কী নির্দেশ নবান্নের?

Bangla Bandh BJP: বুধবারের বিজেপির বনধে কেমন প্রভাব পড়ল নবান্নে? উপস্থিতির হার কতটা?

হাওড়া: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ সে অর্থে কোন প্রভাব পড়ল না নবান্নে। বুধবার সকাল থেকে নবান্নে কর্মচারীদের দীর্ঘ লাইন। ‍

বুধবার বিজেপির ১২ ঘণ্টার বাংলা বনধ হলেও সকাল থেকেই নবান্নের বিভিন্ন গেটে কর্মচারীদের লাইন। অন্য দিকে, গতকালের পর আজও কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা নবান্ন চত্বরে। মঙ্গলবারই রাজ্য অর্থ দফতরের তরফে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল বুধবার অনুপস্থিত থাকলেই শোকজ করা হবে। শুধু তাই নয় তারপরে বিভাগীয় তদন্ত শুরু হবে।

আরও পড়ুন: বনধের বিরোধিতায় করা জনস্বার্থ মামলা খারিজ, মামলাকারীকে গুনতে হল জরিমানা

মঙ্গলবার যারা ছুটি নিয়েছিলেন বুধবার তাদের উপস্থিত থাকতে হবে। এমনটাই নির্দেশিকা মঙ্গলবার দিয়েছিল রাজ্যের অর্থ দফতর। তবে শুধু নবান্ন নয়, রাজ্যের একাধিক দফতরে সকাল থেকে কর্মচারীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

আরও পড়ুন: বিহারে চোর সন্দেহে যুবককে বেঁধে গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দেওয়ার অভিযোগ

নবান্নে আসা কর্মচারীদের কথায়, “বাস, ট্রেন, মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। আমাদের আসতে কোনও অসুবিধা হয়নি। কোথাও কোন অবরোধ নজরে পড়েনি”। মঙ্গলবারের নবান্ন অভিযানের পর বুধেও নবান্ন চত্বরের বাইরে কড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। হাওড়া পুলিশ কমিশনার নিজেও নবান্নের বাইরে থাকা পুলিশ আউট পোস্টে বসেই নজরদারি করছেন। মঙ্গলবারই রাজ্য পুলিশের তরফে এসপি, সিপিদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কোথাও কেউ অবরোধ করতে চাইলে তার প্রতিরোধ করতে হবে। সূত্রের খবর, আজ নবান্নে প্রায় ৯৫ শতাংশ উপস্থিতি রয়েছে। পাশাপাশি রাজ্যের অন্যান্য দফতর মিলিয়ে মোট উপস্থিতি ৯৭%।