজাহান, জ‍্যোতিপ্রিয় এখন কোথায়?

Ration Case: ৬ মাস পর ‘রেশন দুর্নীতি’ মামলায় প্রথম জামিন বাকিবুরদের! শাহজাহান, জ‍্যোতিপ্রিয় এখন কোথায়?

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় প্রথম জামিন। জামিন পেলেন বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য ও বিশ্বজিৎ দাস। এই মামলাতেই এখনও জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিক। গত ফেব্রুয়ারি মাসে রেশন দুর্নীতি মামলায় ইডি রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে, বাকিবুর রহমান এবং শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে।

সূত্রের খবর অনুযায়ী, সুপ্রিম কোর্টের অরবিন্দ কেজরিওয়াল মামলার দেখানো পথেই জামিন হয়েছে বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য ও বিশ্বজিৎ দাসের। প্রসঙ্গত আবগারি সংক্রান্ত মামলায় দিল্লির মুখ‍্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)।

আরও পড়ুন: কলে ভাল করে শুনতে পান না, স্মার্টফোনের স্পিকার ঠিকমতো কাজ করে না? সহজ টিপস্ মেনে সারিয়ে ফেলুন

ফেব্রুয়ারি মাসেই রেশন বণ্টনে দুর্নীতি মামলায় মন্ত্রী জ‍্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। জ‍্যোতিপ্রিয় মল্লিকের সূত্র ধরেই গ্রেফতার করা হয় মন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত ব‍্যবসায়ী বাকিবুর রহমানকে। সেইসঙ্গেই গ্রেফতার হয় শঙ্কর আঢ্য ও বিশ্বজিৎ দাসকে। রেশন দুর্নীতি মামলাতেই জড়িয়েছিল সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাম।