প্রিন্সেপ ঘাটের কাছে গঙ্গায় নেমে পড়েন এক বিক্ষোভকারী৷

Nabanna Abhijan: ডাঙায় পুলিশ, জলেও পুলিশ! নবান্ন অভিযানে এসে গঙ্গায় নেমে বেকায়দায় যুবক, দেখুন ভিডিও

কলকাতা: এ যেন আক্ষরিক অর্থেই জলে কুমির, ডাঙায় বাঘ৷ মঙ্গলবার নবান্ন অভিযানে এসে এমনই অবস্থা হল কয়েকজন বিক্ষোভকারীর৷ পুলিশের তাড়া খেয়ে প্রিন্সেপ ঘাটের কাছে দু-তিন জন বিক্ষোভকারী নেমে পড়েছিলেন গঙ্গায়৷

তবে গঙ্গায় নেমে চোখে মুখে কাঁদানে গ্যাসের জ্বলুনি কমলেও জল থেকে উঠে আসার সময় হল বিপদ৷ কারণ ততক্ষণে গঙ্গার পাড়ে চলে এসেছেন পুলিশকর্মীরা৷ আবার ওয়াটার স্কুটি নিয়ে গঙ্গা দিয়েই এগিয়ে আসছে রিভার ট্রাফিক পুলিশ৷ এই পরিস্থিতিতে কী করবেন, সেটা ভেবেই বেকায়দায় পড়েছিলেন এক বিক্ষোভকারী৷

মঙ্গলবার বিকেলে এমনই দৃশ্য দেখা গেল বাবুঘাটের কাছে প্রিন্সেপ ঘাটে৷ নবান্ন অভিযানকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় প্রিন্সেপ ঘাট চত্বর৷ বাবুঘাটের দিক থেকে স্ট্র্যান্ড রোড ধরে এগনোর চেষ্টা করে বিক্ষোভকারীদের মিছিল৷ পাল্টা প্রতিরোধ করে পুলিশ৷ ফাঁটানো হয় কাঁদানে গ্যাসের শেল৷

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের পর এই প্রথম, একমঞ্চে মমতা-অভিষেক! বুধবারেই পাল্টা জবাব?

সেই সময় পুলিশের হাত থেকে বাঁচতে গঙ্গায় নেমে পড়েন দু তিন জন বিক্ষোভকারী৷ তাঁদের মধ্যে ছিলেন এক যুবক৷ প্রিন্সেপ ঘাটের কাছে গঙ্গায় নেমে পড়া ওই যুবককে সাহায্য করতে অবশ্য এগিয়ে আসেন কয়েকজন পুলিশকর্মীই৷ যদিও ওই যুবক পুলিশের হাতে আটক হওয়ার ভয়ে গঙ্গা থেকে উঠে আসছিলেন না৷ বারবারই পুলিশকর্মীরা তাঁকে আশ্বস্ত করার চেষ্টা করেন৷

ততক্ষণে অবশ্য ওই যুবককে উদ্ধার করতে গঙ্গা দিয়ে ওয়াটার স্কুটি নিয়ে এগিয়ে আসেন রিভার ট্রাফিক পুলিশের এক সদস্য৷ তখন বাধ্য হয়েই গঙ্গা ধার ঘেঁষে কোনওক্রমে উঠে আসেন ওই যুবক৷ যদিও পিচ্ছিল গঙ্গার পাড় বেয়ে উঠে আসতে যথেষ্ট বেগ পেতে হয় তাঁকে৷ বেশ কয়েকবার পড়েও যান তিনি৷

নবান্ন অভিযানকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় বাবুঘাট এলাকা৷ পুলিশের দুটি বাইকে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা৷ পুলিশের গাড়ি, কিয়স্কও ভাঙচুর করা হয়৷