Abhishek Banerjee: ‘কারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন?’ আরজি কর কাণ্ডে মমতার হয়েই সওয়াল, বিজেপি তুলোধনা অভিষেকের

কলকাতা: গোটা আরজি কর কাণ্ড পর্বে তাঁর নীরবতা নিয়ে তৃণমূলের অন্দরে এবং রাজনৈতিক মহলে তুমুল জল্পনা ছড়িয়েছিল৷ তৃণমূলের অন্দরে শীর্ষ স্তরে সমীকরণ নিয়েও নানা খবর হাওয়ায় ভাসছিল৷ শেষ পর্যন্ত আরজি কর কাণ্ডের পর প্রথমবার তৃণমূলের মঞ্চ থেকে মুখ খুলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

এ দিন মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান থেকে অভিষেক বলেন, যারা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তাঁরা মিছিল করে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানান৷ এদের ক্ষমতা নেই সেই আইন আনার৷ কারণ তাহলে সবার আগে জেলে যাবে বিজেপির লোকেরা৷ সব চোর, চিটিংবাজদের ভিড়৷

আরও পড়ুন: নবান্ন অভিযানের ডাক দেওয়া ছাত্র সমাজের সায়ন লাহিড়ি গ্রেফতার, ষড়যন্ত্রের অভিযোগ

পরিসংখ্যান দিয়ে অভিষেক দাবি করেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, গত দশ বছরে মহিলাদের উপরে অত্যাচারের ঘটনায় সবার উপরে রয়েছে বিজেপি শাসিত চার রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্র৷ তার পরেও বিজেপি কীভাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে, সেই প্রশ্ন তোলেন অভিষেক৷ একই সঙ্গে অভিষেক মনে করিয়ে দিয়েছেন, আরজি কর কাণ্ডের পরদিনই মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তে রাজ্য সরকারের আপত্তি নেই বলে জানিয়েছিলেন৷

এ দিনের বনধ নিয়েও বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক৷ সমাবেশে বিপুল ভিড় দেখিয়ে অভিষেক বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘প্রত্যেক ২৮ অগাস্ট আপনারা বাংলা বনধ ডাকুন৷ আজকের সমাবেশে রেকর্ড ভিড় হয়েছে৷’