সায়ন লাহিড়ীর পাশে শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: সায়নের পাশে শুভেন্দু, ‘দেখাতে পারবেন…’ পুলিশকে বড় চ্যালেঞ্জ বিরোধী দলনেতার

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: সায়ন লাহিড়ীর গ্রেফতারি ইস্যুতে পুলিশকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। আইনি লড়াইয়ে নবান্ন অভিযানের ডাক দেওয়া অন্যতম প্রতিবাদী মুখ সায়ন এবং তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাসও দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সায়ন লাহিড়ীর মা অঞ্জলি লাহিড়ী ও বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডাকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়ে রীতিমত চ্যালেঞ্জ করে বলেন, ‘‘কোথাও দেখাতে পারবেন সায়ন ব্যারিকেড উপড়ে পুলিশকে মেরেছে কিম্বা তাণ্ডব চালিয়েছে?’’

আরও পড়ুন– হুঁশিয়ারির পাল্টা হুঙ্কার! বিধানসভা অধিবেশন ইস্যুতে ফের মমতার সঙ্গে সংঘাতে শুভেন্দু

এই প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘‘একটি টিভি চ্যানেলে গিয়েছিলেন সায়ন। বাইরে অপেক্ষা করছিল বিনীত গোয়েলের পুলিশ। রাস্তা থেকে সায়ন লাহিড়ীকে তুলে নিয়ে যাওয়া হয়। সায়ন অত্যন্ত প্রতিভাবান MBA ছাত্র। তাঁর নামে কোনও অভিযোগ, মামলা কিছুই নেই।’’

শুভেন্দু অধিকারীর এও দাবি, ‘‘নবান্ন অভিযান পুরোপুরি সফল হয়েছে। রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে গিয়ে বা হাইকোর্টে গিয়েও ছাত্র সমাজের নবান্ন অভিযান কর্মসূচিকে আটকানো যায়নি। নবান্ন অভিযানে আমিও যেতে চেয়েছিলাম কিন্তু সায়নরা পরে বারণ করে পাশে থাকতে বলেন। আমি তাই করেছিলাম। কিন্তু একাধিক ধারায় সায়ন লাহিড়ীকে মিথ্যে মামলায় দাগিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে।’’

আরও পড়ুন– রাজ্যে আপাতত বৃষ্টি কমবে, উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে তীব্র ভাষায় নিশানা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘সায়ন লাহিড়ীর ১৪ দিনের পুলিশ হেফাজত হয়েছে। আমরা সব রকম আইনি সহায়তা করব।‌‌ হাই কোর্ট অথবা সুপ্রিম কোর্ট যেখানে যা সাহায্য লাগে আমরা দেব। কোনও ক্রিমিনাল বা রাজনৈতিক প্রেক্ষাপট নেই সায়নের। সায়নের মা ছেলের মুক্তি চেয়ে যাবেন সুপ্রিম কোর্টে। আমরা সাহায্য করব। আমাদের বিশ্বাস আদালত সায়নের মা-কে তার বিচার দেবে।’’